হিন্দোল দে, কলকাতা: শিয়ালদা দক্ষিণ শাখার ঘুটিয়ারি শরিফ স্টেশনে আগুন। সকাল সাড়ে ১০টা নাগাদ ১ নম্বর প্ল্যাটফর্মে দোকানে আগুন লাগে। ৫-৭টি দোকানে আগুন ছড়িয়ে পড়ে। আতঙ্কিত হয়ে পড়েন যাত্রীরা। রীতিমতো হুড়োহুড়ি পড়ে যায়। ঘুটিয়ারি শরিফ স্টেশনে আগুন লাগায় শিয়ালদা দক্ষিণের ক্যানিং শাখায় ট্রেন চলাচল আপাতত বন্ধ রয়েছে। (Ghutiyari Station Fire)

রবিবার সকাল সাড়ে ১০টা নাগাদ এই অগ্নিকাণ্ড ঘটে বলে জানা গিয়েছে। ঘুটিয়ারি শরিফ স্টেশনের প্ল্যাটফর্মে আগুন ধরে যায়। অতি অল্প সময়ের মধ্যেই বিধ্বংসী আকার ধারণ করে ওই আগুন। ঘটনাস্থল থেকে যে ছবি এবং ভিডিও সামনে এসেছে, তাতে দাউ দাউ করে জ্বলতে দেখা গিয়েছে আগুনের লেলিহান শিখা। আতঙ্কিত মানুষজনকেও ছুটোছুটি করতে দেখা যায়। (Sealdah-Canning Route)

স্থানীয় সূত্রে জানা গিয়েছে, আজ সকালে ঘুটিয়ারি শরিফ স্টেশনের এক নম্বর প্ল্যাটফর্মে আগুন লাগে। এই ঘুটিয়ারি শরিফ স্টেশন ক্যানিং লাইনের মধ্যে পড়ে। ওই স্টেশনের প্ল্যাটফর্মে আগুন লাগায় শিয়ালদা থেকে ক্যানিং এবং ক্যানিং থেকে শিয়ালদামুখী ট্রেনগুলির চলাচল বিঘ্নিত হয়েছে। যাত্রী নিরাপত্তার কথা মাথায় রেখে আপাতত ট্রেন চলাচল বন্ধ রাখা হয়েছে বলে খবর। 

আরও পড়ুন: Jadavpur Fire: পুজোর মুখে যাদবপুরের এই দোকানে ভয়াবহ আগুন, পুড়ে ছাই সব

এদিন সকালে ঘুটিয়ারি শরিফ স্টেশনের এক নম্বর প্ল্যাটফর্মের উপর অবস্থিত একটি দোকানে আগুনে লাগে বলে জানা গিয়েছে। দ্রুত ওই আগুন ছড়িয়ে পড়ে। ফলে প্ল্যাটফর্মে উপস্থিত মানুষ আতঙ্কিত হয়ে পড়েন। শুরু হয় হুড়োহুড়ি। খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে আসে দমকল বাহিনী। দমকলের কর্মীরা আগুন নেভানোর চেষ্টা করছেন, তাতে হাত লাগিয়েছেন প্ল্যাটফর্মে উপস্থিত মানুষজনও।

এই অগ্নিকাণ্ডের ফলে প্ল্যাটফর্মের উপর বেশ কয়েকটি দোকান ভস্মীভূত হয়ে গিয়েছে বলে খবর। তবে কী থেকে আগুন লাগল এখনও পর্যন্ত জানা যায়নি নিশ্চিত ভাবে। বেলা সাড়ে ১১টা পর্যন্ত আগুন নিয়ন্ত্রণে আসেনি। প্ল্যাটফর্মে ট্রেন ঢুকলে ওই আগুন কামরা পর্যন্ত পৌঁছে যেতে পারে বলে আশঙ্কা দেখা দেয়। তার দরুণই রেল কর্তৃপক্ষ ট্রেন চলাচলা সাময়িক বন্ধ রাখার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

এর আগে, গত ২৮ জুলাই ডায়মন্ড হারবার লোকালে আগুন ধরে যায়। সুভাষগ্রাম স্টেশনে যাত্রীদের মধ্যে হুড়োহুড়ি বাধে। শিয়ালদা দক্ষিণ শাখায় বারুইপুরগামী ট্রেন চলাচল বন্ধ হয়ে পড়ে এই ঘটনার জেরে। যান্ত্রিক ত্রুটির কারণে আগুনের ফুলকি দেখা যায় বলে খবর রেল সূত্রে। বেশ কয়েক ঘণ্টা বন্ধ ছিল ট্রেন চলাচল।

আরও দেখুন



Source link

Shares:
Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *