NOW READING:
ফের সিভিকের কুকীর্তি ফাঁস! থানার এক কনস্টেবলের ইউনিফর্ম চুরির অভিযোগ
May 23, 2025

ফের সিভিকের কুকীর্তি ফাঁস! থানার এক কনস্টেবলের ইউনিফর্ম চুরির অভিযোগ

ফের সিভিকের কুকীর্তি ফাঁস! থানার এক কনস্টেবলের ইউনিফর্ম চুরির অভিযোগ
Listen to this article



<p>ABP Ananda Live: ফের সিভিকের কুকীর্তি ফাঁস! পুলিশ কনস্টেবলের ইউনিফর্ম চুরি ও সেই পোশাকে দুর্ব্যবহারের অভিযোগ। গ্রেফতার প্রগতি ময়দান থানার সিভিক ভলান্টিয়ার নীরজ সিংহ। থানার এক কনস্টেবলের ইউনিফর্ম চুরির অভিযোগ । সেই পোশাক পরে কসবা এলাকায় গিয়ে দুর্ব্যবহারের অভিযোগ । পুলিশে ফোন এলাকাবাসীর, কসবা থানার হাতে গ্রেফতার সিভিক নীরজ সিংহ। ছদ্মবেশ ধারণ ও চুরির মামলা রুজু পুলিশের, শুরু বিভাগীয় তদন্ত। জিজ্ঞাসাবাদে উঠে আসে চুরি ও দুর্ব্যবহারের অভিযোগ: সূত্র । আগেও এই ধরনের কাণ্ড ঘটিয়েছে নীরজ, জেরায় স্বীকার নীরজের: সূত্র।</p>
<p>&nbsp;</p>
<p>&nbsp;</p>
<p>&nbsp;</p>
<p><strong>উদয়ন গুহদের আমরা পকেটে রাখি, কড়া ভাষায় আক্রমণে মীনাক্ষী ; কী বললেন উদয়ন</strong></p>
<p>মাথাভাঙায় মীনাক্ষী বনাম উদয়ন। কড়া ভাষায় তৃণমূল নেতাকে আক্রমণ করেন DYFI নেত্রী। পাল্টা চ্যালেঞ্জ করেন উদয়নও। আর এরপর দিনহাটায় সিপিএমের অফিস লন্ডভন্ড। ভাঙচুর চালানোর অভিযোগ উঠেছে তৃণমূলের বিরুদ্ধে। যদিও অভিযোগ অস্বীকার করেছে তৃণমূল।&nbsp;</p>
<p>মাথাভাঙায় DYFI এর কোচবিহার জেলা সন্মেলন উপলক্ষে সভা আয়োজন করা হয়। সেই সভা থেকে উদয়ন গুহকে কড়া ভাষায় আক্রমণ করেন মীনাক্ষী মুখোপাধ্য়য়। তিনি বলেন, উদয়ন গুহদের আমরা পকেটে রাখি। পুলিশ যদি এদের মাথায় ছাতা না ধরে তাহলে দিনহাটা এদের বাপের সম্পত্তি নয়। পাল্টা উদয়ন গুহ চ্যালেঞ্জ করেন, "৩৪ বছরে পকেট এত বড় হয়েছে যে উদয়ন গুহকে পকেটে রাখা যায়। মীনাক্ষীর ক্ষমতা থাকলে দিনহাটায় এসে একথা বলুন।” মীনাক্ষীর মন্তব্যের পর আজ দিনহাটায় সিপিএমের পার্টি অফিস ভাঙচুরের অভিযোগ তৃণমূলের বিরুদ্ধে। অভিযোগ, পার্টি অফিসে ঢুকে তৃণমূল ভাঙচুর চালায় এবং গেটে তালা লাগিয়ে চলে যায়।</p>



Source link