কলকাতা: টলিপাড়ায় এখন একাধিক বিচ্ছেদের গুঞ্জন। অভিনেতা যিশু সেনগুপ্ত (Jisshu Sengupta) ও তাঁরা স্ত্রী, প্রযোজক নীলাঞ্জনা সেনগুপ্তের (Nilanjana Sengupta) সম্পর্ক নিয়ে আলোচনা সবচেয়ে বেশি। জোর জল্পনা অন্য সম্পর্কে জড়িয়েছেন যীশু, আর তাই নাকি দাম্পত্যে চিড় ধরেছে। যদিও এই প্রসঙ্গে কেউই মুখ খোলেননি তাঁরা, কেবল নীলাঞ্জনার তরফে দেখা গিয়েছে একটি ইঙ্গিতবহ পোস্ট। এই ‘কঠিন’ সময়ে নীলাঞ্জনার পাশে দাঁড়ালেন বাংলা ফিল্ম ইন্ডাস্ট্রির অপর এক তারকা অভিনেতার স্ত্রী। বন্ধু নীলাঞ্জনাকে নিয়ে পোস্টে কী লিখলেন শাশ্বত-পত্নী মহুয়া (Mahua Chatterjee)?
যীশুর সঙ্গে সম্পর্কে ঝড়, নীলাঞ্জনার পাশে দাঁড়ালেন শাশ্বত চট্টোপাধ্যায়ের স্ত্রী
টলিউডের অন্যতম ‘পাওয়ার কাপল’ বলে পরিচিত ছিলেন যীশু সেনগুপ্ত ও নীলাঞ্জনা সেনগুপ্ত। ফলে তাঁদের বিচ্ছেদ নিয়ে গুঞ্জন শুরু হতেই অনুরাগীদের মধ্যেও হতাশা নজরে পড়ে। তাঁদের সম্পর্কে কি সত্যিই চিড় ধরেছে? উত্তর এখনও স্পষ্ট মেলেনি। তবে নীলাঞ্জনার প্রোফাইলে ‘সেনগুপ্ত’ পদবী মুছে ফেলা, যীশুর সঙ্গে ছবি সরিয়ে দেওয়া, এবং সাদা কালো ছবি পোস্ট করে ইঙ্গিতপূর্ণ ক্যাপশন দেওয়া তেমনই আভাস দেয়। এমন অবস্থায় বন্ধুর পাশে দাঁড়ালেন মহুয়া চট্টোপাধ্য়ায়।
টলিউডের তারকা অভিনেতা শাশ্বত চট্টোপাধ্যায়ের স্ত্রী মহুয়ার সঙ্গে নীলাঞ্জনার বন্ধুত্বের কথা অনেকেরই জানা। প্রায়ই একসঙ্গে তাঁদের আনন্দ করতে দেখা যায়, সেই ছবিও রয়েছে তাঁদের প্রোফাইলে। সম্প্রতি নিজের ইনস্টাগ্রামের স্টোরিতে নীলাঞ্জনার ছবি পোস্ট করে মহুয়া লেখেন, ‘আমার চেনা অন্যতম শক্তিশালী ও দারুণ মহিলার জন্য। তোমার জন্য ভীষণ ভীষণ গর্বিত। সবসময় তোমার পাশে আছি।’ এই পোস্টটি নিজের স্টোরিতে শেয়ার করে পাল্টা ভালবাসা জানিয়েছেন নীলাঞ্জনাও। শুধু মহুয়াই নয়, নীলাঞ্জনার পাশে দাঁড়িয়েছেন তাঁর বন্ধু, অভিনেত্রী রাগেশ্বরীও।
আরও পড়ুন: Ranojoy Bishnu: আমার বিরুদ্ধে অভিযোগ থাকলে আদালতে যান, সোহিনীর নাম জড়ানো বন্ধ করুন
যীশু ও সারার দীর্ঘ দাম্পত্য জীবন। তাঁদের দুই সন্তানও রয়েছে, সারা ও জারা। দিন কয়েক আগে বড় মেয়ে সারা মায়ের সঙ্গে একটি ছবি পোস্ট করে ক্যাপশনে লেখেন, ‘এই খেলায় সবচেয়ে শক্তিশালী মহিলা’। ‘খেলা’ যদি বিচ্ছেদের ইঙ্গিত হয় তবে এটা স্পষ্ট যে মায়ের পাশেই আছেন তিনি।
আপনার পছন্দের খবর আর আপডেট পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে।
আরও দেখুন