NOW READING:
প্রস্তুতি ম্য়াচে খেলবেন না, অ্য়াডিলেড টেস্ট থেকেও কি ছিটকে গেলেন গিল?
November 27, 2024

প্রস্তুতি ম্য়াচে খেলবেন না, অ্য়াডিলেড টেস্ট থেকেও কি ছিটকে গেলেন গিল?

প্রস্তুতি ম্য়াচে খেলবেন না, অ্য়াডিলেড টেস্ট থেকেও কি ছিটকে গেলেন গিল?
Listen to this article


অ্য়াডিলেড: আঙুলের হার ভেঙে যাওয়ায় পারথ টেস্টে (Perth Test) খেলতে পারেননি। তাঁর পরিবর্তে দেবদত্ত পড়িক্কল খেলেছিলেন তিন নম্বর পজিশনে। কিন্তু অ্য়াডিলেড টেস্টেও (Adelaide Test) কি আদৌ মাঠে ফিরতে পারবেন শুভমন গিল (Subhman Gill)? অ্য়াডিলেডে গোলাপি বলের টেস্টের আগে ২ দিনের প্রস্তুতি ম্য়াচ খেলবে রোহিত শর্মার নেতৃত্বাধীন দল। যা ক্যানাবেরাতে আগামী ৩০ নভেম্বর থেকে শুরু হতে চলেছে। সেই ম্য়াচেও নাকি খেলছেন না গিল। বুড়ো আঙুলের চোট পুরোপুরি সারেনি ডানহাতি ব্য়াটারের। তবে দ্বিতীয় টেস্টে আদৌ তিনি খেলবেন কি না, তা হয়ত আরও কিছুদিন কাটলেই বোঝা যাবে।

ভারতীয় দলের সঙ্গে যুক্ত এক সূত্র জানিয়েছেন, ”গিল এখনও পুরোপুরি ফিট নয়। ও ব্যাট ঠিকভাবে ধরতে পারছে না এখনও। দ্বিতীয় টেস্টে খেলবে কি না, তা এখনই বলা সম্ভব হচ্ছে না। দ্বিতীয় টেস্টের দিন যত এগিয়ে আসবে, ততই হয়ত ছবিটা আরও বেশি পরিষ্কার হবে।” প্রথম টেস্টে গিলের পরিবর্ত হিসেবে খেলা দেবদত্ত প্রথম ইনিংসে খাতা খোলার আগেই প্যাভিলিয়নে ফিরেছিলেন। দ্বিতীয় ইনিংসে ৭১ বলে ২৫ রানের ইনিংস খেলেছিলেন। দুটো ইনিংসেই জস হ্যাজেলউড তাঁকে ফিরিয়ে দেন।

পারথ টেস্টে জিতে এমনিতেই সিরিজে ১-০ ব্যবধানে এগিয়ে রয়েছে ভারতীয় ক্রিকেট দল। অ্য়াডিলেডে জিতলেই সিরিজে ২-০ ব্যবধানে এগিয়ে যাবে টিম ইন্ডিয়া। আর মাত্র একটি ম্য়াচ জিতলেই রিকি পন্টিংকে টপকে যাবেন রোহিত শর্মা। অধিনায়ক হিসেবে বর্ডার গাওস্কর ট্রফিতে ম্য়াচ জয়ের নিরিখে বিশ্বজয়ী প্রাক্তন অজি অধিনায়ককে টপকে যাবেন রোহিত। 

এদিকে, অ্যাডিলেডে সিরিজ়ে সমতায় ফেরার আশায় অজ়ি দলে অল্প কিছু বদল হবে বলে মনে করছিলেন অনেকে। মার্নাস লাবুশেন দীর্ঘসময় ধরে ফর্মে নেই। প্রায় দেড় বছর হয়ে গিয়েছে কোনও সেঞ্চুরি আসেনি তাঁর ব্যাটল থেকে। তাঁকে ছাঁটাই করা হতে পারে বলে মনে করছিলেন অনেকে। তবে লাবুশেনে আস্থা রাখছেন অজ়ি কোচ অ্যান্ড্রু ম্যাকডোনাল্ড।

তিনি বলেন, ‘কেরিয়ারে চড়াই, উতরাই তো সবার থাকে। সেটা খেলোয়াড়দের জীবনের অঙ্গ। ও খারাপ সময়ের মধ্যে দিয়ে যাচ্ছে এবং নিঃসন্দেহে বাইরের অনেকে ওকে সমালোচনায় বিদ্ধও করছেন। তবে আমদের বিশ্বাস ছন্দে থাকা মার্নাস লাবুশেন এমন একজন ক্রিকেটার যাকে আমাদের দলের ভীষণ প্রয়োজন। আমরা বিশ্বাস করি যে ও দ্রুতই পুরো বিষয়টা বদলে ফেলতে সক্ষম হবে।’ পাশাপাশি অ্যাডিলেডে অজ়ি দল সম্পর্কে কোচ ম্যাকডোনাল্ড ঘোষণা করেন, ‘এই সাজঘরে (পারথে) যারা ছিল, তারাই আবার অ্যাডিলেডেও দলের সাজঘরে থাকবে।’

আরও দেখুন



Source link