NOW READING:
ইডেনে আইপিএলের টিকিটের দাম বাড়ছে? কবে থেকে বিক্রি শুরু, পাওয়া যাবে কোথায়? বড় আপডেট
March 5, 2025

ইডেনে আইপিএলের টিকিটের দাম বাড়ছে? কবে থেকে বিক্রি শুরু, পাওয়া যাবে কোথায়? বড় আপডেট

ইডেনে আইপিএলের টিকিটের দাম বাড়ছে? কবে থেকে বিক্রি শুরু, পাওয়া যাবে কোথায়? বড় আপডেট
Listen to this article


সন্দীপ সরকার, কলকাতা: চ্যাম্পিয়ন্স ট্রফির (Champions Trophy 2025) মাঝেই আইপিএল (IPL 2025) উত্তাপ বাড়ছে দেশজুড়ে। ইডেনে উদ্বোধনী ম্যাচের আর মাত্র ১৬ দিন বাকি। ২২ মার্চ শুরু হচ্ছে এবারের আইপিএল। প্রথম ম্যাচেই মহারণ। একদিকে গতবারের চ্যাম্পিয়ন কলকাতা নাইট রাইডার্স। অন্যদিকে বিরাট কোহলির রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোর। ইডেনে প্রথম দিনই হাড্ডাহাড্ডি লড়াইয়ের অপেক্ষা শুরু হয়ে গিয়েছে।

ক্রিকেটপ্রেমীরা অধীর আগ্রহে অপেক্ষা করছেন আরও একটি খবরের জন্য। কবে থেকে শুরু হবে ইডেনে আইপিএল ম্যাচের টিকিট বিক্রি? টিকিটের দামই বা কত হবে?

ঘটনা হচ্ছে, মুম্বই, গুয়াহাটির মতো কয়েকটি শহরের আইপিএল ম্যাচের টিকিট অনলাইনে বিক্রি শুরু হয়ে গিয়েছে। তবে ইডেনের টিকিট বিক্রি এখনও শুরু হয়নি।

তবে ক্রিকেটপ্রেমীরা উৎসাহিত হয়ে উঠতে পারেন একটি খবরে। দু-তিনদিনের মধ্যেই ইডেনের ম্যাচগুলির টিকিট বিক্রি শুরু হয়ে যেতে পারে। টিকিটের দামও কার্যত চূড়ান্ত। আনুষ্ঠানিকভাবে ঘোষণা হয়ে যেতে পারে দু-একদিনের মধ্যেই।

আইপিএলের টিকিটের দাম নির্ধারণ থেকে শুরু করে বিক্রির দায়িত্ব – পুরোটাই থাকে দশ ফ্র্যাঞ্চাইজি দলের হাতে। যে কারণে ইডেনের টিকিটের মূল্য কত হবে, কবে থেকে, কীভাবে বিক্রি হবে, সব সিদ্ধান্তই নেবে কলকাতা নাইট রাইডার্স। সিএবি-কে শুধু কেকেআরের তরফে জানিয়ে দেওয়া হবে।

সিএবি প্রেসিডেন্ট স্নেহাশিস গঙ্গোপাধ্যায় এবিপি আনন্দকে বলছিলেন, ‘টিকিটের ব্যাপারটা পুরোটাই দেখে ফ্র্যাঞ্চাইজি। আমাদের এখনও কেকেআরের তরফে কিছু জানানো হয়নি। আশা করছি কয়েকদিনের মধ্যেই ছবিটা পরিষ্কার হয়ে যাবে।’

কলকাতা নাইট রাইডার্স শিবির থেকে শোনা গেল, টিকিটের দাম কার্যত চূড়ান্ত হয়ে গিয়েছে। শুধু দু-একটি বিষয় আলোচনা করে ঠিক করা হবে। তারপরই টিকিট বিক্রির দিনক্ষণ ঘোষণা করা হবে।

বিশ্বস্ত সূত্রের খবর, টিকিটের ন্যূনতম দাম বাড়ানো হতে পারে। গতবার ইডেনে আইপিএল ম্যাচের সর্বনিম্ন টিকিটের দাম ছিল ৭৫০ টাকা। জি ওয়ান ও এইচ ওয়ান ব্লকের টিকিট সাড়ে সাতশো টাকায় বিক্রি করা হয়েছিল। এছাড়া ১০০০, ১৫০০, ২০০০ – বিভিন্ন দামের টিকিট ছিল। কেকেআরের কর্পোরেট হসপিটালিটি বক্সের টিকিটের দাম ছিল ২৮ হাজার টাকা।

সব কিছু ঠিকঠাক চললে এবার ইডেনে আইপিএল টিকিটের ন্যূনতম দাম রাখা হতে পারে ৯০০ টাকা। অর্থাৎ, গতবারের সর্বনিম্ন দামের চেয়েও দেড়শো টাকা বেশি হতে পারে টিকিটের ন্যূনতম মূল্য। এছাড়া আরও বিভিন্ন দামের টিকিট রাখা হচ্ছে।

কেকেআর শিবির সূত্রে খবর, অনলাইনে টিকিট বিক্রির ক্ষেত্রে কোন সংস্থার সঙ্গে চুক্তি করা হবে, তা নিয়ে আলোচনা চলছিল। লড়াইয়ে ছিল দুটি সংস্থা। শেষ পর্যন্ত ‘বুক মাই শো’-র নামই চূড়ান্ত হয়েছে বলে খবর।

সিএবি-র সচিব নরেশ ওঝা বলছিলেন, ‘পুরোটাই কেকেআরের সিদ্ধান্ত। ডাইনামিক প্রাইসিংও হতে পারে।’ যার অর্থ, কেকেআর বনাম আরসিবি বা কেকেআর বনাম মহেন্দ্র সিংহ ধোনির চেন্নাই সুপার কিংস ম্যাচের টিকিটের দাম হয়তো বেশি রাখা হল, অন্য ম্যাচের টিকিটের দাম অপেক্ষাকৃত কম রাখা হল। এবার এমনিতেই ইডেনে কোয়ালিফায়ার ও ফাইনাল-সহ বাড়তি ২টি ম্যাচ রয়েছে।

কেকেআর শিবির থেকে জানা গেল, ডাইনামিক প্রাইসিং নিয়ে আলোচনা হয়েছিল। তবে সম্ভবত সেই পথে হাঁটা হচ্ছে না। আগামী ২-১ দিনের মধ্যেই চূড়ান্ত হয়ে যাবে সব কিছু। জারি হয়ে যাবে টিকিট বিক্রির বিজ্ঞপ্তি।

বাংলার ক্রিকেটপ্রেমীরা যা জানার জন্য মুখিয়ে রয়েছেন।

আরও পড়ুন: অস্ট্রেলিয়ার বিরুদ্ধে কোনও দল যা পারেনি, করে দেখাল ভারত, গর্বের রেকর্ডবুক

 

আরও দেখুন



Source link