
তাঁকে ভারতীয় ক্রিকেটের সেরা প্রতিভাদের মধ্যে একজন মনে করা হচ্ছে। আইপিএলের মাঝেই সেই যশস্বী জয়সওয়ালের মুম্বই ছেড়ে গোয়ায় যাওয়ার খবর নিয়ে হইচই পড়ে গিয়েছে।

অনেকেই জয়সওয়ালের সিদ্ধান্তে হতবাক। শোনা যাচ্ছে, অজিঙ্ক রাহানের সঙ্গে ঝামেলার জেরেই নাকি মুম্বই ছাড়ার সিদ্ধান্ত জয়সওয়ালের।

মুম্বই ক্রিকেট সংস্থা থেকে নো অবজেকশন সার্টিফিকেট (NOC) চেয়েছেন জয়সওয়াল। তিনি নিজে জানিয়েছেন যে, গোয়া তাঁকে নেতৃত্বের প্রস্তাব দেওয়ায় তিনি এই সিদ্ধান্ত নিয়েছেন।

যদিও কানাঘুষো, রাহানের সঙ্গে বিবাদে জড়িয়েই এই পথে হাঁটছেন জয়সওয়াল। শোনা যাচ্ছে, বান্দ্রা কুর্লা কমপ্লেক্সে রঞ্জি ট্রফির ম্যাচে জম্মু ও কাশ্মীরের কাছে পরাজয়ের পর ড্রেসিংরুমে রাহানের কিটব্যাগে লাথি মেরেছিলেন জয়সওয়াল।

এ-ও শোনা যাচ্ছে যে, সেই ম্যাচে পরাজয়ের পর মুম্বইয়ের কোচ ওমকার সালভি ও অধিনায়ক রাহানে জয়সওয়ালের দায়বদ্ধতা নিয়ে প্রশ্ন তুলেছিলেন। তারপরই তিনজনের মধ্যে অশান্তি হয় বলে খবর।

জয়সওয়াল ও রাহানের ঝামেলা অবশ্য নতুন নয়। এর আগেও দলীপ ট্রফিতে দক্ষিণাঞ্চলের বিরুদ্ধে পশ্চিমাঞ্চলের ম্যাচে দক্ষিণাঞ্চলের ক্রিকেটার রবি তেজাকে অত্যাধিক স্লেজিং করায় জয়সওয়ালকে মাঠ থেকে বার করে দিয়েছিলেন রাহানে।

কারও কারও মতে, ভারতীয় টেস্ট দলের নিয়মিত ওপেনার হওয়ার পরেও মুম্বইয়ের হয়ে মাঠে না নামলেই যেভাবে প্রত্যেক মুহূর্তে তাঁকে আতসকাচের তলায় ফেলা হয়, তাতে বেশ বিরক্ত জয়সওয়াল।

রঞ্জি ট্রফিতে জম্মু ও কাশ্মীরের বিরুদ্ধে মুম্বইয়ের হয়ে খেলেছিলেন জয়সওয়াল ও রোহিত শর্মা। সেই ম্যাচে রাহানের নেতৃত্বে হেরে যায় মুম্বই। দুই ইনিংসেই ব্যর্থ হন জয়সওয়াল।

মুম্বই রঞ্জি ট্রফির সেমিফাইনালে ওঠার পরেও বিদর্ভের বিরুদ্ধে ম্যাচের আগের দিন বাড়ি ফিরে গিয়েছিলেন যশস্বী। সেমিফাইনালে মুম্বই হেরে যাওয়ার পর প্রধান নির্বাচক সঞ্জয় পাটিল আন্তর্জাতিক ক্রিকেটারদের রাজ্য দলে খেলার জন্য দায়বদ্ধতা নিয়ে প্রশ্ন তুলেছিলেন।

মুম্বইয়ের টিম ম্যানেজমেন্টের সঙ্গে তিক্ততার জেরেই জয়সওয়ালের মুম্বই ছেড়ে গোয়া যাওয়ার সিদ্ধান্ত বলে মনে করা হচ্ছে। ছবি – পিটিআই
Published at : 04 Apr 2025 05:55 PM (IST)
আরও জানুন আইপিএল
আরও দেখুন