<p style="text-align: justify;"><strong>বিশাখাপত্তনম:</strong> প্রথম ম্যাচে লখনউ সুপারজায়ান্টসের বিরুদ্ধে দুর্দান্ত জয় ছিনিয়ে নিয়েছিল দিল্লি ক্যাপিটালস। আশুতোষ শর্মা ক্যামিও ইনিংস এবারের টুর্নামেন্টে এখনো পর্যন্ত দেখা সেরা ইনিংস বলাই চলে। ইম্প্যাক্ট প্লেয়ার হিসেবে নেমেছিলেন। কিন্তু ম্যাচ জেতানো আসল ইনিংসটি এসেছিল তাঁর ব্যাট থেকেই। আজ নিজেদের দ্বিতীয় ম্যাচ খেলতে নামবে দিল্লি। উল্টোদিকে সানরাইজার্স হায়দরাবাদ। যারা দুটো ম্যাচ খেলে একটি ম্যাচ জিতেছে। পয়েন্ট টেবিলে পাঁচে রয়েছে দিল্লি। ছয়ে রয়েছে প্যাট কামিন্সের দল।</p>
<p style="text-align: justify;"><strong>আজ আইপিএলে কোন দুটো দল মুখোমুখি হবে?</strong></p>
<p style="text-align: justify;">আইপিএলে আজ দিল্লি ক্যাপিটালস বনাম সানরাইজার্স হায়দরাবাদ লড়াই</p>
<p style="text-align: justify;"><strong>কোথায় খেলা হবে দিল্লি বনাম হায়দরাবাদ দ্বৈরথ?</strong></p>
<p style="text-align: justify;">দিল্লির দ্বিতীয় হোমগ্রাউন্ড বিশাখাপত্তনমের ACA-VDCA স্টেডিয়ামে আজকের খেলা</p>
<p style="text-align: justify;"><strong>কখন শুরু হবে দিল্লি বনাম হায়দরাবাদ লড়াই?</strong></p>
<p style="text-align: justify;">আজ, ৩০ মার্চ, রবিবার খেলা শুরু হবে দুপুর ৩.৩০ টায়, টস হবে তার ৩০ মিনিট আগে</p>
<p style="text-align: justify;"><strong>কোথায় দেখবেন দিল্লি-হায়দরাবাদ ম্যাচ?</strong></p>
<p style="text-align: justify;"><a title="আইপিএল" href="https://bengali.abplive.com/topic/ipl" data-type="interlinkingkeywords">আইপিএল</a>ে দিল্লি-হায়দরাবাদ ম্যাচটি দেখতে পাওয়া যাবে স্টার স্পোর্টস নেটওয়ার্কে</p>
<p style="text-align: justify;"><strong>অনলাইনে কীভাবে দেখবেন এই খেলা?</strong></p>
<p style="text-align: justify;">টিভির সামনে বসার সুযোগ না থাকলেও কিন্তু চিন্তা নেই। ডিজনি প্লাস হটস্টারে দেখা যাবে দিল্লি বনাম হায়দরাবাদ ম্যাচ।</p>
<p>সেই স্টার্ক এখন দিল্লির সেরা পেস অস্ত্র। রবিবার বিশাখাপত্তনমে ঘরের মাঠে তিনিই দিল্লির পেস বোলিংকে নেতৃত্ব দেবেন। স্টার্ক ফের বল হাতে জ্বলে ওঠা মানে দিল্লির সুবিধা। কুলদীপ যাদব, অক্ষর পটেল, মুকেশ কুমার – দিল্লির বোলিংয়ে ভারসাম্য বেশ ভাল। গতবার দিল্লির বিরুদ্ধে ট্র্যাভিষেক জুটি পাওয়ার প্লে-তে ১২৫ রান তুলে রেকর্ড গড়েছিল। রবিবার কী হবে ? </p>
<p>প্রথম ম্যাচ জিতেছে দিল্লি। অন্যদিকে, হায়দরাবাদ লখনউ সুপার জায়ান্টসের কাছে হেরে নামছে এই ম্যাচে। মানসিকভাবে এগিয়ে থাকবে দিল্লিই। আর দিল্লির আত্মবিশ্বাস কয়েক গুণ বেড়ে যেতে পারে কারণ, এই ম্যাচে মাঠে ফিরতে চলেছেন কে এল রাহুল। সন্তাসম্ভবা স্ত্রী আথিয়ার পাশে থাকবেন বলে যিনি প্রথম ম্যাচে খেলতে পারেননি। তবে কন্যাসন্তানের বাবা হওয়ার পরে দলে যোগ দিয়েছেন রাহুল। তিনি রবিবার খেলবেনও।</p>
<p>রাহুল ফিরলে টপ অর্ডার ব্যাটিং নিয়ে সমস্যা কাটতে পারে দিল্লির। তবে রাহুল কত নম্বরে ব্যাট করেন, দেখার। মনে করা হচ্ছে চার নম্বরে সমীর রিজভির জায়গায় খেলানো হবে রাহুলকে। আগের ম্যাচে গোড়ালিতে চোট পেয়েছিলেন পেসার মুকেশ কুমার। তাঁকে নিয়েও সামান্য সংশয় রয়েছে। কাঁধে চোট রয়েছে টি নটরাজনের। মুকেশ ছিটকে গেলে দর্শন নালকাণ্ডে সুযোগ পেতে পারেন একাদশে। দুষ্মন্ত চামিরাকে খেলানোর সম্ভাবনাও উড়িয়ে দেওয়া যাচ্ছে না। সেক্ষেত্রে জেক ফ্রেজার ম্যাকগার্ককে বসানো হতে পারে।</p>
Source link
ঘরের মাঠে আজ দিল্লির প্রতিপক্ষ হায়দরাবাদ, কখন, কোথায় দেখবেন খেলা?
