তুহিন অধিকারী, বাঁকুড়া: হাসপাতালের (Bankura Hospital) সামনের অংশ ঝাঁ চকচকে। পিছনে আড়ালে জমছে আবর্জনার স্তূপ। হাসপাতাল পরিদর্শনে গিয়ে এসব দেখে সুপারকে ধমক দিলেন বাঁকুড়ার সাংসদ অরূপ চক্রবর্তী। ধমক খেয়ে ঘটনার জন্য দায়িত্বপ্রাপ্ত সংস্থার ঘাড়ে দায় ঠেলে মোটা টাকা জরিমানা করার কথা বললেন, সুপার। দায়িত্বপ্রাপ্ত সংস্থা অজুহাত খাড়া করল বৃষ্টির।

সুপারকে ধমক সাংসদের: হাসপাতালের সামনের অংশ ঝাঁ চকচকে। পিছনে জমছে আবর্জনার স্তূপ। ব্যবহৃত সিরিঞ্জ থেকে গ্লাভস, পড়ে রয়েছে স্যালাইনের সুচ সহ বিভিন্ন মেডিক্যাল বর্জ্য। হাসপাতাল পরিদর্শনে গিয়ে, এসব দেখে চোখ কপালে উঠল শাসক-সাংসদ অরূপ চক্রবর্তীর। ধমক দিলেন হাসপাতালের সুপারকে। তিনি বলেন, “কবে স্টাফের সমস্যা মিটবে, রোগীরা কি জঙ্গলে থাকবে? সাপ বেরোবে, পরিষ্কার করবে। বলেন না কেন? বিলগুলো আটকান না কেন? সই করেন কেন? এগুলো কিন্তু ঠিক না। এগুলো যদি আমাকে বলতে হয় সিএমকে- আপনার পক্ষে ক্ষতিকারক হবে। এগুলো কবে করাবেন পরিষ্কার? এত পাত্তা দেন কেন গ্লোবাল গ্রুপকে? এগুলো আপনাদের বিরুদ্ধেই যাবে, গ্লোবালের বিরুদ্ধে যাবে না।”

শহিদ সমাবেশ থেকে ফেরার সময় আহত হওয়া এক দলীয় কর্মীকে দেখতে, রবিবার বিষ্ণুপুর সুপার স্পেশালিটি হাসপাতালে যান বাঁকুড়ার তৃণমূল সাংসদ। আহত কর্মীর চিকিৎসা সংক্রান্ত খোঁজখবর নিয়ে ঘুরে দেখেন হাসপাতাল চত্বর। হাসপাতালের সামনের দিক ঝাঁ চকচকে হলেও পিছনে আবর্জনার স্তূপ দেখে ক্ষুব্ধ হন। সাংসদের ধমক খেয়ে ঘটনার জন্য দায়িত্বপ্রাপ্ত সংস্থার ঘাড়ে দায় ঠেলে মোটা টাকা জরিমানা করার কথা বলেন, হাসপাতালের সুপার। সাফাইয়ের কাজের দায়িত্বপ্রাপ্ত বেসরকারি সংস্থার সাফাই, বর্ষার জন্য হাসপাতালের পিছনের দিকটা ঠিক মতো পরিষ্কার করা যায়নি। ঘটনার জন্য সুপারকে ধমক দেওয়ার পাশাপাশি সাত দিনের মধ্যে হাসপাতাল চত্বর পরিচ্ছন্ন করার নির্দেশ দেন সাংসদ। সাত দিনের মধ্যে না হলে রাজ্য সরকারকে রিপোর্ট দেবেন বলে হুঁশিয়ারি দেন।                                                

আপনার পছন্দের খবর আর আপডেট এখন পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে।

আরও পড়ুন: Ashok Dinda: ‘যতদিন পদ আছে আমিই লাঠি ঘোরাব, এটা চলবে না’ কড়া বার্তা অশোক দিন্দার

আরও দেখুন



Source link

Shares:
Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *