NOW READING:
Waqf Amendment Bill | Mamata Banerjee: ‘আমরা ওয়াকফের জন্য লড়াই করছি’!
April 2, 2025

Waqf Amendment Bill | Mamata Banerjee: ‘আমরা ওয়াকফের জন্য লড়াই করছি’!

Waqf Amendment Bill | Mamata Banerjee: ‘আমরা ওয়াকফের জন্য লড়াই করছি’!
Listen to this article


জি ২৪ ঘণ্টা ডিজিটাল ব্যুরো: সংসদে ওয়াকফ বিল।  বিতর্ক চলছে। ভোটাভুটি হলে বিরোধীরা যখন একযোগে এই বিলের বিরুদ্ধে ভোট দেওয়ার সিদ্ধান্ত নিয়েছেন, তখন বিজেপি নিশানা করলেন মুখ্যমন্ত্রী। বললেন, ‘জুমলা পার্টির একটাই কর্মসূচি দেশকে ভাগ করা।  তারা ডিভাইট অ্যান্ড রুল নীতিতে বিশ্বাস করে, আমরা করি না’।

Zee ২৪ ঘণ্টার সব খবরের আপডেটে চোখ রাখুন। ফলো করুন Google News

গত বছরের অগাস্টে সংসদে ওয়াকফ সংশোধনী বিল পেশ করেছিলেন কেন্দ্রীয় সংখ্যালঘু বিষয়ক মন্ত্রী কিরেণ রিজজু।  তখন এই বিলের বিভিন্ন ধারা নিয়ে আপত্তি তোলে বিরোধীরা।  শেষপর্যন্ত বিলটি পাঠিয়ে দেওয়া হয় সংসদের যৌথ সংসদীয় কমিটিতে।  ওয়াকফ সংশোধনী বিলের খসড়া অনুমোদন করে দিয়েছে সংসদীয় যৌথ কমিটি। এরপর নিয়মমাফিক আজ, বুধবার ফের বিলটি পেশ করা হল লোকসভায়। 

মুখ্যমন্ত্রী বলেন,  ‘আমরা ওয়াকফের জন্য লড়াই করছি। আমরা সংবিধানকে মানি। আগে সংবিধানকে শ্রদ্ধা কর, তারপর কারও অধিকার কেড়। মনে রাখবেন, ধর্ম যার যার আপনার, উত্‍সব কিন্তু সবার। পরিষ্কার বলছি, আমি শ্রীকৃষ্ণের বাণীও শুনি, স্বামী বিবেকানন্দও পড়ি, নেতাজিও পড়ি, গান্ধীজিও পড়ি।  আম্বেদকরও পড়ি, আবুল কালাম আজাদও পড়ি। রামকৃষ্ণও পড়ি। একই কথা কর্ম যাঁর, ধর্ম তাঁর। ধর্ম তখনই সদিচ্ছা লাভ করে, যখন কর্মটা মানবিক হয়।  কর্ম আমানবিক হলে, কোনও ধর্মকে শ্রদ্ধা করি’।

এর আগে,  যৌথ সংসদীয় কমিটির দ্বিতীয় দিনের বৈঠকে  বিজেপির সাংসদ অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের রীতিমতো বাদানুবাদে জড়িয়ে পড়েছিলেন তৃণমূলের কল্যাণ বন্দ্যোপাধ্যায়।  এতটাই উত্তেজিত হয়ে পড়েছিলেন যে, কাঁচের বোতল ভেঙে ফেলেন কল্যাণ। ভাঙা কাঁচে হাতে চোট পান তিনি। রক্তপাত হয়। শ্রীরামপুরের সাংসদকে একদিনের জন্য সাসপেন্ড করেন লোকসভার স্পিকার।

আরও পড়ুন:  Mamata Banerjee: ‘ওষুধের দাম বাড়াচ্ছ কেন’? কেন্দ্রকে নিশানা মুখ্যমন্ত্রীর, পথে নামছে তৃণমূল…

আরও পড়ুন:  Mukundapur: ফ্ল্যাট থেকে উদ্ধার বৃদ্ধ দম্পতির ঝুলন্ত দেহ! নেপথ্যে ছেলে-বউমা? না অন্য কিছু…

(দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির টাটকা খবর, আপডেট এবং ভিডিয়ো পেতে ডাউনলোড-লাইক-ফলো-সাবস্ক্রাইব করুন আমাদের AppFacebookWhatsapp ChannelX (Twitter)YoutubeInstagram পেজ-চ্যানেল)





Source link