Savings Deposit Interest Rate: রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়া সম্প্রতি রেপো রেট কমানোর পর থেকেই বিভিন্ন ব্যাঙ্কে ঋণের উপর সুদের হার যেমন কমানো হয়েছে, তেমনি একইসঙ্গে ফিক্সড ডিপোজিটে সুদের হারও কমানো হয়েছে। এর আগে বেশ কিছু রাষ্ট্রায়ত্ত ও বেসরকারি ব্যাঙ্ক তাদের ফিক্সড ডিপোজিটে সুদের হার (Interest Rate Cut) কমিয়েছে। দেশের বৃহত্তম বেসরকারি ব্যাঙ্ক এইচডিএফসি ব্যাঙ্কের পরে এবার আইসিআইসিআই ব্যাঙ্ক তাদের সেভিংস অ্যাকাউন্টেও সুদের হার কমিয়েছে। এই ব্যাঙ্কের অফিসিয়াল ওয়েবসাইটের (ICICI Bank) তথ্য অনুসারে এখন থেকে এই বেসরকারি ব্যাঙ্কের সেভিংস অ্যাকাউন্টে সুদের হার ২৫ বেসিস পয়েন্ট কমে গিয়েছে।
১৬ এপ্রিল বুধবার থেকেই এই নতুন সুদের হার কার্যকর হবে বলে জানা গিয়েছে। কিছুদিন আগেই এইচডিএফসি ব্যাঙ্কও তাদের সেভিংস অ্যাকাউন্টে সুদের হার ২৫ বেসিস পয়েন্ট কমিয়েছে আর এই নতুন সুদের হার গ্রাহকদের জন্য কার্যকর হবে ১২ এপ্রিল থেকেই। ২০২২ সালের এপ্রিল মাস থেকে এই প্রথম এইচডিএফসি ব্যাঙ্ক তাদের সেভিংস অ্যাকাউন্টে সুদের হার কমিয়েছে।
আইসিআইসিআই ব্যাঙ্কের আমানতকারীরা তাদের সেভিংস অ্যাকাউন্টে ৫০ লক্ষ টাকা পর্যন্ত ২.৭৫ শতাংশ সুদের হার পেয়ে থাকেন। আর একই সুদের হার রয়েছে এইচডিএফসি ব্যাঙ্কেও। আর ৫০ লক্ষ টাকার বেশি আমানতের ক্ষেত্রে ওয়েবসাইটের তথ্য অনুসারে ২৫ বেসিস পয়েন্ট সুদের হার কমে হয়েছে ৩.২৫ শতাংশ হয়েছে।
দেশের সবথেকে বড় রাষ্ট্রায়ত্ত ব্যাঙ্ক স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়ার গ্রাহকরা এখন তাদের সেভিংস অ্যাকাউন্টে বার্ষিক ২.৭০ শতাংশ হারে সুদ পান। বিগত বেশ কয়েকদিনে আরও ব্যাঙ্কগুলিও তাদের সুদের হার কমিয়েছে। বিগত চার মাসের মধ্যেই পরপর দুবার মিলিয়ে মোট ৫০ বেসিস পয়েন্ট রেপো রেট কমিয়েছে রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়া। আর রিজার্ভ ব্যাঙ্কের এই সিদ্ধান্তের পরেই পরপর সুদের হার কমিয়েছে ব্যাঙ্কগুলি।
ফিক্সড ডিপোজিটে কোন ব্যাঙ্কে কত সুদ মিলছে
- কানারা ব্যাঙ্কের ওয়েবসাইট অনুসারে, ৩ কোটি টাকার কম আমানতের জন্য এই ব্যাঙ্কে এখন সুদের হার ৪ শতাংশ থেকে ৭.২৫ শতাংশ রয়েছে সাধারণ নাগরিকদের জন্য। আর প্রবীণ নাগরিকদের জন্য এই সুদের হার রয়েছে ৪ শতাংশ থেকে ৭.৭৫ শতাংশ পর্যন্ত।
- কোটাক মহিন্দ্রা ব্যাঙ্কে এখন থেকে নির্দিষ্ট মেয়াদের জন্য সুদের হার ১৫ বেসিস পয়েন্ট কমানো হয়েছে। ২.৭৫ শতাংশ থেকে ৭.৩০ শতাংশ সুদের হার রয়েছে সাধারণ নাগরিকদের জন্য।
- বন্ধন ব্যাঙ্কে ১২ মাস থেকে ১৩ মাসের মেয়াদে সুদ মিলছে ৮ শতাংশ এবং একই মেয়াদে নন-কলেবল বাল্ক ডিপোজিটের ক্ষেত্রে ৮.৩ শতাংশ সুদ মিলেছে।
আরও দেখুন