NOW READING:
ব্যাটে, বলে নায়ক উইল জ্যাকস, সানরাইজার্সকে হারাল মুম্বই ইন্ডিয়ান্স
April 17, 2025

ব্যাটে, বলে নায়ক উইল জ্যাকস, সানরাইজার্সকে হারাল মুম্বই ইন্ডিয়ান্স

ব্যাটে, বলে নায়ক উইল জ্যাকস, সানরাইজার্সকে  হারাল মুম্বই ইন্ডিয়ান্স
Listen to this article


মুম্বই: ওয়াংখেড়েতে আজ মুম্বই ইন্ডিয়ান্সের বিরুদ্ধে সানরাইজার্স হায়দরাবাদের (umbai Indians vs Sunrisers Hyderabad) প্রথম ইনিংস দেখে মনে হয়েছিল এই পিচে ব্যাট করাটা বেশ কঠিনই হতে চলেছে। তবে মুম্বই ব্যাটাররা প্রমাণ করে দিলেন পিচ চ্যালেঞ্জিং হলেও, ব্যাটিংয়ের অযোগ্য় একেবারেই। সানরাইজার্সকে চার উইকেটে হারিয়ে এবারের আইপিএলে (IPL 2025) নিজেদের তৃতীয় জয় পেল পল্টনরা। বল হাতে দুই উইকেটের পর ব্যাটে ৩৬ রানের ইনিংসে দলের পার্থক্য গড়ে দিলেন উইল জ্যাকস (Will Jacks)। সানরাইজার্স অধিনায়ক প্যাট কামিন্স দুরন্ত বোলিংয়ে তিন উইকেট নিলেও, শেষমেশ খালি হাতে তাঁকে এবং তাঁর দলকে মাঠ ছাড়তে হল।

  

আরও দেখুন



Source link