<p>চেন্নাই: ধোনির নেতৃত্বে সিএসকে ও রোহিতের নেতৃত্বে মুম্বই শিবির চ্যাম্পিয়ন হয়েছিল। কিন্তু বর্তমানে এই দুটো দলই আর ধোনি ও <a title="রোহিত" href="https://bengali.abplive.com/topic/rohit-sharma" data-type="interlinkingkeywords">রোহিত</a>ের নেতৃত্বে খেলছে না। এই পরিস্থিতিতে দুটো দলই নতুন অধিনায়কের নেতৃত্বে খেলতে নামবে। রুতুরাজ গায়কোয়াড গত দুটো মরশুম ধরে সিএসকের নেতৃত্বভার সামলাচ্ছেন। অন্য়দিকে সূর্যকুমার যাদবের নেতৃত্বে মুম্বই ইন্ডিয়ান্স খেলতে নামবে এই ম্য়াচে মুম্বই। যদিও গোটা মরশুমে <a title="হার্দিক পাণ্ড্য" href="https://bengali.abplive.com/topic/hardik-pandya" data-type="interlinkingkeywords">হার্দিক পাণ্ড্য</a>ই নেতৃত্বভার সামলাবেন মুম্বইয়ের।</p>
<div class="image-pod">
<div class="figure">
<div class="figcaption">চেন্নাই ও মুম্বই এখনও পর্যন্ত আইপিএলের ইতিহাসে মোট ৩৭ বার মুখোমুখি হয়েছে। ২০ বার জিতেছে মুম্বই ও ১৭ বার জিতেছে চেন্নাই। সিএসকের বিরুদ্ধে ম্যাচের রোহিতকে অনুশীলনে সাদা দস্তানা পরে ব্যাটিং করতে দেখা যায়। দস্তানার আঙুলের জায়গায় ছিল মুম্বই ইন্ডিয়ান্সের নীল, সোনালি রঙ। এই পর্যন্ত নতুনত্ব কিছুই নেই। কিন্তু সমর্থকদের নজর কাড়ে তাঁর দস্তানায় লেখা ‘SAR’। শুরুতে অনেকেই এই ‘SAR’-র অর্থ বুঝতে পারছিলেন না। তবে পরবর্তীতে বোঝা যায় এটা আদপে রোহিতের স্ত্রী, সন্তানদের আদ্যাক্ষর। সামাইরা, আহান ও রীতিকা, তিনজনের নামের আদ্যাক্ষর নিজের দস্তানায় লিখে রেখেছেন রোহিত।</div>
</div>
</div>
Source link
টস জিতলেন রুতুরাজ, প্রথমে ব্যাটিং সূর্যকুমারদের
