সুনীত হালদার, শিবপুর : হাওড়া, দক্ষিণ দিনাজপুর, দক্ষিণ ২৪ পরগনা, আলিপুরদুয়ার-সহ রাজ্যের বিভিন্ন প্রান্তে দেখা গেছে এধরনের ঘটনা। আবারও সেই হাওড়া জেলায়। কানে হেডফোন দিয়ে লাইন পেরোনোর সময় ট্রেনের ধাক্কায় মৃত্যু হল এক যুবতীর। শনিবার সকালে ঘটনাটি ঘটে দক্ষিণ পূর্ব রেলের পদ্মপুকুর স্টেশনের কাছে। মৃতার নাম অঙ্কিতা পাত্র (২৭)। শিবপুর বোটানিক্যাল গার্ডেন থানার অন্তর্গত বাঙালপাড়া লেনের বাসিন্দা।
রেল পুলিশ সূত্রে খবর, শালিমার সুপার ফাস্ট উইকলি এক্সপ্রেস ওই যুবতীকে ধাক্কা মারলে ঘটনাস্থলেই তাঁর মৃত্যু হয়। শালিমার জি আর পি দেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মর্গে পাঠিয়েছে। ওই যুবতী তথ্যপ্রযুক্তি বিভাগে কাজ করতেন। আজ সকালে কাজ সেরে তিনি বাড়ি ফিরছিলেন। সেই সময় কানে হেডফোন লাগানো ছিল। তাই লাইন পেরোনোর সময় ট্রেনের আওয়াজ তিনি শুনতে পাননি। তবে, তাঁর কোনো টেনশনে ছিল কি না তাও খতিয়ে দেখছে রেল পুলিশ।
আগেও একই ধরনের ঘটনা –
গত বছর ঠিক ডিসেম্বর মাসেই একই ধরনের ঘটনা ঘটেছিল হাওড়ায়। কানে হেডফোন দিয়ে রাস্তা পারাপারের সময়ে মাল গাড়ির ধাক্কায় মৃত্যু হয় অজ্ঞাত পরিচয় এক মহিলার। হাওড়ার ফুলেশ্বরে ঘটনাটি ঘটে। দক্ষিণ-পূর্ব রেলের হাওড়া খড়গপুর শাখার ফুলেশ্বর স্টেশনে এক মহিলা কানে হেডফোন দিয়ে সাইকেল চালিয়ে রেললাইন পেরোচ্ছিলেন। প্রত্যক্ষদর্শীরা জানান, ঠিক সেই সময়েই আপ লাইনে একটি মালগাড়ি চলে আসে। কানে হেডফোন থাকায় বুঝতে পারেননি মহিলা। মাল গাড়ির ধাক্কায় ছিটকে পড়ে যান তিনি। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছয় রেল পুলিশ। মহিলাকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে গেলে সেখানেই তাঁকে মৃত বলে ঘোষণা করা হয়।
২০২২ সালের জানুয়ারি মাসেও ঘটে একই ধরনের ঘটনা। প্রাণ দিয়ে অসতর্কতার মাসুল গুনতে হয় দুই যুবককে। কানে হোডফোন (Headphone) গুঁজে রেললাইন (Crossing Railway Track) পেরোচ্ছিলেন তাঁরা। সেই সময় ট্রেন এসে চাপা দিয়ে দেয় তাঁদের (Men Run over by Train)। দু’জনের দেহ উদ্ধার করে পুলিশ। দক্ষিণ ২৪ পরগনার (South 24 Parganas News) জয়নগরে (Jaynagar) এই ঘটনা ঘটে। মৃত দুই যুবককে সমীর মারিক এবং রেজাউল শেখ বলে শনাক্ত করে পুলিশ। সমীর কলেজের দ্বিতীয় বর্ষে পাঠরত ছিলেন। রেজাউল ছিলেন পেশায় দিনমজুর।
আপনার পছন্দের খবর আর আপডেট এখন পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে।
আরও দেখুন