কলকাতা: আইপিএলের রিটেনশন তালিকা প্রকাশিত হয়ে গিয়েছে, জানানো হয়েছে মেগা নিলামের দিনক্ষণও। আইপিএল ২০২৫ (IPL 2025) শুরু হতে এখনও বেশ খানিকটা সময় বাকি থাকলেও, ইতিমধ্যেই সেই নিয়ে কিন্তু উত্তেজনার পারদ চড়ছে। কিন্তু এরই মাঝে এক খবরে কলকাতা নাইট রাইডার্স (Kolkata Knight Riders) সমর্থকদের মধ্যে উদ্বেগ বাড়ছে।
পিটিআইয়ের রিপোর্ট অনুযায়ী কেকেআর নাকি আসন্ন মরশুমে তাদের হোম ম্যাচগুলি ইডেন গার্ডেন্স (Eden Gardens) নয়, বরং বাইরে অন্য কোনও স্টেডিয়ামে খেলতে পারে। কিন্তু ইডেনের বদলে কোন মাঠে খেলবে নাইট বাহিনী? শোনা যাচ্ছে আগরতলায় নরসিংহগড়ে তৈরি হচ্ছে একটি নতুন স্টেডিয়াম। সেই স্টেডিয়ামই নাকি নাইটেদর নতুন ঘর হতে পারে।
এই বিষয়ে ত্রিপুরা ক্রিকেট অ্যাসোসিয়েশনের প্রধান সুব্রত দে দাবি করেন যদি পরের বছর ফেব্রুয়ারি মাসের মধ্যে স্টেডিয়াম তৈরির কাজ শেষ হয়ে যায়, আইপিএল চেয়ারম্যান অরুণ ধুমাল নাকি তাঁকে পূর্বাভাস দিয়েছেন যে কেকেআর নরসিংহগড়ে নিজেদের আসন্ন মরশুমের আইপিএলের ম্যাচগুলি খেলতে পারে। তবে শুধু কেকেআর নয়, ধুমালের পূর্বাভাস যে কোনও আইপিএল ফ্র্যাঞ্চাইজি এই মাঠ তৈরি সম্পূর্ণ হলে সেটিকে নিজেদের হোম গ্রাউন্ড হিসাবে ব্যবহার করতে পারে।
কিন্তু ইডেন থেকে হঠাৎ ম্যাচ সরবে কেন? আসলে ২০২৬ সালের টি-টোয়েন্টি বিশ্বকাপের আগে ইডেনের কিছু বদল ঘটতে পারে। সিএবির তরফে নাকি ক্লাব হাউসের সামনে দুইটি নতুন সাজঘর তৈরি করতে আগ্রহী। এর লক্ষ্য হল স্টেডিয়ামের দর্শকাসন বাড়ানো। সেই কাজ বিশ্বকাপের আগেই পরের বছরের ডিসেম্বরের মধ্যে শেষ হয়ে যাওয়ার কথা। সেই কারণেই কেকেআরের আইপিএলের ম্যাচ ক্রিকেটের নন্দন কাননে নাও হতে পারে বলে জল্পনা।
যদিও এই গোটা বিষয়টাই জল্পনার পর্যায়েই রয়েছে। এই বিষয়ে কোনওরকম নিশ্চয়তা এখনও পাওয়া যায়নি। তবে এই রিপোর্টের পাল্টা রিপোর্টও ঘোরাফেরা করছে। সেই রিপোর্টে দাবি করা হচ্ছে যে ইডেনে কবে থেকে স্টেডিয়াম ঠিক করার কাজ শুরু হবে সেই নিয়ে কোনও দিনক্ষণই নির্ধারিত হয়নি। তবে সিএবি আইপিএলের পরেই সেই কাজ করতে আগ্রহী। শেষমেশ কী হয়, সেটাই দেখার।
আপনার পছন্দের খবর আর আপডেট পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে।
আরও পড়ুন: জাতীয় টেস্ট দলে ব্রাত্য, রিটেন করেনি KKR, তবে রঞ্জিতে স্বপ্নের ফর্মে শ্রেয়স, হাঁকালেন দ্বিশতরান
আরও দেখুন