NOW READING:
Karan Arjun: হৃত্বিকের হাত ধরে ৩০ বছর পর পর্দায় ফিরছে ‘করণ অর্জুন’!
November 19, 2024

Karan Arjun: হৃত্বিকের হাত ধরে ৩০ বছর পর পর্দায় ফিরছে ‘করণ অর্জুন’!

Karan Arjun: হৃত্বিকের হাত ধরে ৩০ বছর পর পর্দায় ফিরছে ‘করণ অর্জুন’!
Listen to this article


জি ২৪ ঘণ্টা ডিজিটাল ব্যুরো: পুরনো ছবি রি-রিলিজ এখন ট্রেন্ড। বলিউড বাদশা শাহরুখের একের পর এক পুরনো ব্লকবাস্টার ছবি সিনেমাহলে মুক্তি পাচ্ছে। জানা গিয়েছে, ৩০ বছর পর শাহরুখ-সলমানের ‘করণ অর্জুন’ মুক্তি পেতে চলেছে। সম্প্রতি পরিচালক-প্রযোজক রাকেশ রোশন  ছবির একটি নতুন ট্রেলার প্রকাশ করেছেন। যা রীতিমত দর্শকদের মধ্যে তুমুল উন্মাদনার সৃষ্টি করেছে। কারণ ট্রেলার শুধু শাহরুখ-সলমান নেই, সেখানে আছেন হৃত্বিক রোশনও।

নতুন ট্রেলারের শোনা গিয়েছে হৃত্বিক রোশনের আওয়াজ। এই প্রসঙ্গে রাকেশ রোশন সম্প্রতি একটি সাক্ষাত্‍কারে জানিয়েছেন, ২২ নভেম্বরপ পুনরায় মুক্তি পেতে চলেছে করণ অর্জুন। এবং তার আগে জোরদার তোড়জোড় করেছেন প্রোডাকশন হাউস। সেখানে তিনি হৃত্বিক রোশনের ভয়েসওভার নিয়েও আলোচনা করেছেন। বর্ষীয়ান পরিচালক বলেছেন, এর আগে ভয়েস ওভার দিয়েছিলেন অন্য একজন। রি-রিলিজের প্রস্তুতির সময় হৃত্বিক আচমকা পুরনো ভয়েসওভারটি শোনেন। শুনে মন্ত্রমুগ্ধ হয়ে পড়েন। অভিনেতা তখন পরিচালককে জিজ্ঞাসা করেন যে, তিনি কি এবারের ভয়েসওভারটা দিতে পারেন?

আরও পড়ুন:Moon Moon Sen Husband Death: ৪৬ বছরের দাম্পত্যে ইতি! প্রয়াত মুনমুন সেনের স্বামী…

রাকেশ অবিলম্বে হৃত্বিকের ইচ্ছাকে সম্মতি জানায়। তাঁকে বলেন, ‘তুমি যদি ভয়েসওভার দাও, তাহলে তো চমত্‍কার হয়ে যাবে।’ সোশ্য়াল মিডিয়ায় ১৩ নভেম্বর করণ অর্জুনের নতুন ট্রেলার প্রকাশ্যে আসে। ইতোমধ্যেই সেটি ভাইরাল।  ফ্যানেদের নস্টালজিয়াকে আরও বাড়িয়ে তুলেছে নতুন ট্রেলারটি। তারা আবার পর্দায় ব্লকবাস্টার মুভিটি দেখার জন্য উন্মুখ।

এর আগে হৃত্বিক ছবির ট্রেলার পোস্ট করে একটি আবেগপ্রবণ ক্যাপশনও শেয়ার করেন। অভিনেতা ১৯৯২ সালে একটি বিশেষ দিনের কথাও স্মরণ করেন যখন করণ অর্জুনের চিত্রনাট্য তৈরি করা হচ্ছিল। করণ অর্জুন ১৯৯৫-এ ১৩ জানুয়ারি মুক্তি পায়। পুনর্জন্ম এবং প্রতিশোধের পটভূমিতে নির্মিত, ফ্যান্টাসি অ্যাকশন ছবিটিতে সলমান খান, হরুখ খান, রাখী গুলজার, মমতা কুলকার্নি, কাজল, অমরিশ পুরি, জনি-সহ পাওয়ারপ্যাক্ট কাস্ট রয়েছে।

 

(দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির টাটকা খবর, আপডেট এবং ভিডিয়ো পেতে ডাউনলোড-লাইক-ফলো-সাবস্ক্রাইব করুন আমাদের AppFacebookWhatsapp ChannelX (Twitter)YoutubeInstagram পেজ-চ্যানেল)





Source link