টোকিও: তীব্র ভূমিকম্পে কেঁপে উঠল জাপান। রিখটার স্কেলে কম্পনের তীব্রতা ছিল ৭.১। জাপানের দক্ষিণের কিয়ুশু দ্বীপে তীব্র কম্পন অনুভূত হয়। এর ফলে দেশে সুনামি সতর্কতা জারি হয়েছে। এখনও পর্যন্ত যে খবর সামনে এসেছে, সেই অনুযায়ী, পর পর ৬.৯ এবং ৭.১ তীব্রতার ভূমিকম্পে কেঁপে ওঠে জাপান। এখনও পর্যন্ত হতাহতের খর মেলেনি যদিও। তবে ব্যাপক ক্ষয়ক্ষতির আশঙ্কা করা হচ্ছে। বিশদ তথ্য় এখনও পর্যন্ত মেলেনি। (Japan Earthquake)
জাপানের আবহাওয়া দফতর জানিয়েছে, জাপানের দক্ষিণের কিয়ুশু দ্বীপের পূর্বে, ভূগর্ভের ৩০ কিলোমিটার থেকে কম্পনের উৎপত্তি। জাপান সরকারের তরফে ভূমিকম্প পরিস্থিতি মোকাবিলার জন্য বিশেষ টাস্কফোর্স গঠন করা হয়েছে। তারা পরিস্থিতি খতিয়ে দেখছে। পৃথিবীর অন্যতম ভূমিকম্পপ্রবণ দেশ জাপান। কারণ সেখানে মাটির নীচের টেকটোনিক পাতগুলি সবচেয়ে সক্রিয়। তাই সেখানকার বাড়িঘর বিশেষ প্রযুক্তি ব্যবহার করে তৈরি হয়, যাতে তীব্র কম্পন সহ্য করেও টিকে থাকে সেগুলি। (Japan Tsunami Alert)
ভূবিজ্ঞানীরা জানিয়েছেন, ১২ কোটি ৫০ লক্ষ মানুষের বাস জাপানে। বছরে সেখানে কমপক্ষে ১৫০০ বার ভূমিকম্প হয়। অধিকাংশ ক্ষেত্রে ভূমিকম্পের তীব্রতা তত বেশি হয় না। তবে অঞ্চল বিশেষে ভূমিকম্পের প্রভাব ভিন্ন ভিন্ন। ভূগর্ভের কত গভীরে কম্পন সৃষ্টি হচ্ছে, তার উপরও নির্ভর করে ভূমিকম্পের তীব্রতা।
🚨🇯🇵FOOTAGE SHOWS 7.1 MAG EARTHQUAKE IN JAPAN
Strong shaking has been reported in the Miyazaki Prefecture on southern Japan’s Kyushu Island.
Tsunamis of up to 20cm are already being recorded in the region.
pic.twitter.com/wFJfeuC3xC https://t.co/QcAptvheRK
— Mario Nawfal (@MarioNawfal) August 8, 2024
সোশ্যাল মিডিয়ায় বেশ কিছু ছবি এবং ভিডিও সামনে এসেছে। কোথায় রাস্তায় দাঁড়ানো সারি সারি গাড়ি চোখে পড়ছে। গাড়ির ভিতর থেকে ক্যামেরা তার করে রয়েছেন এক ব্যক্তি, যাতে সামনের সবকিছু দুলতে দেখা যাচ্ছে। একই ভাবে, একটি শপিং মলের ভিতর আতঙ্কিত মানুষজনকে দেখা গিয়েছে। একের পর এক শোরুমে জামাকাপড় যখন দুলছে, রেলিং ধরে মাটিতে বসে থাকতে দেখা গিয়েছে মানুষজনকে।
🇯🇵 There was a 6.9 magnitude earthquake south of Miyazaki. Tsunami warning issued for parts of Japan#japan #地震 pic.twitter.com/shIeQA0S4O
— Eren 𝕮🇹🇷 (@Eren50855570) August 8, 2024
এর আগে, নতুন বছরের প্রথম দিনই ভূমিকম্পে কেঁপে ওঠে জাপান, তাতে ২৬০ জন মারা যান। ভূমিকম্পের পর বিভিন্ন ঘটনায় আরও ৩০ জন মারা যান। সেবার ভূমিকম্পের পর, একের পর এক আফটারশকও অনুভূত হয়। বহু বাড়িঘর ধূলিসাৎ হয়ে যায়। ২০১১ সালের মার্চ মাসে সবচেয়ে ভয়াবহ পরিস্থিতি দেখা দেয়। সেবার কম্পনের তীব্রতা ছিল ৯.০। সেবার ১৮ হাজার ৫০০ মানুষ মারা যান এবং নিখোঁজ হয়ে যান।
২০১১ সালের ভূমিকম্পে জাপানের ফুকুশিমা পরমাণু কেন্দ্রের তিনটি রিয়্যাক্টরও ক্ষতিগ্রস্ত হয়, যা বিশ্বযুদ্ধ পরবর্তী সবচেয়ে বড় বিপর্যয় বলে ঘোষিত হয়। ১১২ বিলিয়ন ডলারের ক্ষয়ক্ষতি হয় জাপানে।
আরও পড়ুন: Bangladesh News: পদ্মাপারে ফের অশান্তি, ঢাকায় পুড়ে ছাই অবসরপ্রাপ্ত মেজরের বাড়ি
আরও দেখুন