NOW READING:
WATCH | Hand of God: এবার আই-লিগে ‘ঈশ্বরের হাত’! বিতর্কিত গোলে নেটপাড়ায় ঝড়, আপনি কি দেখেছেন ফুটেজ?
March 31, 2025

WATCH | Hand of God: এবার আই-লিগে ‘ঈশ্বরের হাত’! বিতর্কিত গোলে নেটপাড়ায় ঝড়, আপনি কি দেখেছেন ফুটেজ?

WATCH | Hand of God: এবার আই-লিগে ‘ঈশ্বরের হাত’! বিতর্কিত গোলে নেটপাড়ায় ঝড়, আপনি কি দেখেছেন ফুটেজ?
Listen to this article


জ়ি ২৪ ঘণ্টা ডিজিটাল ব্যুরো: ১৯৮৬ সালের ২২ জুন। বিশ্বকাপের কোয়ার্টার ফাইনালে মুখোমুখি হয়েছিল আর্জেন্টিনা- ইংল্যান্ড (England Vs Argentina, Fifa World Cup 1986)। দিয়েগো মারাদোনার (Diego Maradona) জোড়া গোলে লা আলবিসেলেস্তেরা গিয়েছিল সেমিফাইনালে।

আরও পড়ুন: Zee ২৪ ঘণ্টার সব খবরের আপডেটে চোখ রাখতে ফলো করুন Google News

মেক্সিকো সিটির এস্তাদিয়ো আজটেকায় মারাদোনার করা জোড়া গোলের মধ্যে প্রথম গোলটি নিয়ে আজীবন চর্চা হবে ফুটবলবিশ্বে। কারণ মাথা দিয়ে নয়, হাত লাগিয়ে জালে বল জাড়িয়ে ছিলেন ‘ফুটবল ঈশ্বর’! আর সেই গোল ‘হ্যান্ড অব গড’ বা ‘ঈশ্বরের হাত’ নামেই ইতিহাসে থেকে গিয়েছে। সাল ২০২৫, ৩৯ বছর পর  ‘হ্যান্ড অব গড’ ফিরল ভারতীয় ফুটবলে, তাও আবার আই-লিগে! 

২০১৩ সালের পর ফের লিগ জেতার দুয়ারে চার্চিল ব্রাদার্স। গত রবিবার ঘরের মাঠ রাইয়া পঞ্চায়েত গ্রাউন্ডে ইন্টার কাশীর সঙ্গে ২-২ ড্র করে চার্চিল লিগ জয়ের পথে আরও এক ধাপ পা বাড়িয়েছে। তবে এদিন জিততে পারলেই চার্চিল আই-লিগ নিশ্চিত করে ফেলতে পারত। কিন্ত তেমন হয়নি। ১-২ গোলে পিছিয়ে থেকেও সংযোজিত সময়ে লালরেমরুয়াতা রালতের (৯০+৫’) গোলে দিমিত্রিয়সের ছেলেরা ২-২ ড্র করে হার বাঁচিয়েছে। 

তবে  লালরেমরুয়াতার গোল নিয়েই বিতর্কের ঝড় উঠেছে। নেপালি রেফারি প্রজ্জ্বল ছেত্রী সহকারিদের সঙ্গে আলোচনা করেই চার্চিলকে গোল দিয়েছিলেন বটে, তবে রিপ্লেতে দেখা যায় যে, লালরেমরুয়াতা মাথা দিয়ে নয়, হাত দিয়েই বল জালে জড়িয়ে দিয়েছিলেন। এই গোল নিয়ে  গ্যালারি উত্তপ্ত হয়ে উঠেছিল ম্যাচ শেষে ঝামেলায় জড়িয়ে ছিলেন দু’দলের ফুটবলাররাও। লাল কার্ড দেখে মাঠ ছেড়েছেন জনি কাউকো।

লিগের শেষ ম্যাচে রিয়াল কাশ্মীরের সঙ্গে খেলবে চার্চিল। সেই ম্যাচে এক পয়েন্ট পেলেই চ্যাম্পিয়ন হয়ে যাবে চার্চিল। তবে চার্চিল যদি হেরে যায় তাহলে কিন্তু আই-লিগ জেতার দাবিদার হিসেবে উঠে আসবে গোকুলাম কেরালা এফসি ও রিয়াল কাশ্মীর। দেখতে গেলে লিগের শেষ রাউন্ডেই হতে চলেছে লিগের ফয়সালা। 

আরও পড়ুন: সার্চ হিস্ট্রিতে চরম ‘নোংরামি’, এবার ভরা মাঠে প্রকাশ্যেই অভব্যতা! অসমের আইপিএল তারকা…

আরও পড়ুন: ‘হলুদ কন্যা’র অঙ্গভঙ্গিতে বর্ষাপাড়ায় আগুন! ভরা গ্যালারিতে দাঁড়িয়ে আঙুল দিয়েই…

 

 

(দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির টাটকা খবর, আপডেট এবং ভিডিয়ো পেতে ডাউনলোড-লাইক-ফলো-সাবস্ক্রাইব করুন আমাদের AppFacebookWhatsapp ChannelX (Twitter)YoutubeInstagram পেজ-চ্যানেল)





Source link