সন্দীপ সরকার, কলকাতা: মিচেল মার্শ-নিকোলাস পুরানের (KKR vs LSG) ব্যাটিং ঝড়ের রেশ তখনও কাটিয়ে উঠতে পারেনি ইডেন (Eden Gardens)। মাঠের মেজাজ বুঝতে ইনিংস বিরতিতে বি ও সি ব্লকের গ্যালারিতে যেতেই জোর আলোচনা, রান তাড়া করতে নেমে কলকাতা নাইট রাইডার্সের কাকে কাকে বুক চিতিয়ে লড়াই করতে হবে। কেউ কেউ এমনও বলাবলি করছিলেন যে, যত কম ব্যবধানে হারা যায়, তত মঙ্গল। অন্তত রান রেট ভেন্টিলেশনে ঢুকে যাবে না।
কুইন্টন ডি’কক ও সুনীল নারাইন প্রথম ১৫ বলে ৩৭ তুলে দেওয়ার পর দেখা গেল সেই গ্যালারিরই অন্য মেজাজ। ধীরে ধীরে যেন অনেকে বিশ্বাস করতে শুরু করেছিলেন যে, লখনউ সুপার জায়ান্টসের বিরুদ্ধে অঘটন হলেও হতে পারে।
ডি’কক ফিরলেও নারাইন ১৩ বলে ৩০ ও তিন নম্বরে নেমে অজিঙ্ক রাহানে ৩৫ বলে ৬১ রানের ঝোড়ো ইনিংস খেলে কেকেআরের বিশ্বাসকে বাস্তবে পরিণতির দিকে নিয়ে যেতে শুরু করলেন। ভাবশিষ্য দিগ্বেশ সিংহ রাঠির বলে নারাইন ফিরলেও, রাহানের সঙ্গে যোগ দিয়ে তাণ্ডব শুরু করলেন বেঙ্কটেশ আইয়ার। লখনউ সুপার জায়ান্টসের ২৩৮/৩ স্কোরও যেন তখন আর দুর্গম দেখাচ্ছিল না।
পরিসংখ্যান ঘাঁটাঘাঁটি শুরু হয়ে গেল। দেখা গেল, আইপিএলের ইতিহাসে কেকেআরের সবচেয়ে বেশি রান তাড়া করে জেতার নজির রয়েছে ২০১৯ সালে। সেবার রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুর বিরুদ্ধে ২০৬ রান তাড়া করে জিতেছিল কেকেআর। মঙ্গলবারের লড়াইটা অবশ্য আরও কঠিন ছিল।
করব, লড়ব স্লোগান মেনে লড়াই করেছিলেন নাইট ব্যাটাররা। কিন্তু শেষরক্ষা অর্থাৎ জিতব রে আর বাজল না ইডেনে। শেষ ৪ ওভারে জয়ের জন্য দরকার ছিল ৫৪ রান। ক্রিজে আন্দ্রে রাসেল ও রিঙ্কু সিংহ। নাইটদের বহু যুদ্ধের নায়ক। ১৭তম ওভারে বল করতে এলেন শার্দুল ঠাকুর। ৩ ওভারে যিনি ততক্ষণে ৪৩ রান হজম করে বসেছেন। যার মধ্যে এক ওভারে পরপর পাঁচটি বল ওয়াইড করেছেন। কিন্তু নিজের চতুর্থ ওভারের প্রথম বলেই মাসল রাসেলকে তুলে নিয়ে কেকেআরকে বিরাট ধাক্কা দিলেন প্রাক্তন নাইট লর্ড শার্দুলই। সেই ওভারে উঠল মাত্র ৯ রান।
নাটকীয় ম্যাচে পরের ওভার বল করতে এলেন এবারের আইপিএলের আবিষ্কার দিগ্বেশ সিংহ রাঠি। নারাইনকে ফিরিয়ে ফের বিতর্কিত নোটবুক সেলিব্রেশন করে যিনি ততক্ষণে শিরোনামে। লম্বা চুলের স্পিনার ১৮তম ওভারে খরচ করলেন ৭ রান। কেকেআরের সামনে পরিবর্তিত লক্ষ্য দাঁড়াল, ২ ওভারে চাই ৩৮।
চেষ্টা করেছিলেন রিঙ্কু সিংহ। ১৫ বলে ৩৮ রানে অপরাজিত রইলেন। জোড়া ছক্কা, ৬টি চার। অবশ্য সেই ইনিংসও যথেষ্ট ছিল না। ব্যর্থ হল রাহানে-বেঙ্কি-রিঙ্কুদের লড়াই। ২৩৪/৭ স্কোরে আটকে গেল কেকেআর। মাত্র ৪ রানে হাতছাড়া হল ইতিহাস গড়ার সুযোগ।
নাইটদের ডেরায় জয় ঋষভ পন্থের সুপার জায়ান্টসদের। সোমবার যুবভারতী স্টেডিয়ামে জামশেদপুরকে রুদ্ধশ্বাস ম্যাচে হারিয়ে মোহনবাগান সুপার জায়ান্টস আইএসএলে ফাইনালে উঠেছে। ২৪ ঘণ্টার মধ্যে আইপিএলে দলের রক্তচাপ বাড়িয়ে দেওয়া জয়। দলের মালিক সঞ্জীব গোয়েঙ্কা মাঠ ছাড়লেন চোখেমুখে স্বস্তি মেখে।
আরও দেখুন