# Tags
#Blog

Anshuman Gaekwad Death: শরীরে বাসা বেঁধেছিল ক্য়ানসার, প্রয়াত অংশুমান গায়কোয়াড়

Anshuman Gaekwad Death: শরীরে বাসা বেঁধেছিল ক্য়ানসার, প্রয়াত অংশুমান গায়কোয়াড়
Listen to this article


জি ২৪ ঘন্টা ডিজিটাল ব্যুরো: শরীরে বাসা বেঁধেছিল মারণ রোগ। রক্তের ক্য়ানসারে ভুগছিলেন দীর্ঘদিন। প্রয়াত প্রাক্তন ভারতীয় ক্রিকেটার আংশুমান  গায়কোয়াড়।  বয়স হয়েছিল ৭১ বছর।

আরও পড়ুন:  No.1 Test Batter: টেস্টে এখন বিশ্বের ১ নম্বর কে? চমকে দেবেন তৃতীয়জন ! প্রথম পাঁচে নেই একজনও ভারতীয়

ক্যানসারের বিরুদ্ধে লড়াইয়ে একসময়ের সতীর্থের পাশে দাঁড়িয়েছিলেন মহিন্দর অমরনাথ, সুনীল গাওস্কর, সন্দীপ পাটিল, দিলীপ বেঙ্গসরকার, মদন লাল, রবি শাস্ত্রী ও কীর্তি আজাদরা। গায়কোয়াড়ের চিকিত্‍সার জন্য় নিজের পেনশনের টাকা খরচ করার সিদ্ধান্ত নিয়েছিলেন কপিল দেবও। ভারতীয় ক্রিকেট বোর্ডকেও এগিয়ে আসার অনুরোধ করেছিলেন তিনি। 

তখন ইংল্য়ান্ডে চিকিত্‍সা চলছিল গায়কোয়াড়ের। মাস খানেক আগে দেশে ফিরিয়ে আনা হয় তাঁকে। তারপর থেকে নিজের শহর চিকিত্‍সাধীন ছিলেন ভারতীয় দলের প্রাক্তন এই ক্রিকেটার। শেষ নিঃশ্বাস ত্যাগ করলেন আজ, বুধবার।

ভারতের হয়ে ৪০টি টেস্টে খেলেছেন গায়কোয়াড়। ১৯৭৪ সালে ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে ভারতীয় দলের অভিষেক হয় তাঁর। জাতীয় দলের প্রথম ম্যাচ খেলেছিলেন ইডেনে।  ৪০টি টেস্টে ৩০.০৭ গড়ে ১৯৮৫ রান করেছেন। । শতরান করেছেন দু’টি, অর্ধশতরান ১০টি।  সর্বোচ্চ রান ২০১। দেশের হয়ে ১৫ একদিনের ম্যাচও খেলেছেন তিনি। । ২০.৬৯ গড়ে ২৬৯ রান করেছেন।  প্রথম শ্রেণির ক্রিকেটে ২০৬টি ম্যাচে ১২১৩৬ রান করেছেন। ৩৪টি শতরান রয়েছে।

আরও পড়ুন:  Lovlina Borgohain | Deepika Kumari | Paris Olympics 2024: পদক থেকে একধাপ দূরে আগুনে লভলিনা, শেষ ষোলোয় চারবারের অলিম্পিয়ান দীপিকাও

(দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির টাটকা খবর, আপডেট এবং ভিডিয়ো পেতে ডাউনলোড-লাইক-ফলো-সাবস্ক্রাইব করুন আমাদের AppFacebookWhatsapp ChannelX (Twitter)YoutubeInstagram পেজ-চ্যানেল)





Source link

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *

Review Your Cart
0
Add Coupon Code
Subtotal