এইচআইভি প্রতিরোধ এবং চিকিৎসা কর্মসূচির জন্য আন্তর্জাতিক তহবিলে কাটছাঁট গুরুতর সংকট সৃষ্টি করতে পারে। বৃহস্পতিবার ল্যানসেটে প্রকাশিত একটি গবেষণা যা বলছে, তা রীতিমতো গা শিউরে ওঠার মতো। এইচআইভি ( HIV )প্রতিরোধ এবং চিকিৎসার খাতে আন্তর্জাতিক তহবিল কমিয়ে ফেলার ফল হতে চলেছে ভয়াবহ। ২০৩০ সালের মধ্যে ১ কোটিরও বেশি মানুষ এইচআইভি-তে সংক্রমিত হয়ে পড়তে পারে। আর এর জেরে মারা যেতে পারেন প্রায় ৩০ লাখ মানুষ । বৃহস্পতিবার দ্য ল্যানসেট এইচআইভি জার্নালে প্রকাশিত এক গবেষণায় এমন আশঙ্কার করা শুনিয়েছেন মেলবোর্নের বার্নেট ইনস্টিটিউটের গবেষকরা।
এইচআইভি আক্রান্তদের চিকিৎসা ও এই ভাইরাসের বাড়বাড়ন্ত প্রতিরোধে বিশ্বব্যাপী একটি তহবিল রয়েছে। তাতে অর্থ জোগায় বিভিন্ন দেশ। কিন্তু আগামী বছরের মধ্যে সেই তহবিলে প্রায় ২৪ শতাংশ হ্রাস হতে চলেছে। আমেরিকা, ব্রিটেন, ফ্রান্স, জার্মানি এবং নেদারল্যান্ডস সহ বিভিন্ন দেশ ৮ থেকে ৭০ শতাংশ পর্যন্ত আর্থিক সাহায্য কমানোর ঘোষণা করেছে। তারপরই সিঁদুরে মেঘ দেখেছেন গবেষকরা। এই পাঁচটি দেশ সারা বিশ্বে এইচআইভি-র সংক্রমণ প্রতিরোধ ও আক্রান্তদের চিকিৎসায় ৯০ শতাংশেরও বেশি তহবিল সরবরাহ করে। কিন্তু এই খাতে আর্থিক সহায়তা এতটা কমে গেলে সারা বিশ্বেই প্রভাব পড়বে। আর তা অত্যন্ত ভয়াবহ।
এইচআইভি তহবিল কমানোর ফলে লক্ষ লক্ষ নতুন সংক্রমণ এবং মৃত্যুর ঝুঁকি ( Global HIV funding cuts )
গবেষকদের মতে, যদি আমেরিকা এবং ব্রিটেন সহ শীর্ষ পাঁচটি দেশের এই সিদ্ধান্তের ফলে ২০২৫ থেকে ২০৩০ সালের মধ্যে ৪৪ লাখ থেকে ১ কোটি ৮ লাখ অতিরিক্ত নতুন এইচআইভিতে সংক্রমিত হতে পারে। এছাড়া ৭ লাখ ৭০ হাজার থেকে ২৯ লাখ জনের মৃত্যু হতে পারে। ডোনাল্ড ট্রাম্পের শপথ গ্রহণের পর ২০ জানুয়ারি আমেরিকা এইচআইভি তহবিলে সবরকম সহায়তা বন্ধ করে দিয়েছে। অথচ এই খাতে বিশ্বে সবচেয়ে বেশি অবদানকারী দেশগুলির মধ্যে আমেরিকা ছিল অন্যতম।
এইচআইভি প্রতিরোধে আমেরিকার তহবিল কমানোর ফলে বড় প্রভাব
বার্নেট ইনস্টিটিউটের এই গবেষণার সঙ্গে যুক্ত ডাঃ ডেবরা টেন ব্রিঙ্ক বলেন , আমেরিকা এইচআইভি চিকিৎসা এবং প্রতিরোধের জন্য বিরাট অঙ্কের আর্থিক সাহায্য করত। কিন্তু বর্তমানে সহায়তা কমানোর ফলে অ্যান্টিরেট্রোভাইরাল থেরাপি, এইচআইভি পরীক্ষা এবং প্রতিরোধের জন্য প্রয়োজনীয় সুবিধাগুলি ব্যবহারে বাধা তৈরি হবে। এর ফলে খারাপ পরিস্থিতির শিকার হতে পারে মাদক সেবনকারী, বারবার একই সিরিঞ্জ ব্যবহারকারী, যৌনকর্মী ও আক্রান্ত শিশুরা।
Check out below Health Tools-
Calculate Your Body Mass Index ( BMI )
Calculate The Age Through Age Calculator
আরও দেখুন