NOW READING:
শাহরুখের চেনা ইডেনেও আজ যেন শুধুই বিরাট উন্মাদনা
March 22, 2025

শাহরুখের চেনা ইডেনেও আজ যেন শুধুই বিরাট উন্মাদনা

শাহরুখের চেনা ইডেনেও আজ যেন শুধুই বিরাট উন্মাদনা
Listen to this article



<p>ABP Ananda Live: কলকাতা কাঁপছে ক্রিকেট জ্বরে। আইপিএলের প্রথম ম্যাচে সম্মুখসমরে কলকাতা নাইট রাইডার্স এবং রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোর। এইপিএলের প্রথম ম্যাচ নিয়ে উল্লসিত শহরের ক্রিকেটপ্রেমীরা। কারও বাজি আন্দ্রে রাসেল তো কারও কোহলি। তার মধ্যেই বাড়তি উত্তেজনা যোগ করেছেন কিং খান। আজকের ম্যাচে শাহরুখ নিজে উপস্থিত থাকবেন মাঠে। ক্রিকেটপ্রেমীদের মতে শাহরুখ মাঠে থাকলে নাকি কলকাতা নাইট রাইডার্স হারে না। আইপিএলের প্রথম ম্যাচ জিতে সফর শুরু করতে পারবেন নাইট যোদ্ধারা? কী বলছেন সমর্থকরা?</p>
<p>&nbsp;</p>
<p><strong>বিজেপির মিছিলে ধুন্ধুমার, বিবি গাঙ্গুলি স্ট্রিটে উত্তেজনা&nbsp;</strong></p>
<p>ব্যারিকেড দিয়ে বিবি গাঙ্গুলি স্ট্রিটে মিছিল আটকাল পুলিশ। বিজেপি মহিলা মোর্চার মিছিলে বাধা পুলিশের। পুলিশের সঙ্গে বিজেপি কর্মীদের মধ্যে ধস্তাধস্তি শুরু।আবগারি দফতরের নিয়োগ বিজ্ঞপ্তির প্রতিবাদে বিজেপিরএই প্রতিবাদ। কেন পানশালা, নাইট ক্লাবে কাজ করবেন মহিলারা? প্রশ্ন তুলে পথে বিজেপি।</p>



Source link