# Tags
#Blog

Fake Passport: শহরেই তৈরি হচ্ছিল বাংলাদেশিদের জন্য জাল পাসপোর্ট, ২ পড়ুয়া-সহ গ্রেফতার ৩

Fake Passport: শহরেই তৈরি হচ্ছিল বাংলাদেশিদের জন্য জাল পাসপোর্ট, ২ পড়ুয়া-সহ গ্রেফতার ৩
Listen to this article


রণয় তিওয়ারি: খোদ কলকাতায় বসে চলছিল জাল পাসপোর্ট তৈরির কারবার। এর জন্য নেওয়া হত বিপুল টাকা। এরকমই এক চক্রের সন্ধান পেল কলকাতা পুলিস। গুরুত্বপূর্ণ বিষয় হল ওইসব পাসপোর্ট চলে যেত বাংলাদেশিদের হাতে। এরকম ভুয়ো পাসপোর্ট বানানো হয়েছে শয়ে শয়ে।

আরও পড়ুন-ধনঞ্জয়ের ফাঁসি ভুল ছিল, ন্যায়ের দাবিতে শুরু আন্দোলন

জাল পাসপোর্ট বানিয়ে দেওয়ার অভিযোগে ৩ জনকে গ্রেফতার করেছে পুলিস। এদের মধ্যে ২ জন কলেজ পড়ুয়া বলে জানা যাচ্ছে। কমপক্ষে ২৫০টি  ভুয়ো পাসপোর্ট বানিয়ে দেওয়া হয়েছে বলে অভিযোগ উঠছে। এক একটি পাসপোর্ট বানিয়ে দেওয়ার জন্য নেওয়া হত ২ লাখ টাকা।

ভবানীপুর থানায় এক অভিযোগের ভিত্তিতে পুলিসের কাছে খবর আসে শহরে জাল পাসপোর্ট তৈরি হচ্ছে। সোর্স মারফত খবর পেয়ে জাল পাসপোর্ট তৈরির অভিযোগে প্রথম ১ জনকে গ্রেফতার করা হয়। নাম রিপন বিশ্বাস। তারপর রিপনকে জেরা করে আরও ২ জনের সন্ধান পায় পুলিস। জানা যাচ্ছে ওইসব পাসপোর্ট চলে যেত বাংলাদেশিদের হাতে। তাদের কাছ থেকে নেওয়া হত ২ লাখ টাকা। ওই ৩ জনকে আজ আদালতে তোলা হলে তাদের ২০ ডিসেম্বর পর্যন্ত পুলিস হেফাজতের নির্দেশ দেন বিচারক।

পুলিস সূত্রে খবর ৩ জন নয় ভুয়ো পাসপোর্ট তৈরির কাজ করে একটি চক্র। কিন্তু সেই চক্রের মাথা কে তারই এখন খোঁজ করছে পুলিস। ওই পাসপোর্টে কোথায় কোথায় পৌঁছে গিয়েছে তার খোঁজ শুরু হয়েছে। 

(দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির টাটকা খবর, আপডেট এবং ভিডিয়ো পেতে ডাউনলোড-লাইক-ফলো-সাবস্ক্রাইব করুন আমাদের AppFacebookWhatsapp ChannelX (Twitter)YoutubeInstagram পেজ-চ্যানেল)





Source link

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *

Review Your Cart
0
Add Coupon Code
Subtotal