NOW READING:
India vs England: এজবাস্টনের অজেয় ‘দুর্গে’ তেরঙা উড়িয়ে ইংল্যান্ডে ইতিহাস শুভমনদের…
July 6, 2025

India vs England: এজবাস্টনের অজেয় ‘দুর্গে’ তেরঙা উড়িয়ে ইংল্যান্ডে ইতিহাস শুভমনদের…

India vs England: এজবাস্টনের অজেয় ‘দুর্গে’ তেরঙা উড়িয়ে ইংল্যান্ডে ইতিহাস শুভমনদের…
Listen to this article


জি ২৪ ঘণ্টা ডিজিটাল ব্যুরো: লিডসে প্রথম টেস্ট ৫ উইকেটে হেরে ইংল্যান্ডের বিরুদ্ধে কামব্যাকের জন্য মরিয়া ছিল টিম ইন্ডিয়া (England vs India, 2nd Test at Birmingham)। আর শুভমন গিলরা (Shubman Gill) ‘বাউন্স ব্যাক’ করলেন বুক ফুলিয়ে। তাও আবার ৩৩৬ রানে।

এজবাস্টনের অজেয় ‘দুর্গে’ তেরঙা উড়িয়ে ইংল্যান্ডে ইতিহাস লিখল ভারত। অতীতে এজবাস্টনে খেলা আটটি টেস্টের মধ্যে একটিও জিততে পারেনি ভারত। গৌতম গম্ভীরের (Gautam Gambhir) টিম সেই ইতিহাসই বদলে দিল। 

আরও পড়ুন: অবিশ্বাস্য! ‘অলৌকিক’! গিল ভাঙবেন ডনের রেকর্ডও? ১৪৮ বছরের টেস্ট ইতিহাসে প্রথম…

এজবাস্টনে টস হেরে প্রথমে ব্যাট করে ভারত প্রথম ইনিংসে তুলেছিল ৫৮৭ রান। শুভমন গিল করেছিলেন ৩৮৭ বলে ২৬৯ রান। ৮৭ রান করেছিলেন যশস্বী জয়সওয়াল। ৮৯ রান এসেছিল যশস্বী জয়সওয়ালের ব্যাট থেকে। 

ভারতের প্রথম ইনিংসের জবাবে ইংল্যান্ড, হ্যারি ব্রুক (১৫৮) ও জেমি স্মিথের (অপরাজিত ১৮৪) জোড়া শতরানে ৪০৭ রান তুলেছিল। মহম্মদ সিরাজ একাই তুলে নেন ৬ উইকেট, খরচ করেছিলেন ৭০ রান। বাংলার হয়ে ঘরোয়া ক্রিকেট খেলা বিহারি পেসার আকাশ দীপ নেন বাকি ৪ উইকেট। দিয়েছিলেন ৮৮ রান।

১৮০ রানের লিড নিয়ে দ্বিতীয় ইনিংস শুরু করে ভারত। প্রথম ইনিংসে ডাবল সেঞ্চুরি করা শুভমন ফের সেঞ্চুরি করেন দ্বিতীয় ইনিংসেও। ইংরেজ বোলাররা তাঁকে রুঁখতে পারেননি। ১৬২ বলে ১৬১ রানের ঝকঝকে ইনিংস খেলেন তিনি। তিনটি ফিফটি প্লাস ইনিংস আসে কেএল রাহুল (৫৫), ঋষভ পন্থ (৬৫) ও রবীন্দ্র জাদেজার (অপরাজিত ৬৯)। ৪২৭/৬ করে ভারত ইনিংস ডিক্লেয়ার করেছিল। 

আরও পড়ুন: ১৩ চার ১০ ছয়ে ৭৮ বলে ১৪৩! ব্রিটিশদের বিরুদ্ধে বিস্ময় বৈভবের বিস্ফোরক ইতিহাস…

এজবাস্টন টেস্ট জেতার জন্য ইংল্যান্ডকে ৬০৮ রানের টার্গেট দিয়েছিল ভারত। ব্রিটিশরা গুটিয়ে গেল মাত্র ২৭১ রানে। ৯৯ রানে ৬ উইকেট নিয়ে একাই বেন স্টোকসদের শুইয়ে দিলেন আকাশ দীপ। একটি করে উইকেট নিলেন সিরাজ, প্রসিধ কৃষ্ণা, রবীন্দ্র জাদেজা ও ওয়াশিংটন সুন্দর। জসপ্রীত বুমরাকে ছাড়া এই টেস্ট জিততে বিন্দুমাত্র চাপ নিল না ভারত। সিরাজ-আকাশ মিলে দুই ইনিংসে ১৭ উইকেট তুলে বুঝে নিলেন ভারতের পেস লাইন-আপ। পরবর্তী টেস্ট ১০ জুলাই থেকে লর্ডসে।

(দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির টাটকা খবর, আপডেট এবং ভিডিয়ো পেতে ডাউনলোড-লাইক-ফলো-সাবস্ক্রাইব করুন আমাদের AppFacebookWhatsapp ChannelX (Twitter)YoutubeInstagram পেজ-চ্যানেল)

 





Source link