ঘন কুয়াশার দাপট, কাটোয়ায় বন্ধ ফেরি পরিষেবা; ভোগান্তি যাত্রীদের
<p><strong>রানা দাস, কাটোয়া:</strong> কলকাতা থেকে জেলা, রাজ্যের বিভিন্ন জায়গায় আজও কুয়াশার দাপট। ঘন কুয়াশার কারণে দৃশ্যমানতা কম থাকায়, গণ পরিবহণে তার প্রভাব পড়েছে। পূর্ব বর্ধমানের কাটোয়ায় সকাল থেকে বন্ধ ফেরি পরিষেবা। </p>
<p>ভোর থেকে ঘন কুয়াশার চাদরে ঢেকেছে কাটোয়া শহর। দৃশ্যমানতা কম থাকায় সড়ক পথ ও জলপথে তার প্রভাব পড়েছে। এক হাত দূরের জিনিসও দেখা যাচ্ছে না। দুর্ঘটনা এড়াতে বন্ধ রাখা হয়েছে কাটোয়া-শাঁখাই, ও কাটোয়া-বল্লভপাড়া ফেরিঘাট। কাটোয়া-শাঁখাই ঘাটটি কেতুগ্রাম সহ বীরভূম ও মুর্শিদাবাদের একাংশের সঙ্গে যোগাযোগ রক্ষাকারী ফেরিঘাট। অন্যদিকে কাটোয়া-বল্লভপাড়া ফেরিঘাটটি নদিয়ার সঙ্গে যোগাযোগকারী একমাত্র ফেরিঘাট। কুয়াশার দাপটে ফেরি চলাচল বন্ধ থাকায় সমস্যায় বহু যাত্রী। </p>
<p><strong>আবহাওয়ার আপডেট: </strong>শুক্রবার ঘন কুয়াশার দাপট থাকবে উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা, পূর্ব ও পশ্চিম বর্ধমান, বীরভূম, মুর্শিদাবাদ, নদিয়া এই সাত জেলাতে। সকাল সন্ধেয় থাকলেও শীতের আমেজ শীত উধাও দিনে। সর্বনিম্ন তাপমাত্রা আগামী ২৪ ঘণ্টায় আরও একটু বাড়তে পারে। একের পর এক পশ্চিমী ঝঞ্ঝায় উত্তুরে হাওয়ায় বাধা। অবাধ উত্তুরে হাওয়ায় বাধা। জাঁকিয়ে শীতের সম্ভাবনা আপাতত নেই। তবে শীতের আমেজ থাকবে। শীতের আমেজ বাড়বে আগামী সপ্তাহের শুরুতে। পারদ ফের নিম্নমুখী হতে পারে রবিবার। রবিবার থেকে দু-তিনদিনে ৪ ডিগ্রি পর্যন্ত তাপমাত্রা কমতে পারে। </p>
<p>এদিকে খারাপ আবহাওয়ার কারণ দেখিয়ে শেষ মুহূর্তে বিমান বাতিলের অভিযোগ। আর তাকে ঘিরে উত্তেজনা ছড়াল কলকাতা বিমানবন্দরে। বেসরকারি উড়ান সংস্থা স্পাইস জেটের কর্মীদের বিরুদ্ধে ক্ষোভ উগরে দিলেন যাত্রীরা। যাত্রীদের একাংশের অভিযোগ, ভোর ৫টা ৫৫-র ফ্লাইটের জন্য বোর্ডিং পাস ইস্যু করা হয়েছিল। কিন্তু <br />একেবারে শেষ মুহূর্তে জানানো হয় ঘন কুয়াশায় খারাপ আবহাওয়ার কারণে ওই উড়ান বাতিল করা হয়েছে। যাত্রীদের অভিযোগ, বিকল্প বিমানের কোনও ব্যবস্থা না করে, সংস্থার কর্মীদের তরফে শুধুমাত্র ভাড়ার টাকা রিফান্ডের আশ্বাস দেওয়া হয়। ক্ষুব্ধ যাত্রীদের প্রশ্ন, বিমান বাতিলের কথা আগে থাকতে কেন জানানো হল না? এবিষয়ে স্পাইস জেট কর্তৃপক্ষের কোনও প্রতিক্রিয়া মেলেনি। </p>
<p><strong>আরও পড়ুন: <a title="Bandel School: স্কুলের ভেতর প্রাচীন বিষ্ণু মূর্তি উদ্ধার, বেলে পাথরের তৈরি বলে জানাল ASI" href="https://bengali.abplive.com/district/hooghly-news-bandel-post-gupta-era-vishnu-idol-discovered-1116781" target="_self">Bandel School: স্কুলের ভেতর প্রাচীন বিষ্ণু মূর্তি উদ্ধার, বেলে পাথরের তৈরি বলে জানাল ASI</a></strong></p>
Source link