<p><strong>ভাস্কর ঘোষ, হাওড়া:</strong> হাওড়া লিলুয়ার ৩১ নম্বর ওয়ার্ডের জলার মাঠ এলাকায় দীর্ঘদিন ধরে জল জমাকে কেন্দ্র করে অসন্তোষ এলাকাবাসীর।বেশ কিছুক্ষণ অবরোধ চলার পরে পুরসভার এক আধিকারিক সেখানে যান। পৌঁছায় এলাকার তৃণমূল নেতারাও। তাদের ঘিরেই চলে বিক্ষোভ।</p>
<p>অল্প বৃষ্টি হলেই জল থৈ থৈ করে এলাকায়। জল বেরোবার রাস্তা না থাকায় সেই জল কালো হয়ে জমে থাকে। এমনকি ঘরের মধ্যেও থৈ থৈ অবস্থা। আর সেই দূষিত জল পেরিয়েই দৈনন্দিন কাজ সারতে হচ্ছে বাসিন্দাদের। বারংবার &nbsp;প্রশাসনকে জানিয়েও ফল না পাওয়ায় তারা অবশেষে &nbsp;পথ অবরোধ করে বিক্ষোভ দেখানো শুরু করেন। নারী-পুরুষ নির্বিশেষে প্রায় সকলেই রাস্তায় নেমে পড়ে। বেশ কিছুক্ষণ অবরোধ চলার পরে পুরসভার এক আধিকারিক সেখানে যান। পৌঁছায় এলাকার তৃণমূল নেতারাও। তাদের ঘিরেই চলে বিক্ষোভ। বিক্ষোভ তুলে নেবার জন্য তাদের ওপর চাপ সৃষ্টি করা এবং ভয় দেখানো হচ্ছে বলে অভিযোগ করে বাসিন্দারা। যদিও দীর্ঘ তিন ঘন্টা পরে আধিকারিক এবং স্থানীয় নেতৃত্বের অনুরোধ এবং আশ্বাসে অবরোধ তুলে নেয় বিক্ষোভকারীরা। সত্তর বিক্ষোভের হুমকি দিয়ে রেখেছেন তাঁরা।</p>
<p>আরও পড়ুন, <a title="ধান রোয়ার মাঝেই অঘটন, বাঁকুড়ায় বজ্রপাতে এক মহিলা-সহ দুজনের মৃত্যু" href="https://bengali.abplive.com/district/west-bengal-lightening-death-bankura-gangajalghati-died-two-due-to-lightening-1088076" target="_self">ধান রোয়ার মাঝেই অঘটন, বাঁকুড়ায় বজ্রপাতে এক মহিলা-সহ দুজনের মৃত্যু</a></p>
<p>একটানা ভারী বৃষ্টি। আর তাতে বাড়ল একাধিক নদীর জলস্তর। কোথাও রাস্তা জলের তলায় চলে গিয়ে বিচ্ছিন্ন হল যোগাযোগ। কোথাও নদীর জলস্তর বেড়ে গিয়ে সেতু জলের তলায় চলে গিয়ে স্তব্ধ হল যোগাযোগ। জল জমে গেল একাধিক জায়গায়। প্রবল বৃষ্টিতে দক্ষিণবঙ্গের জেলায় জেলায় বিপর্যস্ত হল জনজীবন। &nbsp;উত্তরবঙ্গে বৃষ্টি-ভোগান্তি অব্য়াহত। ভারী বৃষ্টিতে জলমগ্ন দক্ষিণবঙ্গের বিভিন্ন জায়গা। পশ্চিম বর্ধমানের অন্ডালে একটানা বৃষ্টিতে জলের তলায় চলে যায় রেলের সাবওয়ে। জলে থৈ থৈ অবস্থা হয় খনি অঞ্চলের। &nbsp;জল দাঁড়িয়ে যায় দুর্গাপুর পুরসভার একাধিক ওয়ার্ডে। জল জমে যায় আসানসোল, কুলটি ও রানিগঞ্জে। আসানসোল, কুলটি, রানিগঞ্জ, অঝোর ধারার বৃষ্টিতে ভেসে যায়। পূর্ব বর্ধমানের কাটোয়া শহর। কাটোয়া রোডের ভাতার বাজার, ভাতার ফায়ার ব্রিগেড মোড় ও পাটনা চালকল এলাকায় রাস্তার উপর দিয়ে জল বইতে থাকে। বর্ধমান-বোলপুর জাতীয় সড়কে আন্ডারপাসের নীচে জল জমে যান চলাচল ব্য়াহত হয়।&nbsp;<br />&nbsp;</p>
<p><strong><em>আপনার পছন্দের খবর আর আপডেট পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও।&nbsp;<a title="যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে।" href="https://www.whatsapp.com/channel/0029VaCBCh6545uwkeNBg11y/" target="_blank" rel="nofollow noopener" data-saferedirecturl="https://www.google.com/url?q=https://www.whatsapp.com/channel/0029VaCBCh6545uwkeNBg11y/&amp;source=gmail&amp;ust=1723286501104000&amp;usg=AOvVaw2GB4w-YuPH32FYLOF6FBM3">যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে।</a>&nbsp;</em></strong></p>
<div class="yj6qo">&nbsp;</div>
<div class="adL">&nbsp;</div>



Source link

Shares:
Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *