Modi Trump Meeting : মার্কিন যুক্তরাষ্ট্রের (US) সঙ্গে বড় বাণিজ্য চুক্তির (Indo US Trade Deal) আগেই এই ঘোষণা করে দিল ভারত। মোদি-ট্রাম্প (Modi Trump Meeting) ট্রেড ডিলের আগেই যা আমেরিকার জন্য একটা সুখবর। এবার বোরবন হুইস্কির আমদানি শুল্ক কমিয়ে ৫০ শতাংশ করেছে ভারত।
সব মদে আমদানি শুল্ক কমেছে
তবে বোরবন মদে শুল্ক কমালেও অন্যান্য মদের আমদানিতে মৌলিক শুল্ক কমানো হয়নি। ওই ধরনের সব মদে ১০০ শতাংশ শুল্ক থাকবে। বাজার বিশেষজ্ঞরা বলছেন, ভারতের এই সিদ্ধান্ত আসলে ডেরিট ডিলের আগে সমতা বাজায় রাখার বার্তা। কারণ মার্কিন যুক্তরাষ্ট্রই হল সেই দেশ, যারা ভারতে বোরবন হুইস্কির প্রধান রফতানিকারক। যা ভারতে আমদানি করা এই ধরনের সব মদের প্রায় এক-চতুর্থাংশ।
রাজস্ব বিভাগ থেকে কী বলা হয়েছে
এক্সাইজ ডিপার্টমেন্টের জারি করা বিজ্ঞপ্তি বলছে, বোরবন হুইস্কি এখন আমদানিতে ৫০ শতাংশ শুল্ক দিতে হবে। এটি আগে ছিল 150 শতাংশ। 2023-24 সালে ভারত 2.5 মিলিয়ন মার্কিন ডলারের বোরবন হুইস্কি আমদানি করেছে। এর প্রধান রফাতানিকারক দেশগুলির মধ্যে রয়েছে US (USD 0.75 মিলিয়ন), UAE (USD 0.54 মিলিয়ন), সিঙ্গাপুর (USD 0.28 মিলিয়ন) এবং ইতালি (USD 0.23 মিলিয়ন)।
২০৩০ সালের মধ্যে ৫০০ বিলিয়ন মার্কিন ডলারের বাণিজ্য
ভারত ও মার্কিন যুক্তরাষ্ট্র ২০৩০ সালের মধ্যে দ্বিমুখী বাণিজ্য দ্বিগুণ করে ৫০০ বিলিয়ন মার্কিন ডলারে পৌঁছানোর সিদ্ধান্ত নিয়েছে। শুল্ক কমিয়ে আনা ও বাজারে অ্যাক্সেস বাড়ানোর লক্ষ্যে একটি দ্বিপাক্ষিক বাণিজ্য চুক্তির পরিকল্পনা করেছে দুই দেশ।
বাংলাদেশে চলতে থাকা অরাজকতা এবং ভারতের প্রতি তাদের মনোভাব নিয়ে কী ভাবছে আমেরিকার নতুন ট্রাম্প সরকার ? এবার বাংলাদেশ ইস্যু নিয়ে আলোচনা হল প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ও আমেরিকার নতুন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের মধ্যে। একথা জানিয়েছেন ভারতের বিদেশ সচিব বিক্রম মিস্রি। ওয়াশিংটনে হওয়া ওই বৈঠকে বাংলদেশের পরিস্থিতি নিয়ে উদ্বেগ প্রকাশ করেছেন মোদি।
এনিয়ে ওয়াশিংটনেই সাংবাদিকদের মুখোমুখি হয়ে বিদেশ সচিব বলেন, “দুই নেতার মধ্যে এ বিষয়ে আলোচনা হয়েছে, সেটা আপনারদের জানাই। বাংলাদেশের সাম্প্রতিক পরিস্থিতি নিয়ে প্রধানমন্ত্রী মোদি তাঁর উদ্বেগ প্রকাশ করেছেন এবং সে দেশের পরিস্থিতি ভারত কীভাবে দেখছে সেকথাও জানানো হয় তাঁকে। এও বলা হয়, ভারত আশা করছে বাংলাদেশের পরিস্থিতি এমন একটা দিকে এগোবে যে যাতে উভয় দেশের মধ্যে গঠনমূলক ও স্থিতিশীল সম্পর্ক গড়ে ওঠে। কিন্তু, সেখানকার পরিস্থিতি নিয়ে চিন্তা রয়েছে এবং প্রধানমন্ত্রী মোদি সেই উদ্বেগ ট্রাম্পের সঙ্গে আলোচনায় তুলে ধরেছেন।”
BSNL Q3 Result : মোদি ম্য়াজিক ? ১৭ বছর পর লাভের মুখ দেখল BSNL
আরও দেখুন
+ There are no comments
Add yours