NOW READING:
আইপিএলের সফলতম দল মুম্বই ইন্ডিয়ান্সের সাফল্য রহস্যটা কী? GT ম্যাচের আগে আলোচনায় রোহিত শর্মা
March 29, 2025

আইপিএলের সফলতম দল মুম্বই ইন্ডিয়ান্সের সাফল্য রহস্যটা কী? GT ম্যাচের আগে আলোচনায় রোহিত শর্মা

আইপিএলের সফলতম দল মুম্বই ইন্ডিয়ান্সের সাফল্য রহস্যটা কী? GT ম্যাচের আগে আলোচনায় রোহিত শর্মা
Listen to this article


মুম্বই: আইপিএলের সফলতম ফ্র্যাঞ্চাইজির (যুগ্মভাবে) নাম মুম্বই ইন্ডিয়ান্স (Mumbai Indians)। সাম্প্রতিক সময়ে তেমন সাফল্য না পেলেও, আইপিএলের ইতিহাসে পল্টনদের ধারাবাহিকতা ও সাফল্য়ের পরিমাণ যে বেশ ঈর্ষণীয়, তা বলাই বাহুল্য। মুম্বই ইন্ডিয়ান্সের সাফল্যর রহস্য ঠিক কী? দলের হয়ে পাঁচ খেতাবজয়ী প্রাক্তন অধিনায়ক রোহিত শর্মার (Rohit Sharma) মুখে সেই কথাই ধরা পড়ল।

সম্প্রতি রোহিত শর্মাকে একটি ভিডিওতে ম্যাচের পর সকলের মনোবল বাড়াতে দেখা যায়, সেই ভিডিওটির ক্যাপশনে লেখা , ‘যাই হোক না কেন, দিনের শেষে আমাদের হাসির কারণ খুঁজে বের করতে হবে এবং খুশি থাকতে হবে।’ রোহিতের এই মন্ত্রই মুম্বই ইন্ডিয়ান্সের চালিকাশক্তি। দলকে এতদিন সাফল্য এনে দিয়েছে। এই মানসিকতা নিয়েই অকপট রোহিত।

তাঁকে ওই ভিডিওতে বলতে শোনা যায়, ‘সকলে হাস। আমরা জিতি বা হারি, সকলের হাসিটা জরুরি।’ রোহিত যোগ করেন, ‘এই কথাটা বলা অত্যন্ত সহজ। তবে অর্থ খুব গভীর। যাই হয়ে যাক দিনের শেষে নিজের খুশির কারণ খুঁজে বের করতে হয় এবং যা হোক তার সঙ্গে মানিয়ে নিতে হয়। সেই কারণেই মুম্বই ইন্ডিয়ান্সে, হারি বা জিতি আমরা সবসময় এগিয়ে যাওয়ার কথা বলি। জীবন তো আর এখানে থেমে থাকে না। হতাশাজনক দিনের পরেও সূর্য তো ওঠেই। ঘুম থেকে উঠে আবারও লড়াই করার পথ খুঁজে নিই আমরা।’

মুম্বই ইন্ডিয়ান্স চিরপ্রতিদ্বন্দ্বী চেন্নাই সুপার কিংসের বিরুদ্ধে পরাজয় দিয়ে এবারের অভিযান শুরু করেছে। আজ, ২৯ মার্চ নিজেদের দ্বিতীয় ম্যাচে গুজরাতের বিরুদ্ধে জয়ে ফিরতে তাই মুখিয়ে থাকবেন রোহিতরা। গত ম্যাচে নির্বাসনের পর এই ম্যাচে দলের অধিনায়ক হার্দিক পাণ্ড্যও ফিরছেন। তবে এ ম্যাচে যশপ্রীত বুমরাকে পাবে না পল্টনরা। মুম্বইয়ের জার্সিতে কবে দেখা যাবে বুমরাকে? আপডেট দিলেন দলের কোচ মাহেলা জয়বর্ধনে (Mahela Jayawardene)।

সেই অস্ট্রেলিয়া সফরের শেষ টেস্ট চোট পেয়েছিলেন বুমরা। পিঠের চোটের কারণে চ্যাম্পিয়ন্স ট্রফির স্কোয়াডে থাকলেও, পরে সরে দাঁড়াতে হয় তাঁকে। আইপিএলেও এখনও পর্যন্ত মাঠেই নামতে পারেননি তিনি। তারকা ফাস্ট বোলার কবে ফিরতে পারেন? তাঁর চোট কতটা সেরেছে? এই আপডেট দিতে গিয়ে জয়বর্ধনে জানান চোট সারানোর পথে বুমরা বেশ ভালভাবেই এগোচ্ছেন, তবে তাঁর মাঠে ফেরার দিনক্ষণ এখনও নিশ্চিতভাবে বলা সম্ভব নয়। গুজরাত ম্যাচের আগে মুম্বই কোচ বলেন, ‘আজকের ম্যাচের জন্য বুমরা বাদে সবাই উপলব্ধ রয়েছেন। আমি তো গতবারও বললাম, ও নিয়মিত নিজের প্রোগামগুলি মেনে চলছে।’ তিনি কবে ফেরেন, সেটাই দেখার বিষয়।

আরও দেখুন



Source link