NOW READING:
ফুরফুরা শরিফে মুখ্যমন্ত্রী, যোগ দিলেন ইফতার পার্টিতে, বললেন, ‘খারাপ লাগে এটাই..’ !
March 17, 2025

ফুরফুরা শরিফে মুখ্যমন্ত্রী, যোগ দিলেন ইফতার পার্টিতে, বললেন, ‘খারাপ লাগে এটাই..’ !

ফুরফুরা শরিফে মুখ্যমন্ত্রী, যোগ দিলেন ইফতার পার্টিতে, বললেন, ‘খারাপ লাগে এটাই..’ !
Listen to this article


কলকাতা: বছর ঘুরলেই ফের আরেকটা বিধানসভা ভোট। তার আগে, আজ ফুরফুরা শরিফে মমতা বন্দ্যোপাধ্যায়। সেখানে ইফতার পার্টিতে যোগ দিলেন তিনি। কথা বলেন পীরজাদাদের সঙ্গে। সম্প্রতি ISF বিধায়ক নৌশাদ সিদ্দিকির নবান্নে গিয়ে মুখ‍্যমন্ত্রীর সঙ্গে বৈঠক ঘিরে জল্পনা তৈরি হয়েছিল। যদিও এদিন ফুরফরা শরিফ থেকে বিরোধীদের স্পষ্ট জবাব মুখ্যমন্ত্রীর । 

এদিন মমতা বলেন, আপনাদের কাছে এসেছি। আগেও আমি খুব আসতাম। ১৫-১৬ বার এসেছি আমি। কাজেই এটা আমার কাছে নতুন কিছু নয়। খারাপ লাগে এটাই, কমেন্ট করেছে, এটা কি ভোটের সমীকরণ ? ‘যখন কাশী-বিশ্বনাথ, পুস্করে যাই তো, তখন তো কেউ প্রশ্ন তোলেন না? যখন দুর্গা-কালীপুজোয় যাই, তখন তো কেউ প্রশ্ন করে না..আজ জেনে রাখুন আমি খ্রীস্টানদের ফেস্টিভ্যালেও যাই।আমি ইদেও যাই। আমি ইফতার নিজে করি। ইফতার- রোজাতেও যাই। ‘

আরও পড়ুন, ‘শো কজে আমি ভয় পাই না’, বললেন হুমায়ুন ! ফের হুঁশিয়ারি শুভেন্দুকে ?

আরও দেখুন



Source link

Review Your Cart
0
Add Coupon Code
Subtotal