NOW READING:
দাঁত ফোটাতে ব্যর্থ কেকেআরের স্পিন ত্রয়ী, চেনা ইডেনে গিলের দাদাগিরিতে ১৯৮ রান তুলল গুজরাত টাইটান
April 21, 2025

দাঁত ফোটাতে ব্যর্থ কেকেআরের স্পিন ত্রয়ী, চেনা ইডেনে গিলের দাদাগিরিতে ১৯৮ রান তুলল গুজরাত টাইটান

দাঁত ফোটাতে ব্যর্থ কেকেআরের স্পিন ত্রয়ী, চেনা ইডেনে গিলের দাদাগিরিতে ১৯৮ রান তুলল গুজরাত টাইটান
Listen to this article


কলকাতা: কলকাতা নাইট রাইডার্সের দুই মিস্ট্রি স্পিনারের উইকেট কলম শূন্য, উপরন্তু প্রচুর রানও খরচ করলেন, এমন ঘটনা সচরাচর দেখা যায় না। তবে আজকের ম্যাচে গুজরাত টাইটান্সের বিরুদ্ধে তেমনটাই ঘটল। বরুণ চক্রবর্তী ও সুনীল নারাইনের আট ওভারে উঠল ৬৯ রান। উপরন্তু, মঈন আলিও আজ উইকেট পেতে ব্যর্থ। বলা চলে গোটা কেকেআর বোলিং আক্রমণকেই বেশ নিষ্প্রভ দেখাল আজ। আবার উল্টে এও বলা চলে দুরন্ত ব্যাটিংয়ে কেকেআর বোলারদের দাঁতই ফোঁটাতে দিলেন না গুজরাত ব্যাটাররা।

নিজের পরিচিত মাঠে প্রাক্তন দলের বিরুদ্ধে জ্বলে উঠলেন শুভমন গিল। অল্পের জন্য তাঁর শতরান হাতছাড়া হলেও, তাঁর ৯০ রানের ইনিংস গুজরাতের বড় রানের ভিত গড়ে দেয়। গিলের পাশাপাশি সাই সুদর্শনও অর্ধশতরান হাঁকালেন। আর ফিনিশিং টাচটা দিলেন জস বাটলার। তিন উইকেটে ১৯৯ রান তুলে ইনিংস শেষ করল গুজরাত টাইটান্স।  

আরও দেখুন



Source link