NOW READING:
হারের যন্ত্রণা আরও বাড়ল অক্ষরের, দিল্লি অধিনায়ককে কড়া শাস্তি ভারতীয় ক্রিকেট বোর্ডের
April 14, 2025

হারের যন্ত্রণা আরও বাড়ল অক্ষরের, দিল্লি অধিনায়ককে কড়া শাস্তি ভারতীয় ক্রিকেট বোর্ডের

হারের যন্ত্রণা আরও বাড়ল অক্ষরের, দিল্লি অধিনায়ককে কড়া শাস্তি ভারতীয় ক্রিকেট বোর্ডের
Listen to this article


নয়াদিল্লি: চলতি আইপিএলে (IPL 2025) একমাত্র দল হিসাবে অপরাজিত ছিলেন তাঁরা। টানা চার ম্যাচ জেতার পর অবশ্য অক্ষর পটেলদের জয়ের অশ্বমেধ থমকে গেল। রবিবার দিল্লি ক্যাপিটালস চলতি আইপিএলে প্রথমবার হারল। মুম্বই ইন্ডিয়ান্সের কাছে। মুম্বইয়ের ২০৬ রানের চ্যালেঞ্জ তাড়া করতে গিয়ে দিল্লি ক্যাপিটালস ১৯৩ রানে অল আউট হয়ে যায়।

তবে দিল্লি শিবিরে হারের জ্বালা আরও বাড়িয়ে দিল ভারতীয় ক্রিকেট বোর্ডের একটি সিদ্ধান্ত। দিল্লির অধিনায়ক অক্ষর পটেলের কড়া শাস্তি হল। মোটা টাকা জরিমানা গুনতে হবে অক্ষরকে। ১২ লক্ষ টাকা জরিমানা করা হয়েছে দিল্লি ক্যাপিটালস অধিনায়ককে।

দিল্লির অরুণ জেটলি স্টেডিয়ামে রবিবার চলতি আইপিএলে প্রথম ম্যাচ ছিল। দিল্লি ক্যাপিটালস এর আগে ৪ ম্যাচ খেলে সবকটিতেই জিতেছিল। কিন্তু রবিবার নিজেদের মাঠে হেরে গেল। মুম্বই ইন্ডিয়ান্স প্রথমে ব্যাটিং করে ২০৫ রান তুলেছিল। তিলক বর্মা (৫৯), রায়ান রিকেলটন (৪১) চমৎকার ব্যাটিং করেন।

রান তাড়া করতে নেমে দিল্লি ক্যাপিটালসের হয়ে করুণ নায়ার ৮৯ রানের চমৎকার ইনিংস খেলেন। তিনি যতক্ষণ ক্রিজে ছিলেন, ম্যাচে ছিল দিল্লি। কিন্তু ইনিংসের ১২তম ওভারে আউট হন করুণ। সেই সময় দিল্লির স্কোর ছিল ১৩৫ রান। দিল্লির জয়ের জন্য ৫০ বলে ৭১ রান দরকার ছিল। কিন্তু সেখান থেকে দিল্লির কোনও ব্যাটার ক্রিজে টিকতে পারেননি। মুম্বই ইন্ডিয়ান্স ১২ রানে ম্যাচ জিতে নেয়। ইম্প্যাক্ট প্লেয়ার হিসেবে নেমে কর্ণ শর্মা ৪ ওভারে ৩৬ রান দিয়ে ৩ উইকেট নিয়েছেন। তাঁকেই ম্যাচের সেরা খেলোয়াড় নির্বাচিত করা হয়।

কেন জরিমানা অক্ষর পটেলের?

দিল্লি ক্যাপিটালস নির্ধারিত সময়ের মধ্যে তাদের ওভার শেষ করতে পারেনি। তাই নিয়ম অনুযায়ী মন্থর ওভার রেটের জন্য অধিনায়কের ১২ লক্ষ টাকা জরিমানা করা হয়েছে। আইপিএল-এর আচরণবিধির অনুচ্ছেদ ২.২২ অনুযায়ী তাদের দলের এই মরশুমের প্রথম অপরাধ। তাই অক্ষরের ১২ লক্ষ টাকা জরিমানা করা হয়েছে।

একের পর এক তিন বলে রান আউট

দিল্লি ক্যাপিটালসের ৩ জন ব্যাটার একের পর এক তিন বলে রান আউট হয়ে যান। বিশেষ এই হ্যাটট্রিক যশপ্রীত বুমরার করা ১৯তম ওভারে হয়। ওভারের চতুর্থ বলে আশুতোষ শর্মা (১৭), পঞ্চম বলে কুলদীপ শর্মা (১) এবং শেষ বলে মোহিত শর্মা (০) রান আউট হয়েছিলেন। দিল্লি ক্যাপিটালস এই হারের পর পয়েন্ট টেবিলে দ্বিতীয় স্থানে রয়েছে। তারা ৫ ম্যাচের মধ্যে ৪ ম্যাচ জিতেছে। 

আরও দেখুন



Source link