NOW READING:
আইপিএলে এমন করুণ অভিজ্ঞতা হয়নি আর কারও, জানলে চমকে উঠতে হয়
March 14, 2025

আইপিএলে এমন করুণ অভিজ্ঞতা হয়নি আর কারও, জানলে চমকে উঠতে হয়

আইপিএলে এমন করুণ অভিজ্ঞতা হয়নি আর কারও, জানলে চমকে উঠতে হয়
Listen to this article


তাঁর নেতৃত্বে ১০ বছরের ট্রফি খরা কেটেছে কলকাতা নাইট রাইডার্সের। গত মরশুমে শ্রেয়স আইয়ার অধিনায়ক হিসাবে ট্রফি দিয়েছেন কেকেআরকে।

তাঁর নেতৃত্বে ১০ বছরের ট্রফি খরা কেটেছে কলকাতা নাইট রাইডার্সের। গত মরশুমে শ্রেয়স আইয়ার অধিনায়ক হিসাবে ট্রফি দিয়েছেন কেকেআরকে।

তারপরেও এমন এক রেকর্ড গড়েছেন শ্রেয়স, যা তিনি ভুলতে চাইবেন দ্রুত। আইপিএলের ইতিহাসে এমন কপাল কারও হয়নি।

তারপরেও এমন এক রেকর্ড গড়েছেন শ্রেয়স, যা তিনি ভুলতে চাইবেন দ্রুত। আইপিএলের ইতিহাসে এমন কপাল কারও হয়নি।

শ্রেয়সই আইপিএলের প্রথম অধিনায়ক, যাঁকে চ্যাম্পিয়ন করার পরের মরশুমেই সরিয়ে দেওয়া হয়েছে দল থেকে। অন্য দলে যোগ দিতে হয়েছে শ্রেয়সকে।

শ্রেয়সই আইপিএলের প্রথম অধিনায়ক, যাঁকে চ্যাম্পিয়ন করার পরের মরশুমেই সরিয়ে দেওয়া হয়েছে দল থেকে। অন্য দলে যোগ দিতে হয়েছে শ্রেয়সকে।

প্রথম আইপিএলে চ্যাম্পিয়ন হয়েছিল রাজস্থান রয়্যালস। শ্যেন ওয়ার্নের নেতৃত্বে। তার পরের আইপিএলেও অজি কিংবদন্তিই ছিলেন রাজস্থান রয়্যালসের অধিনায়ক।

প্রথম আইপিএলে চ্যাম্পিয়ন হয়েছিল রাজস্থান রয়্যালস। শ্যেন ওয়ার্নের নেতৃত্বে। তার পরের আইপিএলেও অজি কিংবদন্তিই ছিলেন রাজস্থান রয়্যালসের অধিনায়ক।

দ্বিতীয় আইপিএলে অ্যাডাম গিলক্রিস্টের নেতৃত্বে চ্যাম্পিয়ন হয় হায়দরাবাদ ডেকান চার্জার্স। পরের মরশুমেও অস্ট্রেলিয়ার উইকেটকিপারই ছিলেন সেই দলের অধিনায়ক।

দ্বিতীয় আইপিএলে অ্যাডাম গিলক্রিস্টের নেতৃত্বে চ্যাম্পিয়ন হয় হায়দরাবাদ ডেকান চার্জার্স। পরের মরশুমেও অস্ট্রেলিয়ার উইকেটকিপারই ছিলেন সেই দলের অধিনায়ক।

২০১০ ও ২০১১ এবং ২০১৮ সালে অধিনায়ক হিসাবে চেন্নাই সুপার কিংসকে আইপিএল চ্যাম্পিয়ন করেছিলেন মহেন্দ্র সিংহ ধোনি। ঠিক পরের আইপিএলে, অর্থাৎ ২০১২ ও ২০১৯ সালেও সিএসকে-র অধিনায়ক ছিলেন ধোনিই।

২০১০ ও ২০১১ এবং ২০১৮ সালে অধিনায়ক হিসাবে চেন্নাই সুপার কিংসকে আইপিএল চ্যাম্পিয়ন করেছিলেন মহেন্দ্র সিংহ ধোনি। ঠিক পরের আইপিএলে, অর্থাৎ ২০১২ ও ২০১৯ সালেও সিএসকে-র অধিনায়ক ছিলেন ধোনিই।

ধোনির যদিও ব্যাতিক্রম রয়েছে। ২০২১ সালে তাঁর নেতৃত্বে চতুর্থ আইপিএল জেতে সিএসকে। ২০২২ সালে তাঁর কথাতেই চেন্নাইয়ের অধিনায়ক করা হয়েছিল রবীন্দ্র জাডেজাকে। যদিও টুর্নামেন্টের মাঝপথে নেতৃত্ব ছাড়েন জাডেজা। ফের অধিনায়ক হন ধোনি।

ধোনির যদিও ব্যাতিক্রম রয়েছে। ২০২১ সালে তাঁর নেতৃত্বে চতুর্থ আইপিএল জেতে সিএসকে। ২০২২ সালে তাঁর কথাতেই চেন্নাইয়ের অধিনায়ক করা হয়েছিল রবীন্দ্র জাডেজাকে। যদিও টুর্নামেন্টের মাঝপথে নেতৃত্ব ছাড়েন জাডেজা। ফের অধিনায়ক হন ধোনি।

এছাড়া ২০২৩ সালে ফের ক্যাপ্টেন কুল ধোনি সিএসকে-কে ট্রফি দেন। পঞ্চম খেতাব। ২০২৪ সালে ধোনি নিজেই নেতৃত্ব ছাড়েন ফের। তাঁর পরামর্শেই অধিনায়ক করা হয় রুতুরাজ গায়কোয়াড়কে।

এছাড়া ২০২৩ সালে ফের ক্যাপ্টেন কুল ধোনি সিএসকে-কে ট্রফি দেন। পঞ্চম খেতাব। ২০২৪ সালে ধোনি নিজেই নেতৃত্ব ছাড়েন ফের। তাঁর পরামর্শেই অধিনায়ক করা হয় রুতুরাজ গায়কোয়াড়কে।

তবে শ্রেয়সই একমাত্র অধিনায়ক, যিনি দলকে আইপিএল চ্যাম্পিয়ন করার পরের মরশুমেই অন্য দলে খেলছেন। শোনা যায় কেকেআরের সঙ্গে টাকার অঙ্কে সহমত না হওয়ায় বেরিয়ে আসার সিদ্ধান্ত শ্রেয়সের। কেকেআরও ধরে রাখার বাড়তি তাগিদ দেখায়নি বলেই সূত্রের দাবি।

তবে শ্রেয়সই একমাত্র অধিনায়ক, যিনি দলকে আইপিএল চ্যাম্পিয়ন করার পরের মরশুমেই অন্য দলে খেলছেন। শোনা যায় কেকেআরের সঙ্গে টাকার অঙ্কে সহমত না হওয়ায় বেরিয়ে আসার সিদ্ধান্ত শ্রেয়সের। কেকেআরও ধরে রাখার বাড়তি তাগিদ দেখায়নি বলেই সূত্রের দাবি।

আসন্ন আইপিএলে শ্রেয়সকে দেখা যাবে পাঞ্জাব কিংসের জার্সিতে। প্রীতি জিন্টার দলের অধিনায়কও শ্রেয়সই। ছবি - পিটিআই

আসন্ন আইপিএলে শ্রেয়সকে দেখা যাবে পাঞ্জাব কিংসের জার্সিতে। প্রীতি জিন্টার দলের অধিনায়কও শ্রেয়সই। ছবি – পিটিআই

Published at : 14 Mar 2025 02:54 PM (IST)

আরও জানুন আইপিএল

আরও দেখুন



Source link