সন্দীপ সরকার, কলকাতা: পহেলগাঁওয়ে (Pahalgam Attack) পর্যটকদের ওপর নারকীয় জঙ্গি হানার ঘটনায় ফুঁসছে গোটা দেশ। পাকিস্তানের দিকে আঙুল উঠছে। কড়া পদক্ষেপ করার জন্য ভারত সরকারের দিকে তাকিয়ে সকলে। সন্ত্রাসবাদের বিরুদ্ধে এককাট্টা থাকার বার্তা দিচ্ছে গোটা বিশ্ব।
আর সেই আবহেই কলকাতা সফর বাতিল করলেন আরিয়ান ও সুহানা খান। যাঁদের আর এক পরিচয়, কিংবদন্তি অভিনেতা শাহরুখ খানের (Shah Rukh Khan) পুত্র ও কন্যা।
শনিবার ইডেন গার্ডেন্সে আইপিএলের ম্যাচে মুখোমুখি কলকাতা নাইট রাইডার্স ও পঞ্জাব কিংস। এক সময় যে ম্যাচকে বলা হতো বীর-জারার লড়াই। কারণ, কেকেআরের মালিক শাহরুখ। পঞ্জাবের অন্যতম মালকিন প্রীতি জিন্টা। যে দুজনের বিখ্যাত সিনেমা বীর-জারা। ভারতের বীর প্রতাপ সিংহের পাক তরুণী জারা হায়াত খানের প্রেমের গল্প। যে সম্পর্ক দেশ-কালের সীমানা মানে না। সুপারহিট সেই সিনেমার পর থেকেই আইপিএলে কেকেআর বনাম পঞ্জাব কিংস ম্যাচকে বীর-জারার দ্বৈরথ বলা হয়।
ঘটনা হচ্ছে, শনিবারই কলকাতায় একটি অনুষ্ঠানে আসার কথা ছিল আরিয়ান ও সুহানার। শাহরুখ-পুত্রের একটি সংস্থা রয়েছে। ডায়াভল (D’YAVOL) নামক সেই সংস্থার একটি অনুষ্ঠান ছিল কলকাতায়। সেই অনুষ্ঠানের পর কেকেআরের ম্যাচ দেখতে ইডেনেও থাকার কথা ছিল বাজিগরের পরিবারের। শাহরুখ নিজে আইপিএলের উদ্বোধনে ইডেনের সেরা আকর্ষণ ছিলেন। শনিবার পঞ্জাব কিংসের বিরুদ্ধে ম্যাচে তারকা অতিথি হতেন আরিয়ান-সুহানারা।
কিন্তু কেকেআর ও রেড চিলিজের তরফে জানানো হল, পহেলগাঁওয়ের ঘটনায় মর্মাহত শাহরুখ ও তাঁর পরিবার। সেই কারণেই শনিবার অনুষ্ঠান স্থগিত রাখা হচ্ছে। আরিয়ান ও সুহানা কলকাতায় আসছেন না। সেই সঙ্গে জানানো হল, পহেলগাঁওয়ে জঙ্গি হানায় মৃতদের পাশে রয়েছে শাহরুখ ও তাঁর পরিবার। যাঁরা ক্ষতিগ্রস্ত হয়েছেন, তাঁদের সকলের জন্য সহমর্মিতাও জানিয়েছেন শাহরুখ, আরিয়ান, সুহানা-রা।
পহেলগাঁওয়ে জঙ্গি হানার পরই সোশ্যাল মিডিয়ায় গর্জে উঠেছিলেন শাহরুখ। বাজিগর লিখেছিলেন, ‘পহেলগাঁওয়ের ঘটনার নিন্দা করার জন্য, রাগ প্রকাশ করার জন্য আমার ভাষা নেই। এই সময়ে দাঁড়িয়ে ঈশ্বরের কাছে ওই পরিবারগুলোর জন্য প্রার্থনা করা, তাঁদের জন্য সমব্যথী হওয়া ছাড়া সত্যিই আর কিছু করার নেই। একটা জাতি হিসেবে আমাদের একসঙ্গে হতে হবে, নিজেদের জন্য দাঁড়াতে হবে, এই নারকীয় হত্যাকাণ্ডের বদলা নিতে হবে।’
এবার তাঁর পুত্র ও কন্যাও বাদশার দেখানোর পথেই হাঁটলেন। গোটা দেশ যখন শোকস্তব্ধ, তখন কলকাতার অনুষ্ঠান স্থগিত করে দিলেন।
আরও দেখুন