কবে, কোথায় আয়োজিত হবে আইপিএলের মেগা নিলাম? হল সরকারি ঘোষণা

Estimated read time 1 min read
Listen to this article


মুম্বই: বহুদিন ধরেই চলছিল জল্পনা। ৩১ অক্টোবর রিটেনশন তালিকা ঘোষণা হওয়ার পর, আইপিএলের মেগা নিলাম (IPL Mega Auction 2025) কবে আয়োজিত হবে, সেই নিয়ে জল্পনা আরও অনেকাংশে বৃদ্ধি পায়। অবশেষে সেই জল্পনার অবসান ঘটল। ঘোষিত হল আইপিএল মেগা নিলামের দিনক্ষণ। 

শোনা যাচ্ছিল দেশে নয়, দেশের বাইরেই আয়োজিত হবে এই নিলাম। সেই জল্পনাতেই সিলমোহর পড়ল। সৌদি আরবের জেড্ডায় এবারের আইপিএলের মেগা নিলামের আসর বসতে চলেছে। ২৪ ও ২৫ নভেম্বর, দুইদিন ধরে চলবে এই মেগা নিলাম। নিলামে মোট ১৫৭৪ জন ক্রিকেটার নিজেদের নাম নথিভুক্ত করিয়েছেন। এদের মধ্যে ১১৬৫ জন ভারতীয় ও ৪০৯ জন বিদেশি ক্রিকেটার রয়েছেন।

ইতিমধ্যেই আন্তর্জাতিক ক্রিকেট খেলেছেন এমন ৩২০ জন ক্রিকেটার নাম নথিভুক্ত করিয়েছেন। তবে ভারতীয়র সংখ্যা এক্ষেত্রে মাত্র ৪৮। বিদেশি মোট ২৭২ জন ক্যাপড ক্রিকেটার আইপিএলের নিলামে নিজেদের নাম লিখিয়েছেন। রয়েছেন ১২২৪ জন আনক্যাপড। এক্ষেত্রে ভারতীয়দের সংখ্যা যেমন অনেকটাই বেশি। ৯৬৫ জন আনক্য়াপড ভারতীয় এবং মাত্র ১০৪ জন আনক্যাপড বিদেশি নিলামে নাম দিয়েছেন। ভারতীয় আনক্য়াপড ক্রিকেটারদের মধ্যে ১৭২ জনই গত বছরেও কোনও না কোনও ফ্র্যাঞ্চাইজির অংশ ছিলেন। সেখানে বিদেশিদের ক্ষেত্রে সংখ্যাটা মাত্র তিন।

 

 

নিলামে নাম লেখানো বিদেশিদের মধ্যে রামধনুর দেশ অর্থাৎ দক্ষিণ আফ্রিকান ক্রিকেটাদের সংখ্যা সবথেকে বেশি। মোট ৯১ জন দক্ষিণ আফ্রিকান ক্রিকেটার আইপিএলে অংশগ্রহণ করবেন। অপরদিকে, ৭৬ জন অস্ট্রেলিয়ানও রয়েছেন। পাশাপাশি অ্যাসোসিয়েট দেশগুলির ৩০ জন ক্রিকেটার নিলামে নাম লিখিয়েছেন। 

১৫৭৪ জন ক্রিকেটারের মধ্যে অবশ্য সাত ভাগের একভাগ জনের কম ক্রিকেটার পরবর্তী আইপিএলে খেলার সুযোগ পাবেন। কারণ সবদল যদি নির্ধারিত ২৫ জন খেলোয়াড়ও দলে নেয়, তাহলেও মোট ২০৪ জন ক্রিকেটারকেই দলে নেওয়ার জায়গা রয়েছে। এবার অপেক্ষা শুধু ২৪ নভেম্বরের। 

আরও পড়ুন: দলগঠন নিয়ে আলোচনায় পন্টিংয়ের মুখে শ্রেয়স, ঋষভের নাম, নিলামে এঁদের জন্য ঝাঁপাবে পাঞ্জাব কিংস? 

আরও দেখুন





Source link

JagoronBarta http://www.jagoronbarta.com

জাগরণ বার্তা হল একটি অগ্রণী অনলাইন সংবাদ পোর্টাল যা পশ্চিমবঙ্গের মানুষের কাছে নিরপেক্ষ, সঠিক এবং সময়োপযোগী সংবাদ পৌঁছে দেওয়ার জন্য নিবেদিত। আমরা এমন একটি প্ল্যাটফর্ম সরবরাহ করতে প্রতিশ্রুতিবদ্ধ যা বাংলার প্রকৃত কণ্ঠস্বরকে প্রতিফলিত করে এবং স্বাধীন সাংবাদিকতার গুরুত্বকে তুলে ধরে।

You May Also Like

More From Author

+ There are no comments

Add yours