দাম্বুলা: ২০২ রানের লক্ষ্য কখনই সহজ ছিল না। ভারতের বিরুদ্ধে (IND vs UAE) কিন্তু তেমন লড়াইটুকুও করতে পারলেন না সংযুক্ত আরব আমিরশাহির ব্যাটাররা। ভারতীয় স্পিনারদের দাপটে নির্ধারিত ২০ ওভারে সাত উইকেটের বিনিময়ে ১২৩ রানেই থেমে গেল তাঁদের লড়াই। অধিনায়ক ঈশা ওজ়া খানিক লড়াই করলেও, যোগ্য সঙ্গের অভাবে ৭৮ রানের বিরাট ব্যবধানে হারতে হল তাঁর দলকে। মহাদেশের সেরা (Women’s Asia Cup 2024) হওয়ার লড়াইয়ে দুইয়ে দুই করে সেমিফাইনালের পথে কিন্তু হরমনপ্রীত কৌরের নেতৃত্বাধীন ভারতীয় দল এক পা বাড়িয়েই রাখল। 

শুরু থেকেই ভারতীয় বোলারদের নিয়ন্ত্রিত বোলিংয়ে আমিরশাহির ব্যাটাররা রানের গতি বাড়াতে ব্যর্থ হন। সেই লক্ষ্যেই ১১ রানে প্রথম উইকেটও হারায় আমিরশাহি। ওপেনার তীর্থ সতীশকে চার রানে সাজঘরে ফেরান রেণুকা। রাজীথকে ফেরান পূজা বস্ত্রকর। ৩৬ রানেই তিন উইকেট হারিয়ে ফেলে আমিরশাহি। ঈশা কার্যত একাই লড়ছিলেন। তবে তাঁর ৩৮ রানের ইনিংস সমাপ্ত করেন এই ম্যাচেই আন্তর্জাতিক টি-টোয়েন্টিতে নিজের অভিষেক ঘটানো তনুজা কানওয়ার। তিনি চার ওভারে ১৪ রানের বিনিময়ে এক উইকেট নিয়ে নিজের দুরন্ত স্পেল শেষ করেন।

 

নিয়মিত ব্যবধানে উইকেট হারিয়ে আমিরশাহি কখনও ভারতীয় বোলারদের তেমন চাপেই ফেলতে পারেনি। শেষের দিকে কভিশা ৪০ রানের ইনিংস খেলেন বটে, তবে ততক্ষণে ম্যাচ আমিরশাহির নাগাল থেকে বেরিয়েই গিয়েছিল। বল হাতে শুরুটা যেখানে রেণুকারা করেন, সেখানে শেষটা দীপ্তি শর্মা (Deepti Sharma) করেন। আমিরশাহির মিডল অর্ডারকে প্রভাব বিস্তার করতেই দেননি তিনি। ২৩ রানের বিনিময়ে দুই উইকেট নিয়ে ম্যাচে ভারতের সফলতম বোলার তিনিই। দুরন্ত ব্যাটিংয়ে ভারতের জয়ের ভিত গড়ে দেওয়ার জন্য ম্যাচ সেরা নির্বাচিত হন রিচা ঘোষ। তিনি মাত্র ২৯ বলে অপরাজিত ৬৪ রানের ইনিংস খেলেছিলেন।

আপনার পছন্দের খবর আর আপডেট পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে।

আরও পড়ুন: এশিয়া কাপের মাঝেই বড় ধাক্কা ভারতীয় শিবিরে, টুর্নামেন্ট থেকেই ছিটকে গেলেন তারকা বোলার 

আরও দেখুন





Source link

Shares:
Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *