জি ২৪ ঘণ্টা ডিজিটাল ব্যুরো: ডোনাল্ড ট্রাম্প(Donald Trump) এবং ইলন মাস্কের(Elon Musk) সম্পর্কের মধ্যে যে ফাটল, তা গোটা বিশ্বের জানা। আর তার জেরেই শোনা গিয়েছিল বিশ্বের অন্যতম ধনকুবের মাস্ক নিজের আলাদা রাজনৈতিক দল গঠন করতে পারেন। এবার সেই জল্পনাতেই শিলমোহর পড়ল। মার্কিন যুক্তরাষ্ট্রে নতুন রাজনৈতিক দলের ঘোষণা করলেন ইলন মাস্ক। দলের নাম ‘আমেরিকা পার্টি(America Party)।’
বিলিয়নিয়ার উদ্যোক্তা ও টেক জায়ান্ট এলন মাস্ক তাঁর নিজস্ব সোশ্যাল মিডিয়া মাধ্যম এক্স হ্যান্ডেলে তাঁর নতুন রাজনৈতিক দলের ঘোষণা করেছে। এই ঘোষণার পিছনে রয়েছে মাস্ক ও প্রাক্তন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের মধ্যে প্রকাশ্য বিরোধ। এই বিরোধের জেরে মাস্ক প্রশাসন থেকে সরে দাঁড়ান। এবং ‘ডিপার্টমেন্ট অফ গভর্নমেন্ট এফিসিয়েন্সি’ (DOGE) থেকেও পদত্যাগ করেন, যার অস্তিত্ব এখন আর নেই। DOGE-তে মাস্ক সরকারী খরচ কমানোর কাজ করছিলেন।
By a factor of 2 to 1, you want a new political party and you shall have it!
When it comes to bankrupting our country with waste & graft, we live in a one-party system, not a democracy.
Today, the America Party is formed to give you back your freedom. https://t.co/9K8AD04QQN
— Elon Musk (@elonmusk) July 5, 2025
আরও পড়ুন:Bengal Weather Update: গভীর নিম্নচাপের তাণ্ডব! ভারী বৃষ্টি কলকাতা-সহ সাত জেলায়…
ইলন মাস্ক নতুন দলের ঘোষণার সঙ্গে আরও জানান, তিনি ‘আমেরিকা পার্টি’ গঠন করেছেন যাতে জনগণ আবার স্বাধীনভাবে সিদ্ধান্ত নিতে পারে। তিনি বলেন, তাঁর করা এক অনলাইন জরিপে দেখা গিয়েছে, দুই-তৃতীয়াংশ মানুষ চায় একটি নতুন রাজনৈতিক পথ।
মাস্ক তাঁর ঘোষণায় যুক্তরাষ্ট্রের বর্তমান রাজনৈতিক ব্যবস্থার কঠোর সমালোচনা করেন। তিনি বলেন, ‘আমাদের দেশকে অপচয় ও দুর্নীতির মাধ্যমে দেউলিয়া করে দেওয়ার প্রশ্নে, আমরা আসলে এক-দলীয় ব্যবস্থায় বাস করছি, কোনও গণতন্ত্রে নয়।’ আরেকটি পোস্টে তিনি আরও বিস্তারিতভাবে জানান, তিনি ‘আমেরিকা পার্টি’-র মাধ্যমে এই ব্যবস্থাকে চ্যালেঞ্জ করতে চান এবং জনগণকে একটি নতুন রাজনৈতিক পথ দিতে চান।
আরও পড়ুন:Ajker Rashifal | Horoscope Today: আবেগী হয়ে কোনও সিদ্ধান্ত নেবেন না বৃষ, নিজের উপর ভরসাই হাতিয়ার তুলার…
উল্লেখ্য, ৪ জুলাই মার্কিন যুক্তরাষ্ট্রের স্বাধীনতা দিবসের দিন ইলন মাস্ক এক্স হ্যান্ডেলে একটি পোল তৈরি করেন। যেখানে তিনি তাঁর নতুন দল তৈরির জন্য সাধারণ মানুষের মতামত জানতে চান। তিনি লেখেন, ‘স্বাধীনতা দিবসেই তো উপযুক্ত সময় জিজ্ঞেস করার—আপনি কি দুই-দলীয় (বা যাকে অনেকে ‘ইউনিপার্টি’ বলে) রাজনৈতিক ব্যবস্থার থেকে স্বাধীনতা চান? আমাদের কি ‘আমেরিকা পার্টি’ গঠন করা উচিত?’ সেই জরিপে ৬৫.৮% মানুষ নতুন দল গঠনের পক্ষে রাজি হয়।
(দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির টাটকা খবর, আপডেট এবং ভিডিয়ো পেতে ডাউনলোড-লাইক-ফলো-সাবস্ক্রাইব করুন আমাদের App, Facebook, Whatsapp Channel, X (Twitter), Youtube, Instagram পেজ-চ্যানেল)