Operation Sinddor: পহেলগাঁওয়ে জঙ্গি হামলার (Pahalgam Terror Attack) জবাব ইঞ্চিতে ইঞ্চিতে দেওয়া শুরু করেছে ভারত। বুধবার মাঝরাত থেকে ভারতীয় সেনা পাকিস্তানে প্রত্যাঘাত করা শুরু করেছে। চলছে সামরিক অভিযান ‘অপারেশন সিঁদুর’ (Operation Sindoor)। ভারতীয় আকাশসীমা লঙ্ঘন না করেই নিখুঁত লক্ষ্যে ৯ জঙ্গি ঘাঁটি গুঁড়িয়েছে ভারতীয় সেনা। পাকিস্তানও পাল্টা দিতে প্রস্তুত। পাকিস্তানের বন্ধু যে চিন সে কথা কে না জানে! চিন জানিয়েই দিয়েছে যে, ভারত-পাক যুদ্ধ বাঁধলে ইসলামাবাদেই থাকবে তাঁদের সমর্থন। চিনা অস্ত্র ও সরঞ্জামই ঠাসা পাক অস্ত্রভাণ্ডারে। এই প্রতিবেদনে দেখে নিন, চিন থেকে পাকিস্তান কী কী পেয়েছে বা একসঙ্গে কী তৈরি করেছে তারা।
আরও পড়ুন: লাদেন থেকে কাসভ, আল-কায়েদা বা লশকর…ভারতীয় সেনা গুঁড়িয়েছে সন্ত্রাসের আঁতুড়ঘর!
পাকিস্তানি বিমান বাহিনী
JF-17 Thunder মাল্টি-রোল কমব্যাট যুদ্ধ বিমান (পাকিস্তান ও চিন যৌথভাবে তৈরি করেছে)
F-7PG Skybolt – MiG-21 এর চিনা সংস্করণ
K-8 Karakorum – জেট প্রশিক্ষক বিমান (পাকিস্তান ও চিন যৌথভাবে তৈরি করেছে)
Wing Loong II UAV – সশস্ত্র ড্রোন (চিনে তৈরি)
CH-4 UAV – মানবহীন যুদ্ধ বিমান
SD-10 (PL-12) – আকাশ থেকে আকাশে নিক্ষেপযোগ্য ক্ষেপণাস্ত্র (JF-17-এ ব্যবহৃত হয়)
PL-5, PL-8, PL-9C স্বল্প-পাল্লার আকাশ থেকে আকাশে নিক্ষেপযোগ্য ক্ষেপণাস্ত্র
CM-400AKG – আকাশ থেকে আকাশে নিক্ষেপযোগ্য জাহাজ বিধ্বংসী ক্ষেপণাস্ত্র
C-802AK – আকাশ থেকে উৎক্ষেপিত ক্রুজ ক্ষেপণাস্ত্র
WS-13 ইঞ্জিন – JF-17 এর জন্য চিনা জেট ইঞ্জিন (রাশিয়ান RD-93 এর বিকল্প)
পাকিস্তানি স্থলবাহিনী
VT-4 প্রধান যুদ্ধ ট্যাঙ্ক – তৃতীয় প্রজন্মের চিনা ট্যাঙ্ক
টাইপ ৫৯, টাইপ ৬৯, টাইপ ৮৫-IIAP ট্যাঙ্ক (পূর্ববর্তী চিনা ট্যাঙ্ক মডেল)
SH-15 Howitze – ১৫৫ মিমি ট্রাক-মাউন্টেড আর্টিলারি সিস্টেম
A-100 মাল্টিপল রকেট লঞ্চার সিস্টেম
LY-80 (HQ-16) – মাঝারি-পাল্লার ভূমি থেকে আকাশে নিক্ষেপযোগ্য ক্ষেপণাস্ত্র ব্যবস্থা
HJ-8 এবং HJ-10 ATGMs – অ্যান্টি-ট্যাঙ্ক গাইডেড মিসাইল
Type 85 APC – সাঁজোয়া কর্মী বাহক
FN-6 MANPADS – ম্যান-পোর্টেবল এয়ার ডিফেন্স সিস্টেম
KJ-2000 Radar System (সাপোর্ট/গ্রাউন্ড) – সীমিত মোতায়েন
Norinco Radar এবং অপটিক্যাল ফায়ার কন্ট্রোল সিস্টেম
পাক নৌসেনা
F-22P জুলফিকার শ্রেণির ফ্রিগেট – চিনা টাইপ 053H3 এর উপর ভিত্তি করে
টাইপ 054A/P ফ্রিগেট – আধুনিক গাইডেড-মিসাইল ফ্রিগেট (সাম্প্রতিক আনয়ন)
হ্যাংগর-শ্রেণির সাবমেরিন (টাইপ 039A/041 ইউয়ান-শ্রেণির) – নির্মাণ/সরবরাহাধীন AIP সাবমেরিন
C-802 Anti-Ship Missiles -জাহাজ এবং বিমানে মোতায়েন ক্ষেপণাস্ত্র
LY-60N Naval SAM – নৌ বিমান প্রতিরক্ষার ক্ষেপণাস্ত্র ব্যবস্থা
Harbin Z-9EC Helicopters- জাহাজবাহিত অ্যান্টি-সাবমেরিন হেলিকপ্টার
YJ-62 Anti-Ship Missile – সম্ভবত টাইপ 054A/P ফ্রিগেটে
CM-302 Missile – সুপারসনিক অ্যান্টি-শিপ মিসাইল (সম্ভাব্যভাবে মোতায়েন করা বা ক্রয়াধীন)
SR2410C Radar system- আধুনিক চিনা ফ্রিগেটে ব্যবহৃত
কম্ব্যাট ম্যানেজমেন্ট সিস্টেম – চিনা প্ল্যাটফর্মের সঙ্গে সমন্বিত
আরও পড়ুন: ৫০০০ কিমিও নস্যি! ব্যালিস্টিক হয়ে হাইপারসোনিক, জানুন ভারতের আগুনে মিসাইলভাণ্ডার…
(দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির টাটকা খবর, আপডেট এবং ভিডিয়ো পেতে ডাউনলোড-লাইক-ফলো-সাবস্ক্রাইব করুন আমাদের App, Facebook, Whatsapp Channel, X (Twitter), Youtube, Instagram পেজ-চ্যানেল)