NOW READING:
একাধিক সন্তানের জন্ম দিলে সরকার দেবে লক্ষ লক্ষ টাকা ! এই দেশে জারি নিয়ম
July 5, 2025

একাধিক সন্তানের জন্ম দিলে সরকার দেবে লক্ষ লক্ষ টাকা ! এই দেশে জারি নিয়ম

একাধিক সন্তানের জন্ম দিলে সরকার দেবে লক্ষ লক্ষ টাকা ! এই দেশে জারি নিয়ম
Listen to this article


Cash Incentive: জনসংখ্যা ক্রমেই কমছে এই দেশে। বিগত কয়েক বছরে দেশের জনসংখ্যা এবং জন্মহারে ব্যাপক পতন লক্ষ করা গিয়েছে। আর তাই দেশের সরকার এই জন্মহার বাড়ানো এবং জনসংখ্যা নিয়ন্ত্রণের জন্য নানা রকম উদ্যোগ করছে। আর এরই মধ্যে সরকারের তরফে নানারকম স্কিম চালু করা হয়েছে। এই স্কিমের অধীনে (China Incentive) নতুন বাবা-মায়েদের একাধিক সন্তানের জন্ম দিলে ইনসেনটিভ দেওয়া হবে। ২০২৫ সালের ১ জানুয়ারির পরে জন্মানো সন্তানদের জন্য এই ভর্তুকির সুবিধে পাওয়া যাবে বলেই জানিয়েছে সরকার। এই নিয়ম জারি (Cash Incentive) হয়েছে চিনে, ভারতেরই প্রতিবেশি দেশে এখন জনসংখ্যার পতন দেখা দিচ্ছে।

নতুন বাবা-মায়েদের কী সুবিধে দেওয়া হচ্ছে সরকারের তরফে

ব্লুমবার্গ রিপোর্ট অনুসারে চিন সরকার প্রতি বছর একাধিক সন্তান থাকলে সেই পরিবারের মাকে ৩৬০০ ইউয়ান করে ভর্তুকি দেবে যা ভারতীয় মুদ্রায় আসলে ৪২০০০ টাকা। এই টাকা সন্তানের তিন বছর বয়স পর্যন্ত সরকারের থেকে দেওয়া হবে। এভাবে সন্তানের তিন বছর বয়স পর্যন্ত সন্তানের মা পাবেন ১.২৬ লক্ষ টাকা। যদিও স্টেট কাউন্সিল ইনফরমেশন অফিসের তরফে এই বিজ্ঞপ্তিতে নিশ্চয়তা দেওয়া হয়েছে। এছাড়া আঞ্চলিক সরকার নানাবিধ স্কিম কার্যকর করেছে এই জন্মহার বাড়ানোর জন্য। যেমন চিনের ইনার মঙ্গোলিয়ার হোহোট শহরে দ্বিতীয় সন্তানের জন্ম হলেই ৫০ হাজার ইউয়ান দেয় রাজ্য সরকার। আর তৃতীয় সন্তানের জন্ম হলে সরকারের তরফে দেওয়া হয় ১ লক্ষ ইউয়ান অর্থাৎ ভারতীয় মুদ্রায় যা কিনা ১১ লক্ষ ৯০ হাজার ৯৮৬ টাকা।

চিনের জনসংখ্যায় পতন

রয়টার্সের একটি রিপোর্ট অনুসারে চিনের জনসংখ্যা ২০২৩ সালের ১৪০৯ মিলিয়নের থেকে কমে ২০২৪ সালে হয়েছে ১৪০৮ মিলিয়ন। অর্থাৎ এক বছরের মধ্যেই ১০ লক্ষ কমে গিয়েছে চিনের জনসংখ্যা। ২০২২ সালে চিনের জনসংখ্যায় প্রথম পতন দেখা গিয়েছিল। বিগত ৬০ বছরে এটিই ছিল প্রথম জনসংখ্যার পতন। তারপরে ২০২৩ ও ২০২৪ সালেও ক্রমান্বয়ে পতন এসেছে জনসংখ্যায়।

ফলে জনসংখ্যা বাড়ানো, জন্মহার বাড়ানোর জন্য চেষ্টা করে চলেছে চিন সরকার। ১৯৮০ সালে চিনে যে এক সন্তান নীতি চালু করা হয়েছিল তা বদলে এখন তিন সন্তান নীতি চালু করেছে দেশের সরকার। কিন্তু দেশের মুদ্রাস্ফীতি এত বেশি যে বেশিরভাগ মানুষ দুশ্চিন্তায় দিন কাটাচ্ছেন যে কীভাবে এত বড় সংসারের খরচ সামলানো যাবে।

সমীক্ষায় উঠে এল ভয়ানক তথ্য

সম্প্রতি একটি সমীক্ষায় চিনের ১.৪৪ লক্ষ পরিবারের উপর পর্যবেক্ষণ করে দেখা গিয়েছে, এর মধ্যে ১৫ শতাংশ পরিবার একাধিক সন্তানের জন্ম দেওয়ার জন্য প্রস্তুত হয়েছেন। যখন তাদের সরকারের তরফ থেকে বছরে ১০০০ ইউয়ান ভর্তুকি দেওয়ার কথা বলা হয়, ৮.৫ শতাংশ পরিবার একাধিক সন্তানের জন্ম দিতে রাজি হয়েছেন। আর এ থেকেই বোঝা যায় যে সরকারের এই উদ্যোগে কত উপকৃত হচ্ছে চিনের পরিবারগুলি।

অন্য আরও কিছু দেশ এই সমস্যায় জর্জরিত

চিনের মত আরও অন্যান্য দেশ এই সমস্যায় জর্জরিত। আর তাই সেই সমস্ত দেশেও নানা উপায়ে জনসংখ্যা তথা জন্মহার বাড়ানোর চেষ্টা করা হচ্ছে। এ সমস্ত দেশে জন্মহার কমে যাচ্ছে তাদের মধ্যে দক্ষিণ কোরিয়াতে এক বছরের কম বয়সী সন্তানের জন্য তাঁর মাকে ৭ লক্ষ কোরিয়ান মুদ্রা দেওয়া হচ্ছে অর্থাৎ যা ভারতীয় মুদ্রায় ৪৩৯২৪ টাকা। আর এই উদ্যোগের কারণে বিগত ৯ বছরে জন্মহার বেড়েছে ৩.১ শতাংশ। জাপানে শিশুদের জন্য অবকাঠামো আরও উন্নত করা হচ্ছে। ২০০৫ সাল থেকে হাজার হাজার চাইল্ড কেয়ার ইউনিট বানানো হচ্ছে। এতে জন্মহারেও ০.১ শতাংশ বৃদ্ধি হয়েছে।



Source link