কলকাতা: মদের আসরে বসে কত কথাই না বলে মানুষে। কিন্তু, তার জেরে পরিকল্পনা ছাড়াই মদ খাওয়ার পার্টনারের হাতে খুন হওয়ার ঘটনা কমই ঘটে। শুনতে অবাক লাগলেও এমন ঘটনাই ঘটেছে চেতলার (Chetla) সিআইটি (CIT) আবাসনে।

আরও পড়ুন: RG Kar Case: ঘিরে ধরেন ১৫ ডাক্তার, সাদা কাগজে সই করানোর চেষ্টা করেন, ফেলে দেওয়া হয় ধাক্কা মেরে, দাবি নির্যাতিতার পরিবারের

স্থানীয় সূত্রে জানা গেছে, বুধবার রাতে চেতলার পীতম্বর ঘটক লেনের একটি আবাসনে মদের আসর বসিয়ে ছিলেন দুই বন্ধু চন্দন মণ্ডল ওরফে ভুট্টো এবং রূপচাঁদ পাইক। মদের আসর বসেছিল ভুট্টোরই ফ্ল্যাটে। মদ খেতে খেতে প্রায় এক বছর আগে ভুট্টোর স্ত্রীর বাড়ি থেকে ছেড়ে চলে যাওয়ার কথা উল্লেখ করে রূপচাঁদ। শুধু তাই নয়, মদ্যপানের সময় বন্ধুর স্ত্রীকে নিয়ে কিছু উল্টোপাল্টা কথা এবং কটূক্তিও করেন রূপচাঁদ।

আরও পড়ুন: Purulia College Molestation Case: পুরুলিয়ায় ছাত্রীর শ্লীলতাহানির অভিযোগে গ্রেফতার অধ্যাপক

বিষয়টি মানতে পারেননি চন্দন ওরফে ভুট্টো। এই ব্যাপার নিয়ে দু-জনের কথা কাটাকাটির মাঝেই আচমকা হাতের কাছে থাকা ধারালো চপার দিয়ে রূপচাঁদের মাথায় সজোরে আঘাত করেন তিনি। এর জেরে ঘটনাস্থলেই মৃত্যু হয় রূপচাঁদের। 

আপনার পছন্দের খবর আর আপডেট পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে।

আরও পড়ুন: Vineet Goyal Resignation Demand: বিনীত গোয়েলের পদত্যাগ চেয়ে জনস্বার্থ মামলা, নোটিস নিতেই হবে, নির্দেশ কলকাতা হাইকোর্টের

ঘটনাটির কথা জানতে পারার পর চন্দন মণ্ডল ওরফে ভুট্টোর নামে চেতলা থানায় অভিযোগ দায়ের করেন রূপচাঁদের ভাই। পুলিশ ঘটনাস্থলে এসে ভুট্টোকে তাঁর বাড়ির সামনে থেকেই গ্রেফতার করে। তদন্ত শুরু করার পাশাপাশি ভুট্টোকে বৃহস্পতিবার আদালতে তুলে নিজেদের হেফাজতে নেওয়ার দাবি জানিয়েছে পুলিশ। 

প্রসঙ্গত উল্লেখ্য, আরজি কর মেডিক্যালে চিকিৎসককে ধর্ষণ ও খুনের ঘটনার পর থেকে সারা রাজ্যজুড়ে এই বিষয় নিয়ে গন্ডগোল চলছে। সাধারণ  মানুষ থেকে বিভিন্ন বিশিষ্ট ক্ষেত্রের মানুষরা প্রতিবাদে সামিল হয়েছেন। তার মধ্যেই এই ধরনের ঘটনা হতবাক করেছে চেতলার পীতাম্বর লেনের বাসিন্দা ও স্থানীয় মানুদের

Subendu Adhikari: ‘সম্মানের যোগ্য নন বিনীত গোয়েল, ফিরিয়ে নেওয়া হোক পুলিশ মেডেল’, রাষ্ট্রপতি, স্বরাষ্ট্রমন্ত্রীকে চিঠি শুভেন্দুর

আরও দেখুন



Source link

Shares:
Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *