জি ২৪ ঘণ্টা ডিজিটাল ব্যুরো: এক ম্যাচ হাতে রেখেই শ্রীলঙ্কার বিরুদ্ধে তিন ম্যাচের টি-২০ সিরিজ ২-০ জিতে নিল ভারত। ২৪ ঘণ্টার ব্যবধানে ব্যাক-টু-ব্যাক ম্যাচ জিতলেন সূর্যকুমার যাদব (Suryakumar Yadav) অ্য়ান্ড কোং। সিরিজ জয়েই গৌতম গম্ভীর (Gautam Gambhir) যুগের সূচনা হল ভারতীয় ক্রিকেটে। গত শনিবার প্রথম টি-২০ ভারত জিতেছিবল ৪৩ রানে। রবিবার দ্বিতীয় টি-২০ ভারত জিতল ৭ উইকেটে।
আরও পড়ুন: দুরন্ত জয়ে গম্ভীর যুগের সূচনা ভারতীয় ক্রিকেটে, সিরিজে এগিয়ে গেল সূর্যবাহিনী
টস জিতে সূর্যকুমার ব্য়াট করতে পাঠিয়ে ছিলেন চরিথ আসালঙ্কাদের। শ্রীলঙ্কা নির্ধারিত ওভারে ৯ উইকেটে ১৬১ রান তুলতে সমর্থ হয়েছিল। কুসল পেরেরার হাফ-সেঞ্চুরি (৩৪ বলে ৫৩) ও পাথুম নিসঙ্কার (২৪ বলে ৩২) ব্য়াট এদিন কিছুটা হলেও কথা বলেছিল। ২৩ বলে ২৬ রান করেন কামিন্ডু মেন্ডিস। বাকিদের কেউই বলার মতো স্কোর করেননি। ভারতের হয়ে রবি বিষ্ণোই তুলে নেন তিন উইকেট। দু’টি করে উইকেট পান অর্শদীপ সিং, অক্ষর প্য়াটেল ও হার্দিক পান্ডিয়া।
এরপর ভারতের হয়ে রান তাড়া করতে নেমেছিলেন যশস্বী জয়সওয়াল ও সঞ্জু স্য়ামসন। কিন্তু মাত্র তিন বলের পরেই বৃষ্টিতে খেলা বন্ধ হয়। এরপর ম্য়াচ আধিকারিকরা জানিয়ে দেন যে, ডাকওয়ার্থ লুইস নিয়মে ভারতকে জিততে হলে ৮ ওভারে ৭৮ রান করতে হবে। বৃষ্টি থামতেই ভারত নেমে সঞ্জুকে হারায়। তিনি কোনও রান না করেই মাহিশ থিকসানার বলে বোল্ড হয়ে যান। যশস্বীর হাত শক্ত করতে নামেন অধিনায়ক সূর্য। ১২ বলে ২৬ রান করে আউট হয়ে যান সূর্য।
৪.২ ওভারে ভারত ৫১ রানে ২ উইকেট হারায়। এরপর যশস্বী ফেরেন ১৫ বলে ৩০ রান করে। এরপর হার্দিক পান্ডিয়া নেমে ৯ বলে ২২ রানের মারকাটারি ইনিংস খেলে ভারতকে ম্য়াচ জিতিয়ে দেন। ৯ বল হাতে রেখে ভারত ৭ উইকেটে জিতে যায়। আগামী মঙ্গলবার ভারত-শ্রীলঙ্কা সিরিজের তৃতীয় ম্য়াচ খেলবে। ভারত চাইবে দ্বীপরাষ্ট্রকে হোয়াইটওয়াশ করে ওডিআই সিরিজ খেলতে।
আরও পড়ুন: মুম্বইয়ের রাস্তায় রোহিতের মারকাটারি SUV, কলকাতার ঐতিহাসিক স্মৃতি তাঁর চারচাকায়!
(দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির টাটকা খবর, আপডেট এবং ভিডিয়ো পেতে ডাউনলোড-লাইক-ফলো-সাবস্ক্রাইব করুন আমাদের App, Facebook, Whatsapp Channel, X (Twitter), Youtube, Instagram পেজ-চ্যানেল)