CPIM News: প্রয়াত বুদ্ধদেব ভট্টাচার্যI প্রয়াত রাজ্যের প্রাক্তন মুখ্যমন্ত্রী বুদ্ধদেব ভট্টাচার্যI ৮০ বছর বয়সে প্রয়াত প্রাক্তন মুখ্যমন্ত্রী বুদ্ধদেব ভট্টাচার্যI আজ সকাল ৮টা ২০-তে প্রয়াত হন বুদ্ধদেব ভট্টাচার্য পাম অ্যাভিনিউয়ের বাড়িতেই শেষ নিঃশ্বাস ত্যাগ প্রাক্তন মুখ্যমন্ত্রীরI দীর্ঘদিন ধরেই ফুসফুসে সংক্রমণে ভুগছিলেন বুদ্ধবাবুI গতকাল থেকেই শারীরিক অবস্থার অবনতিI ২০০০ থেকে ২০১১ পর্যন্ত বাংলার মুখ্যমন্ত্রী ছিলেন বুদ্ধদেব ভট্টাচার্যI  আরও খবর,  অশান্ত বাংলাদেশে কোথাও জেল ভেঙে দুশোরও বেশি বন্দি পালাচ্ছে, কোথাও খুন করে রাস্তায় ফেলে দেওয়া হচ্ছে, কোথাও চলছে লুঠতরাজ। গতকালই দেশের অন্তর্বর্তী সরকারের প্রধানের নাম ঘোষণা করেছেন বাংলাদেশের রাষ্ট্রপতি। নতুন সরকারের দায়িত্ব নিতে কাল ঢাকায় পৌঁছচ্ছেন নোবেলজয়ী অর্থনীতিবিদ মহম্মদ ইউনূস। অন্তবর্তী সরকারের প্রধান হিসাবে কালই শপথ নিতে পারেন তিনি। এখন তিনি এই নৈরাজ্যের ওপর লাগাম টেনে, বাংলাদেশকে ছন্দে ফেরাতে পারেন কিনা, সেদিকেই তাকিয়ে আন্তর্জাতিক মহল।



Source link

Shares:
Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *