নয়াদিল্লি : সম্প্রতি আমেরিকার প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের একটি ভিডিও সোশাল মিডিয়ায় ভাইরাল হয়েছে। যেখানে তাঁকে বলতে শোনা যাচ্ছে, অরুণাচল প্রদেশে অশান্তিতে প্ররোচনা দিয়েছে আরএসএস। এর পাশাপাশি তারা তানি উপজাতির মধ্যে দ্বন্দ্বও তৈরি করছে। কিন্তু, এই দাবি কি আদৌ সত্যি ? BOOM-এর অনুসন্ধান অনুযায়ী, এই ভিডিওটি ডিপফেক ভিডিও। ভিডিও AI-এর মাধ্যমে তৈরি কন্টেন্টের হদিশ মিলেছে। এর পাশাপাশি AI ডিটেকশন টুলও এটা নিশ্চিত করেছে যে, ভিডিওটি ডিপফেক।
গত ৬ মার্চ একটি প্রতিবেদন প্রকাশ করেছিল The New Indian Express। তাতে প্রকাশিত হয়, হাজার হাজার খ্রিস্টান অরুণাচল প্রদেশ ফ্রিডম অফ রিলিজিওন অ্যাক্ট (Arunachal Pradesh Freedom of Religion Act) ১৯৭৮-এর প্রতিবাদে সরব হয়েছেন। আদিবাসী সম্প্রদায়ের ঐতিহ্যবাহী ধর্মীয় রীতিনীতিগুলিকে বহিরাগত প্রভাব বা জবরদস্তি থেকে রক্ষা করার জন্য প্রবর্তিত এই আইনটি কখনও বাস্তবায়িত হয়নি। রাজ্যের খ্রিস্টানরা APFRA-এর বিরোধিতা করলেও, আদিবাসী ধর্মাবলম্বীরা এটিকে সমর্থন করে এবং সম্প্রতি এর দ্রুত বাস্তবায়নের দাবিতে রাস্তায় নেমে আসেন।
অরুণাচল প্রদেশের তিনটি প্রধান সম্প্রদায় হল আদিবাসী ধর্মাবলম্বী, খ্রিস্টান এবং বৌদ্ধ। রাজ্যের অন্যতম গুরুত্বপূর্ণ উপজাতি, তানি জনগণ সূর্য (ডোনি) এবং চাঁদ (পোলো) উপাসনার জন্য পরিচিত।
৩ মিনিট ২০ সেকেন্ডের ভাইরাল ভিডিওটিতে ট্রাম্প দাবি করছেন যে, ডোনি পোলো সম্প্রদায়ের কিছু ব্যক্তি রাজনৈতিক উদ্দেশ্যে আরএসএসের কাছে তাদের পরিচয় এবং বিশ্বাস বিক্রি করছে। APFRA ব্যবহার করে খ্রিস্টান তানি সম্প্রদায়ের মধ্যে সংঘাতের ইন্ধন জোগাচ্ছে। তিনি ওই সম্প্রদায়কে তাঁদের চিহ্নিত করার জন্য আহ্বান জানাচ্ছেন যাঁরা তানি জনগণকে বিভক্ত করে আরএসএসকে সাহায্য করার জন্য অর্থ গ্রহণ করেছিলেন। এছাড়াও, ট্রাম্পকে ডোনি পোলো ধর্মের ‘প্রকৃত অনুসারীদের’, যাঁরা আরএসএস থেকে তহবিল পাননি, তাঁদের ঐক্যবদ্ধ হওয়ার এবং রাষ্ট্র থেকে এই প্রভাবগুলি দূর করার আহ্বান জানাতে শোনা যায়।
ফ্যাক্ট চেক-
ভিডিওতে ট্রাম্পের নামে যে বক্তব্য দেওয়া হয়েছে, তার সঙ্গে সম্পর্কিত ফলাফল যাচাই করার জন্য BOOM গুগলে একটি কিওয়ার্ড সার্চ করে। তবে, আরএসএস এবং অরুণাচল প্রদেশ সম্পর্কে ট্রাম্পের ওই বক্তব্যের কোনও নির্ভরযোগ্য প্রতিবেদন পাওয়া যায়নি। এরপর ট্রাম্পের বক্তৃতার ভিডিওটি ভালোভাবে পরীক্ষা করে দেখা হয় এবং অডিও এবং ট্রাম্পের ঠোঁটের নড়াচড়ার মধ্যে বেশ কিছু অসঙ্গতি লক্ষ্য করা যায়। এছাড়াও, ভিডিওটিতে তাঁর বক্তৃতা চলাকালীন বেশ কয়েকটি আকস্মিক জাম্প কাট রয়েছে, যেখানে ভয়েস মড্যুলেশনে কোনও পরিবর্তন হয়নি। এর সূত্র ধরে, ভিডিওটির বিভিন্ন অংশ কেটে AI শনাক্তকরণ টুল Hive Moderation-এর মাধ্যমে চালানো হয়, যা ভিডিওটিতে AI ম্যানিপুলেশনের উপস্থিতি দেখিয়ে দিয়েছে। আরও যাচাই করার জন্য, অডিওটিকে চারটি ভাগে ভাগ করা হয় এবং AI-উত্পাদিত অডিও শনাক্তকরণের জন্য টুল, Resemble AI ব্যবহার করে সেগুলি পরীক্ষা করা হয়। Resemble AI-এর অডিও ডিটেক্টর এই সিদ্ধান্তে পৌঁছেছে যে চারটি অংশই AI-উত্পাদিত।
ডিসক্লেমার : এই প্রতিবেদনটি প্রকাশ করেছে বুমলাইভ এবং শক্তি কালেক্টিভের (Fact Check : Deepfake: Video Of Trump Accusing RSS Of Inciting Riots In Arunachal Pradesh) অংশ হিসাবে প্রতিবেদনটির অনুবাদ করেছে এবিপি লাইভ বাংলা।
আরও দেখুন
+ There are no comments
Add yours