ABP Ananda LIVE: সুপার অপসারণের পরও আন্দোলনে অনড় আরজি করের জুনিয়র ডাক্তাররা। আরজি করের অধ্যক্ষকেও অপসারণের দাবি আন্দোলনকারীদের। আরজি করে এবার জরুরি বিভাগেও কর্মবিরতি । ভরসা নেই পুলিশে, বিচারবিভাগীয় তদন্ত দাবি। ‘নো সেফটি, নো ডিউটি’ স্লোগান তুলে প্রতিবাদ । হাসপাতালে দায়িত্বে থাকা পুলিশ আধিকারিকের অপসারণ দাবি। ময়নাতদন্তের রিপোর্ট প্রকাশ্যে আনার দাবি আন্দোলনকারীদের।
চিকিৎসক খুনে একজন নয়, জড়িত একাধিক, দাবি আন্দোলনকারীদের।

আরজি করে মহিলা চিকিৎসক খুনে গ্রেফতার সিভিক ভলান্টিয়ার। ধর্ষণ ও খুনের অভিযোগে গ্রেফতার কলকাতা পুলিশের সিভিক ভলান্টিয়ার। ধৃত সিভিক ভলান্টিয়ারের ১৪ দিনের পুলিশ হেফাজত। আরজি কর হাসপাতালে অবাধ যাতায়াত ছিল ধৃত সঞ্জয় রায়ের। ঘটনাস্থল থেকে উদ্ধার ইয়ার ফোনের সূত্র ধরে গ্রেফতার অভিযুক্ত। ‘সিসিটিভি-তে দেখা যায় গলায় ইয়ার ফোন ঝুলিয়ে সেমিনার রুমে ঢুকছে সঞ্জয়’। ৩০ মিনিট পর সেমিনার রুম থেকে ইয়ার ফোন ছাড়াই বেরোয় সঞ্জয়: সূত্র। অনলাইনে আনানো খাবার খেয়ে বিশ্রাম নিতে যান চিকিৎসক: সূত্র। সিসিটিভি-তে ৪ জনের গতিবিধি ধরা পড়ে: সূত্র। সবাইকে ডেকে জিজ্ঞাসাবাদের সময় সঞ্জয়ের কথায় অসঙ্গতি: সূত্র। রজি করে চিকিৎসককে ‘ধর্ষণ’-খুন, আইন করে এনকাউন্টারের সওয়াল অভিষেকের। ‘এই সব অপরাধীদের সমাজে বেঁচে থাকার অধিকার নেই’। ‘কঠোর আইন এনে, ৭দিনের মধ্যে এনকাউন্টার করে মারা উচিত’।’আইন আমাদের হাত বেঁধে রেখেছে, কেন বিচার হতে ৫-৬ বছর সময় লাগবে?”বিজেপি অর্ডিন্যান্স করে ইডি ডিরেক্টরের মেয়াদ বাড়াতে পারে’। ‘ধর্ষক-খুনিদের বিচারের জন্য কেন অর্ডিন্যান্স আনতে পারে না?’আর জি কর কাণ্ডে তোলপাড়ের মধ্যেই সরব অভিষেক বন্দ্যোপাধ্যায়।



Source link

Shares:
Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *