<p style="text-align: justify;"><strong>জেদ্ধা:</strong> গত বছর <a title="আইপিএলের নিলাম" href="https://bengali.abplive.com/topic/ipl-auction" data-type="interlinkingkeywords">আইপিএলের নিলাম</a>ে প্রথমবার মহিলা সঞ্চালিকা হিসেবে দেখা গিয়েছিল তাঁকে। সূত্রের খবর, আসন্ন নিলামেও সঞ্চালিকার দায়িত্বে দেখা যাবে ৪৯ বছর বয়সি এই মহিলাকে। উইমেন্স প্রিমিয়ার লিগের মঞ্চে বেশ কয়েক বছর ধরেই দায়িত্ব সামলাচ্ছেন তিনি। কিন্তু আইপিএলের মঞ্চে একবারই দায়িত্ব সামলেছেন। বিখ্যাত অকশনার হিউ এডমেডেসের স্থলাভিষিক্ত হবেন মল্লিকা। ক্রিকেটের বাইরে প্রো কবাডি লিগেও অকশনার হিসেবে দায়িত্ব সামলাতে দেখা গিয়েছে এই মহিলা অকশনারকে। </p>
<p style="text-align: justify;">মল্লিকা তাঁর সঞ্চালনার কেরিয়ার প্রথমবার শুরু করেছিলেন ২০০১ সালে। ফলে অভিজ্ঞতায় যে পরিপূর্ণ তিনি তা বলাই যায়। ব্রিটিশ নিলামপর্ব ক্রিস্টিসে সঞ্চালিকা হিসেবে কাজ শুরু করেছিলেন। মল্লিকা ফিলাডেলফিয়া ব্রায়ন মাবর বিশ্ববিদ্যাল থেকে স্লাতকোত্তর পাশ করেছেন। কলা ইতিহাস নিয়ে পড়াশুনো করার পর মাত্র ২৬ বছর বয়সে ক্রিস্টিনে এক অকশন কোম্পানিতে নিজের পেশাদার জীবন শুরু করেন। ২৩ বছরের পেশাদার জীবনের পর প্রথমবার <a title="আইপিএল" href="https://bengali.abplive.com/topic/ipl" data-type="interlinkingkeywords">আইপিএল</a>ের মঞ্চে নিলামের সঞ্চালনা করেছেন গত নিলামে। এবার ফের একবার নিলামের টেবিলে দেখ মিলবে এই লাস্যময়ী সুন্দরীর। মহারাষ্ট্রের এক ব্য়বসায়ী পরিবারে জন্ম হয় মল্লিকা সাগরের। এরপর উচ্চশিক্ষার জন্য আমেরিকা পাড়ি দেন মল্লিকা। মুম্বইয়ে নিজের একটি অকশন অফিস রয়েছে মল্লিকা। যার মালকিন তিনি নিজেই। গ্লোবাল আর্টে বিভিন্ন অনুষ্ঠানে নিলামের পরিচালক হিসেবে কাজ করেছেন। </p>
<p>মোট ৫৭৪ জন ক্রিকেটারকে নিলামের টেবিলে তোলা হচ্ছে, শুক্রবার ঘোষণা করে দিল ভারতীয় ক্রিকেট বোর্ড। ৫৭৪ জন ক্রিকেটারের মধ্যে ৩৬৬ জন ভারতীয় ক্রিকেটার। ২০৮ জন বিদেশি ক্রিকেটার। যাঁদের মধ্যে ৩ জন রয়েছেন অ্যাসোসিয়েট দেশ থেকে। ৩৬৬ জন ভারতীয়র মধ্যে ৩১৮ জন আনক্যাপড। বিদেশিদের মধ্যে ১২ জন আনক্যাপড ক্রিকেটার। অর্থাৎ, যাঁরা দেশের হয়ে এখনও অভিষেক ঘটাননি বা, গত পাঁচ বছরে দেশের হয়ে কোনও আন্তর্জাতিক ম্যাচ খেলেননি। যে নিয়মে মহেন্দ্র সিংহ ধোনিও এবারের নিলামে আনক্যাপড হিসাবে উঠবেন। সব মিলিয়ে ২০৪ জন ক্রিকেটার কিনতে পারবে ১০ দল। যাঁদের মধ্যে ৭০ জন বিদেশি ক্রিকেটারকে কেনা যাবে। নিলামে সর্বোচ্চ ন্যূনতম দাম ২ কোটি টাকা। মোট ৮১ জন ক্রিকেটার নিজেদের সেই তালিকায় রেখেছেন। অর্থাৎ, নিলামে যাঁদের নিয়ে দরাদরি শুরুই হবে ২ কোটি টাকা দিয়ে। ভারতের <a title="শ্রেয়স আইয়ার" href="https://bengali.abplive.com/topic/shreyas-iyer" data-type="interlinkingkeywords">শ্রেয়স আইয়ার</a>, ঋষভ পন্থ, অর্শদীপ সিংহরা ছাড়া বিদেশিদের মধ্যে রয়েছেন জস বাটলার, কাগিসো রাবাডা, মিচেল স্টার্কের মত প্লেয়াররা।</p>
Source link
এবারও নিলামের প্লেয়ারদের দর হাঁকবেন তিনি, কে এই মল্লিকা সাগর?
Read Time:4 Minute, 40 Second