NOW READING:
সবুজে বরণ, নাকি স্পিন-ফলায় শান? ঘরের মাঠে ফেরার আগে জটিল ধাঁধায় কেকেআর
April 21, 2025

সবুজে বরণ, নাকি স্পিন-ফলায় শান? ঘরের মাঠে ফেরার আগে জটিল ধাঁধায় কেকেআর

সবুজে বরণ, নাকি স্পিন-ফলায় শান? ঘরের মাঠে ফেরার আগে জটিল ধাঁধায় কেকেআর
Listen to this article


সন্দীপ সরকার, কলকাতা: বীজগণিত না পাটিগণিত? অঙ্কে একশোয় একশো পেতে কোন দিকে বেশি জোর দেওয়া উচিত?

যে কোনও স্কুল পড়ুয়ার মতো এমনই এক ধাঁধা ঘুরপাক খাচ্ছে কলকাতা নাইট রাইডার্স (KKR) শিবিরে। গতবারের চ্যাম্পিয়ন দল এবার মোটেও স্বস্তিতে নেই। আইপিএলে প্রথম সাত ম্যাচের ৪টিতে পরাজয়। প্লে অফের দৌড়ে থাকতে হলে বাকি সাত ম্যাচের পাঁচটিতে জিততে হবে শাহরুখ খান-জুহি চাওলার দলকে।

সূচি বলছে, শেষ সাত ম্যাচের মধ্যে চারটি হোম ম্যাচ নাইটদের। ইডেনে এই চার ম্যাচ জিতলেই প্লে অফের দিকে অনেকটা এগিয়ে যাওয়া যাবে। যদিও ঘরের মাঠে এবার একেবারেই স্বস্তিদায়ক রেকর্ড নয় কেকেআরের। তিন ম্যাচ খেলে দুটিতে হারতে হয়েছে। সোমবার গুজরাত টাইটান্সের বিরুদ্ধে কাঁটা অন্য দিকে ঘোরাতে বদ্ধপরিকর কেকেআর।

আর সেই জন্যই অঙ্ক কষা শুরু হয়ে গিয়েছে। পয়েন্ট টেবিলের ফার্স্ট বয় গুজরাতকে বাগে আনতে গতিসম্পন্ন পেস সহায়ক পিচে খেলা হবে, নাকি স্পিনের প্যাঁচে ফেলা হবে শুভমন গিলদের, জোর গুঞ্জন। ধন্দে কি নাইটরাও?

ইডেনে এ মরশুমে একটিই ম্যাচ জিতেছে কেকেআর। সানরাইজার্স হায়দরাবাদের বিরুদ্ধে সেই ম্যাচটি যে পিচে খেলা হয়েছিল, সেই বাইশ গজেই সোমবারের ম্যাচ। ঘটনা হচ্ছে, রবিবার সন্ধ্যে পর্যন্ত উইকেটে সবুজের আভা। সন্ধ্যের দিকে সিএবি প্রেসিডেন্ট স্নেহাশিস গঙ্গোপাধ্যায়কে দেখা গেল পিচ দেখতে যাচ্ছেন। স্নেহাশিস পরেছিলেন গাঢ় সবুজ রংয়ের টি শার্ট। কেউ কেউ মজা করে বলল, সিএবি প্রেসিডেন্টের টি শার্টের রংয়ের সঙ্গে পিচের রং খুব একটা আলাদা করা যাচ্ছে না। স্নেহাশিস কিউরেটর সুজন মুখোপাধ্যায়ের সঙ্গে কথা বললেন। পরে কেকেআরের সিইও বেঙ্কি মাইসোরকে দেখা গেল স্নেহাশিসের সঙ্গে দীর্ঘ আলাপচারিতা করছেন। মাঠ থেকে বেরনোর সময় স্নেহাশিস অবশ্য বলে গেলেন, ‘পিচ নিয়ে কোনও কথা হয়নি। ইডেনের উইকেট সব সময়ই ভাল।’

কিন্তু সবুজ পিচে গুজরাতের মহড়া নেওয়া ব্যুমেরাং হবে না তো? প্রতিপক্ষ দলে যে মহম্মদ সিরাজ, প্রসিদ্ধ কৃষ্ণ, ইশান্ত শর্মারা আছেন। দেশ থেকে ফেরত এসেছেন কাগিসো রাবাডাও। ইডেনের পিচে গতি ও বাউন্স থাকলে ভয়ঙ্কর হয়ে উঠতে পারেন।

অন্য আর একটা মত হচ্ছে, পিচ থেকে শেষ মুহূর্তে ঘাস ছাঁটাই করা হবে। যাতে সুনীল নারাইন ও বরুণ চক্রবর্তীরা বাড়তি সুবিধা পান। কিন্তু সে ক্ষেত্রেও বিপক্ষে রয়েছেন রশিদ খান, সাই কিশোর। সেই বীজগণিত না পাটিগণিত মার্কা সমীকরণ!

তবে কেকেআরের একাদশে যে বদল হতে পারে, সেই ইঙ্গিত রয়েছে পুরোমাত্রায়। কুইন্টন ডি’কক রাজস্থান রয়্যালসের বিরুদ্ধে ম্যাচ জেতানো ছাড়া আর কিছুই করতে পারেননি। তাঁর পরিবর্তে আফগান তরুণ রহমানউল্লাহ গুরবাজকে খেলানো হতে পারে। বাড়তি স্পিনার খেলানো হলে মঈন আলিও ফিরতে পারেন একাদশে।

ঘরের মাঠে বিনা যুদ্ধে সূচাগ্র মেদিনীও ছাড়তে নারাজ নাইটরা।

আরও দেখুন



Source link