<p>ভাঙড়ের চালকলেও হানা ED-র । ভাঙড়ের তৃণমূল নেতা কাইজার আহমেদের ভাইয়ের চালকলে ED। কাইজারের ভাই জাহাঙ্গির আলম ওরফে পাপ্পুর চালকলে । রেশন দুর্নীতির তদন্তে এই চালকলের যোগ খতিয়ে দেখা হচ্ছে। জাহাঙ্গিরের চালকলে বারিক বিশ্বাসও আসতেন বলে দাবি ED-র।</p>
<p>ফের ট্রেন দুর্ঘটনা, গত ২ মাসে তিন-তিনবার দুর্ঘটনার কবলে পড়লেন যাত্রীরা । এবার ঝাড়খণ্ডের চক্রধরপুরের কাছে বেলাইন মুম্বইগামী হাওড়া-CSMT এক্সপ্রেস । লাইনচ্যুত হয়েছে ট্রেনের ১৮টি বগি । দুর্ঘটনায় মৃত ২, আহত ২০, খবর সংবাদসংস্থা PTI সূত্রে । সূত্রের খবর, আগেই দুর্ঘটনায় বেলাইন হওয়া মালগাড়ির বগিতে ধাক্কা এক্সপ্রেসের। ওই বগিগুলির সঙ্গে ধাক্কা লেগেই মুম্বইগামী হাওড়া-CSMT এক্সপ্রেস লাইনচ্যুত হয়, খবর সূত্রের। চক্রধরপুর থেকে রওনা দিয়েছে রিলিফ ট্রেন, দুর্ঘটনাস্থলে শুরু হয়েছে উদ্ধারকাজ। হাওড়া স্টেশনে খোলা হয়েছে হেল্প ডেস্ক, নম্বর দুটি হল 033-26382217 এবং 94333-57920।</p>
Source link
ভাঙড়ের তৃণমূল নেতা কাইজার আহমেদের ভাইয়ের চালকলে ED
Shares: