NOW READING:
চেনা ইডেনেই ওঁরা এখন প্রতিপক্ষ, অনুশীলনের মাঝেই খুনসুটিতে মাতলেন বেঙ্গটেশ-সল্ট
March 20, 2025

চেনা ইডেনেই ওঁরা এখন প্রতিপক্ষ, অনুশীলনের মাঝেই খুনসুটিতে মাতলেন বেঙ্গটেশ-সল্ট

চেনা ইডেনেই ওঁরা এখন প্রতিপক্ষ, অনুশীলনের মাঝেই খুনসুটিতে মাতলেন বেঙ্গটেশ-সল্ট
Listen to this article



<p style="text-align: justify;"><strong>কলকাতা:</strong> এই মাঠেই এক বছর আগেও ছবিটা অন্যরকম ছিল। একই টিমবাসে তাঁরা আসতেন। একইসঙ্গে অনুশীলনে নামতেন। নেটে ব্যাটিং অনুশীলনের পর হাসি ঠাট্টা চলত। আবার ম্য়াচের সময় একসঙ্গহে গেমপ্ল্যানও সাজাতেন। একই ড্রেসিংরুমে সময় কাটাতেন। কেকেআর শিবিরে বেঙ্কটেশ আইয়ার অনেক বছরের পুরনো হলেও ফিল সল্ট গত বছরই যোগ দিয়েছিলেন। জেসন রয় ছিটকে যাওয়ায় তাঁর পরিবর্তে দলে ঢুকে পড়েছিলেন সল্ট। আর এক বছরেই <a title="কেকেআর" href="https://bengali.abplive.com/topic/kkr" data-type="interlinkingkeywords">কেকেআর</a> সমর্থকদের হৃদয় জিতে নিয়ছিলেন ফিল সল্ট। সল্টকে কেকেআর ছেড়ে দেওয়ায় মন ভেঙেছিল নাইট সমর্থকদেরও। এই মরশুমে সল্ট আরসিবিতে। আর বিরাটদের প্রথম ম্যাচই কেকেআরের বিরুদ্ধে। সেই ম্যাচ খেলতেই কলকাতায় এসেছেন সল্ট। আর ইডেনে এসেই দেখা হয়ে গেল প্রাক্তন সতীর্থ বেঙ্কটেশ আইয়ারের সঙ্গে।&nbsp;</p>
<p style="text-align: justify;">ইডেনের ডানদিকের নেটে তখন কেকেআর অনুশীলন সারছে। আর বাঁদিকের নেটে অনুশীলন সারছে আরসিবি। মাঝে দড়ির গণ্ডি দিয়ে ভাগ করা। হঠাৎ দূর থেকে দেখা হল দুজনের। মাঠের দু প্রান্ত থেকে এগিয়ে এলেন একে অপরের দিকে। কাছে আসতেই একে অপরকে জড়িয়ে ধরলেন। এর পর অবশ্য চলল খুনসুটি। আরসিবির অনুশীলনের সময় একবার বল চলে এসেছিল কেকেআরের অনুশীলন নেটের সামনে। আইয়ার দেখতে পেয়েছিলেন সেই শট মেরেছিলেন সল্টই। বলটি হাতে নিয়ে তখন দিতে চাইছিলেন না বেঙ্কটেশ। আসলে পুরোটাই মজার ছলে। সল্টও হেসে ফেলেন উল্টোদিক থেকে। একটু পর সেই বলটা নিয়েই দু প্রান্তে ক্যাচ ক্যাচ খেলা শুরু করে দিলেন দুই তারকা ক্রিকেটার। দেখে কে বলবে যে আগামী পরশু এঁরাই একে অপরের বিরুদ্ধে খেলতে নামবেন।&nbsp;</p>



Source link