বুধের বাজারে বড় সুযোগ, সস্তায় কিনতে পারবেন সোনা- কত কমল ২২ ক্যারাটের দাম ?

Estimated read time 1 min read
Listen to this article


Gold Price: সোনা আজই কিনে নিতে পারলে খুব সস্তায় পাবেন। আজ ৭ অগাস্ট বুধবারের বাজারে অনেকটাই দাম কমে গিয়েছে সোনার। গতকাল সকালের থেকে দুপুরে দাম (Gold Silver Price) বাড়লেও আজ সকালে ফের তা নেমে এসেছে। স্বস্তি পেয়েছেন গ্রাহকরা। আজ সোনা কিনতে গেলে কত খরচ পড়বে দেখে নিন রেটচার্টে। 

আজকে সোনার দর কত ? (৭ অগাস্ট, ২০২৪)








সোনা ওজন দাম (টাকায়)
২৪ ক্যারেট (Fine Gold 995)  ১ গ্রাম ৬৮৮৮
২২ ক্যারেট (কিনতে গেলে) ১ গ্রাম ৬৫৪৪
২২ ক্যারেট (বেচতে গেলে)  ১ গ্রাম ৬২৬৮
১৮ ক্যারেট  ১ গ্রাম ৫৩৭৩

 




রুপো (৯৯৯) ১ কেজি ৭৯,৮১৫

সোনা ও রুপো কেনার সময়ে উপরে উল্লিখিত দামের সঙ্গে আরও ৩ শতাংশ GST যুক্ত হবে। অর্থাৎ উপরে যে দামগুলি উল্লেখ করা হয়েছে তার সঙ্গে জিএসটি যুক্ত করা নেই।

যেকোনও অনুষ্ঠানে উপহার হোক বা পছন্দের বিনিয়োগ। সোনাই (Gold Price) বেশিরভাগের প্রথম পছন্দ। দেশের এক এক জায়গায় এক একদিন এক একরকম থাকে সোনা-রুপোর দর। প্রায় প্রতিদিনই ওঠানামা করে তা কিন্তু প্রতিদিনের দর জানতে ক্লিক করুন এবিপি লাইভে। 

সোনার দাম ফের কমল আজ

আজ বুধবার সোনার (Gold Rate Today) দাম সকালে গ্রাম প্রতি কমে গিয়েছে গতকালের থেকে। গতকাল দুপুরের পর ফের বেড়েছিল সোনার দাম। একইদিনে দুবার বদল হয়েছিল দামে। এখন ৭ অগাস্ট ২৪ ক্যারাট সোনার দাম বেশ কিছুটা কমে হয়েছে এখন ৬৮৮৮ টাকা। অন্যদিকে ২২ ক্যারাট সোনা বা গহনার সোনার দাম কমে হয়েছে ৬৫৪৪ টাকা। আজ সোনা (Gold Price Today) বিক্রি করতে গেলে ২২ ক্যারাট সোনার (Gold Rate Today) জন্য দাম পাবেন ৬২৬৮ টাকা। ১৮ ক্যারাট সোনার দাম আজ হয়েছে ৫৩৭৩ টাকা। বুধবারের বাজারে রুপোর দাম প্রতি কেজিতে ৭৯ হাজার ৮১৫ টাকা। রুপোর দাম আজ সকালে আবার বাড়ল। 

সোনার বিশুদ্ধতা কীসের ওপর নির্ভর করে
সোনা কতটা খাঁটি তা ক্যারাটের উপর নির্ভর করে। সবচেয়ে খাঁটি সোনা ২৪ ক্যারাটের হয়। এর অর্থ ওই সোনায় অন্য কোনও ধাতু মেশানো নেই। সোনার ক্যারেট যত কমবে সেই সোনায় তত বেশি খাদ মেশানো হয়। যেমন ১৮ ক্যারেটের সোনায় ৭৫ শতাংশ সোনা থাকে এবং ২৫ শতাংশ অন্য ধাতু থাকে।

তথ্যসূত্র: স্বর্ণশিল্প বাঁচাও কমিটি (SSBC)*

আরও পড়ুন: Bangladesh Crisis: বাংলাদেশের অশান্তির জের, দাম পড়তে পারে ভারতের এই স্টকগুলির

আরও দেখুন



Source link

JagoronBarta http://www.jagoronbarta.com

জাগরণ বার্তা হল একটি অগ্রণী অনলাইন সংবাদ পোর্টাল যা পশ্চিমবঙ্গের মানুষের কাছে নিরপেক্ষ, সঠিক এবং সময়োপযোগী সংবাদ পৌঁছে দেওয়ার জন্য নিবেদিত। আমরা এমন একটি প্ল্যাটফর্ম সরবরাহ করতে প্রতিশ্রুতিবদ্ধ যা বাংলার প্রকৃত কণ্ঠস্বরকে প্রতিফলিত করে এবং স্বাধীন সাংবাদিকতার গুরুত্বকে তুলে ধরে।

You May Also Like

More From Author

+ There are no comments

Add yours