NOW READING:
সাড়ে ১৭ লক্ষ টাকা দামি গাড়ির কাচ ভেঙে দিলেন অভিষেক শর্মা! আইপিএলে হইচই, রইল ভিডিও
May 23, 2025

সাড়ে ১৭ লক্ষ টাকা দামি গাড়ির কাচ ভেঙে দিলেন অভিষেক শর্মা! আইপিএলে হইচই, রইল ভিডিও

সাড়ে ১৭ লক্ষ টাকা দামি গাড়ির কাচ ভেঙে দিলেন অভিষেক শর্মা! আইপিএলে হইচই, রইল ভিডিও
Listen to this article


লখনউ: আইপিএলে (IPL 2025) হইচই ফেলে দিলেন সানরাইজার্স হায়দরাবাদের বিস্ফোরক ওপেনার অভিষেক শর্মা (Abhishek Sharma) । দামি গাড়ির কাচ ভেঙে দিলেন । গাড়ির দাম? প্রায় সাড়ে সতেরো লক্ষ টাকা!

শুক্রবার লখনউয়ের একানা স্টেডিয়ামে রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুর বিরুদ্ধে ম্যাচের সময় ঘটেছে এই ঘটনা । অভিষেক শর্মা শুরু থেকেই ঝড় তোলেন । ১৭ বলে দুশো স্ট্রাইক রেটে করেন ৩৪ রান । ৩টি বিশাল ছক্কা মারেন তিনি । তিনি এমন একটি ছক্কা মারলেন যে, মাঠে দাঁড়ানো গাড়ির কাচই ভেঙে গেল । এই ভিডিও সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে ।

সানরাইজার্স হায়দরাবাদ প্রথম ওভারে ৮ রান করেছিল । তারপর দ্বিতীয় ওভারে বোলিং করতে এলেন ভুবনেশ্বর কুমার । ওভারের পঞ্চম বলে অভিষেক ডিপ মিড উইকেটের ওপর দিয়ে আকাশছোঁয়া ছক্কা মারলেন । বল বাউন্ডারির ওপারে দাঁড়ানো টাটা কার্ভ গাড়ির সামনের কাচে গিয়ে পড়ে । গাড়ির উইন্ডস্ক্রিন ভেঙে যায় । এই ঘটনায় একানা স্টেডিয়ামে উপস্থিত হাজার হাজার মানুষ প্রবল চিৎকার করতে শুরু করে দেন ।

এই ঝাঁ চকচকে গাড়ি কে পাবেন?

আইপিএল ম্যাচে ‘টাটা কার্ভ’ গাড়ি স্পনসর হিসেবে দাঁড়িয়ে থাকে । এই গাড়ি সেই খেলোয়াড়কে দেওয়া হয় যিনি ‘কার্ভ সুপার স্ট্রাইকার অফ দ্য সিজন’ পুরস্কার জেতেন । এর অর্থ হল আইপিএল ২০২৫-এ অন্তত ১০০-এর বেশি বল খেলা খেলোয়াড়দের মধ্যে যার স্ট্রাইক রেট সবচেয়ে ভালো থাকবে, তাঁকে এই ঝাঁ চকচকে গাড়ি পুরস্কার হিসেবে দেওয়া হবে ।              

অভিষেক শর্মার কথা বললে, আইপিএল ২০২৫ সিজন তার জন্য মোটামুটি ভালই গিয়েছে । তিনি এখনও পর্যন্ত ১৩ ম্যাচে ৩৪-এর গড়ে ৪০৭ রান করেছেন । এই সিজনে তার স্ট্রাইক রেট প্রায় ১৯৩ । তিনি এই সিজনে একটি সেঞ্চুরি এবং ২টি হাফসেঞ্চুরি করেছেন । উল্লেখ্য, অভিষেক এখন আইপিএল ইতিহাসে কোনও ভারতীয় খেলোয়াড়ের দ্বারা সর্বোচ্চ রান সংগ্রহকারী খেলোয়াড় হয়ে উঠেছেন । তিনি পঞ্জাব কিংসের বিরুদ্ধে ম্যাচে ১৪১ রানের ইনিংস খেলেছিলেন ।

আরও দেখুন





Source link