কলকাতা: ফের পশ্চিমী ঝঞ্ঝার পূর্বাভাস। এদিকে সপ্তাহ পেরোলেই দোল উৎসব, তার আগেই ভোল বদলাবে ফের প্রকৃতি ? ফের দেখতে হবে কি দামাল রূপ ? আসলে এখনও উপকূলবর্তী এলাকার মানুষ স্বস্তির নিঃশ্বাস নিতে পারেনি। তার আগেই এহেন খবরে, উদ্বেগ হয় বইকি ! কী বলছে হাওয়া অফিস ?
আবহাওয়া দফতর সূত্রে খবর, আগামী ৯ মার্চ রবিবার নতুন করে পশ্চিমী ঝঞ্ঝা আসতে চলেছে। আসামে রয়েছে ঘূর্ণাবর্ত। আরও একটি ঘূর্ণাবর্ত মালদ্বীপ সংলগ্ন এলাকায় অবস্থান করছে। হাওয়া অফিস জানিয়েছে, উত্তরবঙ্গের পার্বত্য জেলাগুলিতে হালকা বৃষ্টির সম্ভাবনা রয়েছে। বিক্ষিপ্তভাবে এই বৃষ্টি হতে পারে উত্তরবঙ্গের চার জেলায়। আজ ও আগামীকাল দার্জিলিং এ হালকা বৃষ্টির সম্ভাবনা। বজ্রবিদ্যুৎ-সহ বিক্ষিপ্তভাবে হালকা বৃষ্টি হতে পারে। আগামীকাল দার্জিলিং এর সঙ্গে কালিম্পংয়ের পার্বত্য এলাকাতেও হালকা বৃষ্টির পূর্বাভাস। শুক্রবার, শনিবার, রবিবার এই তিন দিন বজ্রবিদ্যুৎ-সহ হালকা বৃষ্টির সম্ভাবনা দার্জিলিং ও কালিম্পং পার্বত্য এলাকায়। বৃষ্টির পরিমাণ বাড়বে শনিবার। চার জেলায় বজ্রবিদ্যুৎসহ বৃষ্টি হতে পারে। দার্জিলিং ও কালিম্পং জেলার সঙ্গে আলিপুরদুয়ার ও জলপাইগুড়ি জেলাতেও হালকা বৃষ্টির পূর্বাভাস আলিপুর আবহাওয়া দফতরের।
আরও পড়ুন, বাচ্চাকে কোলে নিয়ে আত্মঘাতী বাবা ? ‘যখন জানলাটা খুলি..’ হালতুকাণ্ডে হাড় হিম করা তথ্য় !
আরও দেখুন