জয়পুর: তাঁকে নিয়ে বিতর্কের শেষ নেই। মুম্বই রাজ্য দল ছাড়ার সিদ্ধান্ত নিয়েছেন। কানাঘুষো শোনা যাচ্ছে অজিঙ্ক রাহানের সঙ্গে সম্পর্ক তলানিতে পৌঁছেছে, তার জন্যই দল ছাড়ছেন। এরইমধ্যে প্রাক্তন পাক ক্রিকেটার বসিত আলি (Basit Ali) তাঁকে নিয়ে মন্তব্য করেছেন। এই পরিস্থিতিতে একটা ধামাকাদার ইনিংসের দরকার ছিল যশস্বী জয়সওয়ালের (Yashasvi Jaiswal) ব্যাট থেকে। সেটাই করলেন তিনি। আরসিবির বিরুদ্ধে ম্য়াচেই দুরন্ত অর্ধশতরান হাঁকিয়ে ফেললেন জয়সওয়াল। হ্যাজেলউড, ভুবনেশ্বরের মত বােলারদের পিটিয়ে রাজস্থানের স্কোরবোর্ডকে দেড়শোর গণ্ডি পার করিয়ে দিতে মুখ্য ভূমিকা নিলেন জয়সওয়াল। রিয়ান পরাগ ও ধুব্র জুড়েল ক্যামিও ইনিংস খেললেন। রাজস্থান আরসিবির বিরুদ্ধে নির্ধারিত ২০ ওভার শেষে বোর্ডে ১৭৩/৪ বোর্ডে তুলে নিল রাজস্থান রয়্যালস।
এদিন টস জিতে প্রথমে ফিল্ডিংয়ের সিদ্ধান্ত নিয়েছিলেন আরসিবি অধিনায়ক রজত পাতিদার। রাজস্থানের জার্সিতে ওপেনিংয়ে নেমেছিলেন স্যামসন ও যশস্বী। স্যামসন কিছুটা ধীর গতিতে খেলা শুরু করলেও যশস্বী প্রথম থেকেই চালিয়ে খেলা শুরু করে দেন। তিনি নাকি ক্রিকেটে আর মন দেন না, এমনই গুরুতর অভিযোগ তুলেছিলেন প্রাক্তন পাক ক্রিকেটার বসিত আলি। নিশ্চয় সেই কথা কানে গিয়েছিল যশস্বীর। তাই হয়ত একটু বেশিই মারমুখি ছিলেন। ৩৫ বলে নিজের অর্ধশতরান পূরণ করেছিলেন যশস্বী। অর্ধশতরান হাঁকানোর পথেই সাতটি বাউন্ডারি হাঁকিয়ে ফেলেছিলেন বাঁহাতি তরুণ ওপেনার। শেষ পর্যন্ত যখন তিনি ফিরলেন তখন নামের পাশে জ্বলজ্বল করছে ৪৭ বলে ৭৫ রান। ১০টি বাউন্ডারি ও দুটো ছক্কা হাঁকিয়ে ফেলেন তিনি। স্যামসন ১৫ রান করে ক্রুণাল পাণ্ড্যর বলে লেগবিফোর হয়ে যান। মিডল অর্ডারে রাজস্থানের ২ সৈনিক রিয়ান পরাগ ও ধ্রুব জুড়েল মিলে দলের হাল ধরেন। রিয়ান ২২ বলে ৩০ রান করেন ও ধ্রুব শেষ পর্যন্ত অপরাজিত থেকে যান ২৩ বলে ৩৫ রান করে। নিজের ইনিংসে ২টো বাউনড্ারি ও দুটো ছক্কা হাঁকান ধ্রুব। শিমরন হেটমায়ের এদুিন মাত্র ৯ রান করেই আউট হন। তিনি রান পেলে হয়ত দলের স্কোর তিনশোর দোরগোড়ায় পৌঁছে যেত।
আরসিবি বোলারদের মধ্যে ভুবনেশ্বর, যশ দয়াল, হ্যাজেউলড ও ক্রুণাল পাণ্ড্য একটি করে উইকেট নেন। তবে নিজের ৪ ওভারের স্পেলে ৩৯ রান খরচ করলেও কোনও উইকেট পাননি সুয়াশ শর্মা।
আরও পড়ুন: রাজস্থানের বিরুদ্ধে টস জিতে ফিল্ডিং নিলেন আরসিবি অধিনায়ক রজত পাতিদার
আরও দেখুন