লখনউ: আইপিএলে (IPL 2025) হইচই ফেলে দিলেন সানরাইজার্স হায়দরাবাদের বিস্ফোরক ওপেনার অভিষেক শর্মা (Abhishek Sharma) । দামি গাড়ির কাচ ভেঙে দিলেন । গাড়ির দাম? প্রায় সাড়ে সতেরো লক্ষ টাকা!
শুক্রবার লখনউয়ের একানা স্টেডিয়ামে রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুর বিরুদ্ধে ম্যাচের সময় ঘটেছে এই ঘটনা । অভিষেক শর্মা শুরু থেকেই ঝড় তোলেন । ১৭ বলে দুশো স্ট্রাইক রেটে করেন ৩৪ রান । ৩টি বিশাল ছক্কা মারেন তিনি । তিনি এমন একটি ছক্কা মারলেন যে, মাঠে দাঁড়ানো গাড়ির কাচই ভেঙে গেল । এই ভিডিও সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে ।
সানরাইজার্স হায়দরাবাদ প্রথম ওভারে ৮ রান করেছিল । তারপর দ্বিতীয় ওভারে বোলিং করতে এলেন ভুবনেশ্বর কুমার । ওভারের পঞ্চম বলে অভিষেক ডিপ মিড উইকেটের ওপর দিয়ে আকাশছোঁয়া ছক্কা মারলেন । বল বাউন্ডারির ওপারে দাঁড়ানো টাটা কার্ভ গাড়ির সামনের কাচে গিয়ে পড়ে । গাড়ির উইন্ডস্ক্রিন ভেঙে যায় । এই ঘটনায় একানা স্টেডিয়ামে উপস্থিত হাজার হাজার মানুষ প্রবল চিৎকার করতে শুরু করে দেন ।
এই ঝাঁ চকচকে গাড়ি কে পাবেন?
আইপিএল ম্যাচে ‘টাটা কার্ভ’ গাড়ি স্পনসর হিসেবে দাঁড়িয়ে থাকে । এই গাড়ি সেই খেলোয়াড়কে দেওয়া হয় যিনি ‘কার্ভ সুপার স্ট্রাইকার অফ দ্য সিজন’ পুরস্কার জেতেন । এর অর্থ হল আইপিএল ২০২৫-এ অন্তত ১০০-এর বেশি বল খেলা খেলোয়াড়দের মধ্যে যার স্ট্রাইক রেট সবচেয়ে ভালো থাকবে, তাঁকে এই ঝাঁ চকচকে গাড়ি পুরস্কার হিসেবে দেওয়া হবে ।
Abhishek Sharma’s monster hit breaks a car’s glass! That’s not just a six, it’s a game-changer! #RCBvsSRH #AbhishekSharmapic.twitter.com/gzI2Rk8chN
— CricketX (@CatchOfThe40986) May 23, 2025
অভিষেক শর্মার কথা বললে, আইপিএল ২০২৫ সিজন তার জন্য মোটামুটি ভালই গিয়েছে । তিনি এখনও পর্যন্ত ১৩ ম্যাচে ৩৪-এর গড়ে ৪০৭ রান করেছেন । এই সিজনে তার স্ট্রাইক রেট প্রায় ১৯৩ । তিনি এই সিজনে একটি সেঞ্চুরি এবং ২টি হাফসেঞ্চুরি করেছেন । উল্লেখ্য, অভিষেক এখন আইপিএল ইতিহাসে কোনও ভারতীয় খেলোয়াড়ের দ্বারা সর্বোচ্চ রান সংগ্রহকারী খেলোয়াড় হয়ে উঠেছেন । তিনি পঞ্জাব কিংসের বিরুদ্ধে ম্যাচে ১৪১ রানের ইনিংস খেলেছিলেন ।
আরও দেখুন